উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে মাঘের শীতের দাপট। ঘন কুয়াশা আর উত্তরে ঠাণ্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। কষ্টে রাত পাড় করছেন নিম্নআয়ের মানুষেরা। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠাণ্ডা বাতাসে হাড়কাঁপা শীত অনুভূত হচ্ছে।
পঞ্চগড়ে ঘন কুয়াশা-বাতাসে বেড়েছে মাঘের শীত
পঞ্চগড় প্রতিনিধি

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) তাপমাত্রা খানিক বেড়ে দাঁড়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এবার মধ্য পৌষ থেকে শুরু হয় শীতের তীব্রতা।
এদিকে প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকায় বাড়ির উঠোন কিংবা রাস্তার পাড়ে আগুন জ্বেলে উষ্ণতা নিচ্ছেন অসহায় দরিদ্র মানুষেরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘আগামী কয়েকদিন মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শীতের তীব্রতা কিছুটা থাকতে পারে। এরপরে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও ক্রমান্বয়ে কমে আসবে।’
সম্পর্কিত খবর

নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে বেশি শক্তিশালী : টুকু
টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ১৪, ১৮, এবং ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তার পছন্দ মতো সরকার চায়।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের মিলনায়তনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি টুকু বলেন, বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে আগামী বাংলাদেশ কিভাবে চলছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশির ভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি।
তিনি আরো বলেন, শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এ ছাড়াও ফ্যামেলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবার এ ফ্যামেলি কার্ড পাবে।
এসময় বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১২ জুন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে।

জুলাই আন্দোলনে শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম করল কিশোর গ্যাং
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহরে জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিজভীর ছোট ভাই দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার হাসান রিমনকে (১৬) কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংগের একদল দুর্বৃত্ত।
রবিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী জেলা শহরের মাইজদী বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার ব্যাংকার মো. জামাল উদ্দিনের ছেলে এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই এবং জেলা শহরের স্থানীয় হরিনারায়ণ পুরে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, রিমন স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাহিরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে। রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে আমি শহীদের ভাই।
তিনি আরো জানান, পিঠে ৩টিসহ মোট তাকে ৬টি ছুরিকাঘাত করা হয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের জানান, জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। হামলাকারীরা উঠতি সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্য। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহত লিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

সালথায় আগুনে পুড়ল ৪ দোকান
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে অন্তত ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুন্তারমোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ীরা জানান, দুপুরে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান তারা।
তবে সময় মতো ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান আগুন থেকে রক্ষা পায় বলে জানান বাজারের দোকানদাররা।
সালথা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

সিরাজগঞ্জে ডাকাত দলের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি

ডাকাত দলের ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছিলেন সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫)। এরপর তিন দিন ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।
রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম বগুড়ার শেরপুরের বাসিন্দা।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান, ‘গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর এলাকায় ডিউটি পালন করছিলেন কনস্টেবল রফিকুল। ওই সময় একটি গরু বোঝাই ট্রাক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ডাকাতি করে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে বগুড়া অভিমুখে যাচ্ছিল। পথে পুলিশের তাড়া থেয়ে উল্টো আবার ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা।