ফরিদপুর

ধাক্কা দিয়ে নির্মীয়মাণ সরস্বতী প্রতিমা ভাঙেন যুবক, গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ধাক্কা দিয়ে নির্মীয়মাণ সরস্বতী প্রতিমা ভাঙেন যুবক, গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ফরিদপুরে একটি মন্দিরে ঢুকে নির্মাণাধীন সরস্বতী প্রতিমা ধাক্কা দিয়ে ভেঙে ফেলার অভিযোগে মো. মিরাজউদ্দীন (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় থানায় মন্দির কমিটির সভাপতি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর যুবককে আদালতে পাঠানো হয়েছে। 

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকার কালী মন্দিরে এ ঘটনা ঘটলে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে কোতয়ালী থানা পুলিশ ওই যুবককে হেফাজতে নেয়।

আরো পড়ুন
ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ

ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ

 

তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজেদপুর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর শহরে ইজিবাইক চালায় এবং শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। 

মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকার কালী মন্দিরটির বারান্দা প্রায় ৪ ফুট উচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা এবং সামনের মূল গেট রডের তৈরি।

তবে মন্দিরের একপাশের কিছু অংশে ইটের গাঁথুনি না থাকায় সহজেই যে কেউ মন্দিরের বারান্দায় প্রবেশ করতে পারেন। মন্দিরটির অবস্থান ভাটিলক্ষীপুরের একটি সড়কের পাশে অবস্থিত। এ ঘটনায় থানায় মন্দির কমিটির সভাপতি নিমাই চন্দ্র মালো বাদি হয়ে মামলা দায়ের করেছেন। 

আরো পড়ুন
বিচারের দাবিতে যুবদল নেতার মরদেহ নিয়ে মানববন্ধন

বিচারের দাবিতে যুবদল নেতার মরদেহ নিয়ে মানববন্ধন

 

মন্দির কমিটির সদস্য রামচন্দ্র মালো বলেন, আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমাটি বানানো হয়েছিল।

শুক্রবার দিবাগত ১১টার দিকে মন্দিরের সামনে যাত্রীশুন্য একটি ইজিবাইক এসে দাঁড়ায়। এরপর ওই ইজিবাইকের চালক মন্দিরের বারান্দায় ঢুকে নির্মাণাধীন সরস্বতী প্রতীমা ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। 

তিনি বলেন, এই একই ব্যক্তি ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি ফরিদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন মন্দিরের সরস্বতী প্রতিমা ভেঙেছিল। তখন তাকে পাগল বলে ছেড়ে দেওয়া হয়েছিল।

মন্দিরের ২৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মন্দিরের সামনে ইজিবাইক রেখে মন্দিরের বারান্দায় ঢুকে সরস্বতী প্রতীমাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে প্রতীমাটি ভেঙে ফেলেন।

আরো পড়ুন
কঙ্গোতে চীনের মাইনিং কার্যক্রম, হুমকির মুখে পরিবেশ

কঙ্গোতে চীনের মাইনিং কার্যক্রম, হুমকির মুখে পরিবেশ

 

মন্দির সংলগ্ন একটি ছাত্রাবাসে থাকা রাজেন্দ্র কলেজের ছাত্র সমর মন্ডল বলেন, সরস্বতী পূজার জন্য ৬ হাজার টাকা চুক্তিতে একজন মৃৎশিল্পীকে দিয়ে এ প্রতীমা বানানো হয়। আমরা এই মন্দিরের পাশের একটি ছাত্রাবাসে থাকি। এখানে আমরা অনেক ছাত্ররা মিলে সরস্বতী পূজা করতে চেয়েছিলাম। এজন্য বন্ধুদের নিমন্ত্রণও দিয়েছি। কিন্তু এই প্রতীমা এমন এক সময় ভাঙা হল যে সংস্কারের সময়ও পাওয়া যাবে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, প্রতীমা ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের হাতে আটক হওয়া যুবককে রাতেই পুলিশের হেফাজতে নেওয়া হয়। আজ শনিবার মন্দির কমিটির সভাপতি বাদি হয়ে মামলা করেছেন। 

আরো পড়ুন
‘নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার করতে হবে’

‘নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার করতে হবে’

 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, ঘটনাটি ওই যুবক যে ঘটিয়েছে এটা প্রমাণিত। মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের নামে মামলা

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের নামে মামলা

মাগুরায় ৮ বছরের শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চার জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সদর থানায় মামলাটি করেছেন আলোচিত শিশুটির মা।

মামলায় আসামিরা হলেন- শিশুর বোনের স্বামী সজিব শেখ (১৯), সজিব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭), সজিবের মা জাহেদা বেগম (৪০) ও বাবা হিটু শেখকে (৪৭)।

 

মামলার বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান আছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে মামলার আসামিদের আগেই গ্রেপ্তার করা হয়েছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের এজাহারভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) রাতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় মেয়েটি।

মন্তব্য
রংপুর

ডেভিল হান্টে গ্রেপ্তার যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
ডেভিল হান্টে গ্রেপ্তার যুবলীগ নেতা

'ডেভিল হান্ট' অপারেশনে রংপুর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম রিংকুকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর বাসটার্মিনাল এলাকা থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৮ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওসি জানান, 'যুবলীগ নেতা নুরে আলম রিংকুকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে দেখা গেছে।

৫ আগস্ট পরবর্তী গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেয় সে। দীর্ঘদিন পলাতক ছিলেন এই যুবলীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে তোলা হয়।'

মন্তব্য

তিতাসে ভেড়া চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

দাউদকান্দি (কুমিল্লা)  প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা)  প্রতিনিধি
শেয়ার
তিতাসে ভেড়া চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক
জেলার মানচিত্র

কুমিল্লার তিতাসে সাবেক ইউপি সদস্য (মেম্বার) শুক্কুর মিয়া ভেড়া চুরির অপরাধে জনতার হাতে আটক হয়েছেন। আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার(৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কড়িকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্তা : রিজভী

উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্তা : রিজভী

 

ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন একটি যাত্রীবাহী অটো থেকে ক্যারেটের ভিতরে দড়ি দিয়ে বাঁধা একটি ভেড়া বের করতেছে এবং আটককৃত ব্যক্তির শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে ফেইসবুক লাইভে ছাগল চোর, ছাগল চোর বলে অভিযোগ তুলতে দেখা যায়।

আটককৃত ব্যক্তি সেই সময় আমি ‘মেম্বার মেম্বার’ বলে চিৎকার করতে শোনা যায়।

আটককৃত ব্যক্তি মো. শুক্কুর মিয়া নারান্দিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। ইতিমধ্যে একজন সাবেক ইউপি সদস্যের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে উপজেলার সর্বত্র জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

আরো পড়ুন
কুমিল্লার ছাত্রহত্যা মামলার আলোচিত আসামি ১০ দিনের রিমান্ডে

কুমিল্লার ছাত্রহত্যা মামলার আলোচিত আসামি ১০ দিনের রিমান্ডে

 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে ৪৯ জন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে ৪৯ জন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানের ২৮ দিনে আওয়ামী লীগের ৪৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছেন শিক্ষক-জনপ্রতিনিধিরাও। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ শনিবার পর্যন্ত সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ জেলার ৯ উপজেলায় আলাদাভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরো পড়ুন

ত্রিশালে কমিউটার ট্রেনে আগুন, যোগাযোগ বন্ধের পর ফের চালু

ত্রিশালে কমিউটার ট্রেনে আগুন, যোগাযোগ বন্ধের পর ফের চালু

 

গ্রেপ্তারদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ২৩ জন, নবীগঞ্জে ৪ জন, শায়েস্তাগঞ্জে ৫ জন, বানিয়াচংয়ে ৭ জন, বাহুবল ও লাখাইয়ে ৩ জন, মাধবপুরে ৪ জন, চুনারুঘাট ৫ ও আজমিরীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে।

হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। বেশিরভাগই ৯টি থানায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত। তাঁদের মধ্যে দুইজনকে বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বাকীদের গ্রেপ্তার করা হয়েছে অভিযান চালিয়ে।

আরো পড়ুন

রেললাইনে পড়ে ছিল বিএনপি নেতার ভাইয়ের মরদেহ

রেললাইনে পড়ে ছিল বিএনপি নেতার ভাইয়ের মরদেহ

 

এই ৪৯ জনের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ আলী সৌদিআরবে যাওয়ার সময় এবং আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আমজাদ তালুকদার আমেরিকা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তর হন।

হবিগঞ্জের ডিআইও ১ কামরুল ইসলাম জানান, 'অভিযান অব্যাহত আছে।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ