ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

বেড়া দিতে দেবে না বাংলাদেশ, সীমান্ত হত্যা জায়েজ করার চেষ্টা ভারতের

  • চুক্তি হয় হাসিনা সরকারের আমলে
  • বেহাত হতে পারে বাংলাদেশের জমি
  • নদী দখলমুক্ত করায় প্রতিবাদ করেনি ভারত
ওমর ফারুক
ওমর ফারুক
শেয়ার
বেড়া দিতে দেবে না বাংলাদেশ, সীমান্ত হত্যা জায়েজ করার চেষ্টা ভারতের
সংগৃহীত ছবি

সীমান্তে আরো ১০০টি স্থানে ভারত কাঁটাতারের বেড়া দেবে বলে সে দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই বেড়া দেওয়ার বিষয়ে সংকট কাটেনি। কারণ ভারত বেড়া দিতে চায় নোম্যানস ল্যান্ডের ভেতরে। কিন্তু বাংলাদেশ সেটি হতে দিতে চায় না।

গত ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধান পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে। অপরদিকে ছিল বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিত্ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল।

আরো পড়ুন

নারী দিবসে মোদির নিরাপত্তায় থাকবেন শুধু নারীরা

নারী দিবসে মোদির নিরাপত্তায় থাকবেন শুধু নারীরা

 

বাংলাদেশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালের কণ্ঠকে  জানিয়েছেন, এবারের বৈঠকটি ছিল আলাদা।

অন্যান্যবার ভারত একতরফাভাবে বলে যেত, আর বাংলাদেশের কর্মকর্তারা তা মেনে নিতেন। ফলে খুব সহজে বৈঠক শেষ হয়ে যেত। এরপর বাংলাদেশের প্রতিনিধিদলকে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে নিয়ে যেত। বিজিবি আর বিএসএফ প্রধানদের স্ত্রীদের একসঙ্গে নানা অনুষ্ঠানও থাকত।
কিন্তু এবার ভারত ঘুরতে নিয়ে যেতে চাইলেও প্রতিনিধিদলের কেউ রাজি হননি। তাঁরা হোটেলেই ছিলেন।

ওই কর্মকর্তা আরো জানান, বৈঠকে সীমান্ত হত্যার ঘটনা তোলার পর ভারতের তরফ থেকে সেটাকে জায়েজ করার চেষ্টা করা হয়। তারা বলতে চায়, বাংলাদেশিরা কাঁটাতারের বেড়া কেটে ভেতরে ঢুকে যাওয়ার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ সময় বাংলাদেশের প্রতিনিধিদল তাদের বক্তব্যের বিরোধিতা করে বলে, এটা কোনো যুক্তি হতে পারে না।

যদি কেউ অবৈধভাবে প্রবেশও করে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়। তাকে বিচারবহির্ভূত হত্যা করা যায় না।

আরো পড়ুন

আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়ি আটক

আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়ি আটক

 

একপর্যায়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশি অপরাধীরা ভারতের গভীরে চলে যায় এবং তারা সেটা দলিলে লিখতে চায়। এটার প্রতিবাদ জানায় বাংলাদেশ। বাংলাদেশ সাফ জানিয়ে দেয়, ‘ডিপ’ শব্দটি থাকলে তারা তাতে স্বাক্ষর করবে না। এ নিয়ে ঘণ্টাখানেকের বেশি যুক্তিতর্কের পর ভারতের প্রতিনিধিদল সেই শব্দ বাদ দিতে বাধ্য হয়। 

ওই কর্মকর্তা আরো জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে ১৬৭টি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে শেখ হাসিনা সরকারের আমলে চুক্তি করা হয়েছে। বিএসএফ জানায়, নো-ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে চুক্তিতে উল্লেখ রয়েছে। কিন্তু নো-ম্যান্স ল্যান্ডে বেড়া দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আপত্তি জানায়।

গত ৬ জানুয়ারি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিএসএফের দখল থেকে পাঁচ কিলোমিটার কোদলা নদী মুক্ত করে বিজিবি। নদীটির প্রায় পাঁচ কিলোমিটার অংশ বাংলাদেশে অবস্থিত, যা আগে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের ব্যবহার করতে বাধা দিত। সীমান্ত সম্মেলনে এ বিষয়টিও উঠেছিল। সেখানে বিএসএফ স্বীকার করে জায়গাটি বাংলাদেশেরই ছিল।

আরো পড়ুন

সিলেটে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেটে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

সীমান্ত সম্মেলনের শেষ দিন ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন জানায়, সীমান্ত এলাকায় নতুন করে প্রায় ১০০টি স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাশাপাশি চলমান সীমান্ত বেড়া নির্মাণকাজও অব্যাহত থাকবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশের ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনা সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে নো-ম্যানস ল্যান্ডেও বেড়া দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিয়ে রেখেছে। যেটাকে ধরে ভারতীয়রা কথা বলার সুযোগ পাচ্ছে। এতে বাংলাদেশের জমি বেহাত হতে পারে।

প্রতিনিধিদল ফেরার পর বিজিবির তরফ থেকে গত ২২ ফেব্রুয়ারি গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে জানানো হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান।

সীমান্তের ১৫০ গজের মধ্যে যেকোনো স্থায়ী স্থাপনা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শকদলের পরিদর্শন ও যৌথ আলোচনার দলিলের ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন

সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোণে দগ্ধ ১ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোণে দগ্ধ ১ জনের মৃত্যু

 

এ ছাড়া সীমান্তবর্তী নদীর ভাঙন রোধে তীরবর্তী বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ এবং পূর্বাভাস না দিয়ে বাংলাদেশের উজানে বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বন্যার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব
সংগৃহীত ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়ার

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়ার

 

মুত্তাজুল ইসলাম জানান, বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইন্তেখাব চৌধুরী তার দায়িত্ব বুঝে নেবেন।

আরো পড়ুন
পাকিস্তানের ওপর ভারতের সিদ্ধান্তের প্রভাব কী?

পাকিস্তানের ওপর ভারতের সিদ্ধান্তের প্রভাব কী?

 

র‌্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র। বর্তমান মুখপাত্র আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাহিনীটির অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

চলতি বছরে দেশে আরো ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হতে পারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চলতি বছরে দেশে আরো ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হতে পারে
ছবি : এএফপি

বাংলাদেশে চলতি বছর নতুন করে ৩০ লাখ মানুষ অতি গরিব হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে। এ শঙ্কা সত্যি হলে অতি দারিদ্র্যের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে।

অর্থনৈতিক ধীর গতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে।

এ ছাড়া শ্রম বাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে বলে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্ব ব্যাংকের হিসেবে কোনো মানুষের দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলারের কম হলে তাকে হত দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে বাংলাদেশে এ হার ছিল ৫ শতাংশ। ২০২৫ সালে হতদরিদ্রের হার ৯ দশমিক ৩ শতাংশে উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।

ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুসারে, দিনে ২ দশমিক ১৫ ডলার আয় করে প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সামর্থ্য না থাকলে অতি দরিদ্র হিসেবে ধরা হয়। এটি আন্তর্জাতিক দারিদ্র্যরেখা। 

মন্তব্য

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুসান রাইলি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি।

অস্ট্রেলিয়া আশা করে, এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত।

এর আগে বিভিন্ন দেশের কূটনীতিকরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন। অনেক দেশ নির্বাচনী সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে।

ইতিমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনকে নির্বাচনী উপকরণ সরবরাহের মাধ্যমে সহায়তা দিচ্ছে।

মন্তব্য

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

আজ বৃহস্পতিবার রাজধানী দোহায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে তিনটি শূন্যের একটি বিশ্ব শীর্ষক বিষয়ে ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্বকে এগিয়ে নিতে থ্রি জিরো ক্লাব গঠনের জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শুধুমাত্র পাঁচজন তরুণ সিদ্ধান্ত নিয়ে থ্রি জিরো ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করতে পারে।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ