মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে শুক্রবার রাতে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রলবোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রলবোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পেট্রলবোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে।

তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতল জব্দ করা হয়। এই ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব’
সংগৃহীত ছবি

শিক্ষা-সংস্কৃতি আন্দোলন আয়োজিত পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাঙালির জাতিসত্তাবোধ বিনষ্ট করা অসম্ভব। বাংলা নববর্ষের অনুষ্ঠানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। ধর্ম-বর্ণের দোহাই দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির এই ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টা কখনোই সফল হবে না।

নববর্ষের উচ্ছ্বাসে সব অশুভ শক্তির পরাজয় হবে।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের সদস্যসচিব রুস্তম আলী খোকন। ড. তারিকুজ্জামান সুদানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন লেখক-সাংবাদিক সাইফুর রহমান তপন, খেলাঘরের উপদেষ্টা আহসান হাবিব লাভলু, পরিজা সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, শৈশব মেলা বাংলাদেশের সভাপতি গোলাম কিবরিয়া অপু এবং শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতা সৈয়দ বাবলু, নাজমুল হাসান ও অনন্ত রূপ চক্রবর্তী।

আরো পড়ুন
বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি বাড়ল?

বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি বাড়ল?

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিককালে সারা দেশে উগ্রবাদী গোষ্ঠী বাঙালি সংস্কৃতির ওপর নানাভাবে আঘাত হানছে।

পহেলা বৈশাখকে ধর্ম বিরুদ্ধে উপস্থাপন করার পুরনো অপচেষ্টায় এই মৌলবাদী উগ্রবাদী মহল লিপ্ত। কর্তৃক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা জনগণকে বিস্মিত করছে। 

তারা আরো বলেন, বায়ান্নর চেতনায় মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বাঙালি জাতি ও বাংলাদেশ এগিয়ে যাবে। বায়ান্ন ও একাত্তরের চেতনায় মৌলবাদ, দুর্নীতি, দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক স্বৈরাচারী অপশাসনসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

বর্ষবরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর সংগঠনসহ শিল্পীরা গান-কবিতা ও বাউলসংগীত পরিবেশন করেন।

মন্তব্য

রাজধানীতে কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল, অতঃপর...

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজধানীতে কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল, অতঃপর...
সংগৃহীত ছবি

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউসের শুভ সূত্রধরকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা আপন কফি হাউসের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়।

আরো পড়ুন
না. গঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’, সংস্কার শেষে নির্বাচনের দাবি

না. গঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’, সংস্কার শেষে নির্বাচনের দাবি

 

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি শপ’-এর স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকেল ৪ ঘটিকায় রামপুরা থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছে।

জানা যায়, ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজ করছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউসে প্রায়ই এসে ডিস্টার্ব করতেন। তিনি ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।

ওসি বলেন, ‘আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ উদযাপন
সংগৃহীত ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণ ব্যানার-ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গণে সদস্যদের মাঝে মুড়ি-মোয়া, নকুলদানা, মুড়কি, মুড়ালি, কদমা ও বাতাসা পরিবেশন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন ডিআরইউ সদস্য, সন্তান ও অতিথি সংগীতশিল্পীরা।

দুপুরে ডিআরইউ ক্যান্টিনে সাদা ভাত, ডিম, মুরগি/মাছ, বেগুন ভাজি, শুঁটকি ভর্তা, সবজি ও আম-ডাল পরিবেশন করা হয়।

আরো পড়ুন
নববর্ষে কুমিল্লায় শতবর্ষী মাছের মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়

নববর্ষে কুমিল্লায় শতবর্ষী মাছের মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়

 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় দিনভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিনারইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, মনির হোসেন লিটন, রাজু আহমেদ, কবির আহমেদ খান, মশিউর রহমান খান, সহসভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউলশিল্পী লাভলী শেখ, ফারজানা ইভা, রেখা সুফিয়ানা, ডিআরইউ সদস্য রেজা করিম, ইসারফ হোসেন ইসা, বিপ্লব বিশ্বাস, সদস্য সন্তান নাবিদ রহমান তূর্য, নওশীন তাবাসসুম তৃণা, আরিশা আরিয়ানা, সানদিহা জাহান দিবা, মুয়ান্তিকা রহমান সানাইয়া, মায়াবী রায়, অনুদীপ রায়, শ্রদ্ধা রায় প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ লক্ষাধিক মানুষ
সংগৃহীত ছবি

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টায় শুরু হয় এ ড্রোন শোতে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। দেখানো হয় ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।

উপস্থিত লক্ষাধিক জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।

এর আগে এদিন বিকেল ৩টা থেকে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য কনসার্ট। কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছে।

কনসার্ট ঘিরে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় মানুষের মিলনমেলায়। তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ গানে-নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে। বিকেল গড়াতেই উপচে পড়া ভিড়ে জমে ওঠে পুরো এলাকা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ