ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে নাচের ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে নাচের ভিডিও ভাইরাল
ভাইরাল ভিডিও থেকে নেওয়া

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সাথে ছাত্রীদের নৃত্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) Al-Amin Rahman নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ২০ সেকেন্ডের ছাত্রীদের নৃত্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে গত ২৬ জানুয়ারি রবিবার ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়।

আরো পড়ুন
তিতুমীর শিক্ষার্থীদের ১ দফা ঘোষণা

তিতুমীর শিক্ষার্থীদের ১ দফা ঘোষণা

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছিলেন ছাত্রীরা।

তখন অনুষ্ঠানের মাইকে গান—‘কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোন টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা’ হচ্ছিল।

বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি ওইদিন সকালে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা উদ্বোধন করেন। এদিন দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ আয়োজকরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই সময় সাউন্ডবক্সে  বিভিন্ন গান চলছিল।

গানের তালে তালে বিদ্যালয়ের ছাত্রীরা নাচানাচি করছিল। এক পর্যায়ে একটি গান শেষ হওয়ার পর ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানটি বেজে ওঠে। ওই গানের সাথে শিক্ষার্থীরা নাচতে থাকে। গানের তালে তালে শিক্ষার্থীদের একটি ভিডিও ফেসবুকে  ভাইরাল হয়েছে।

আরো পড়ুন
অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

 

ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। 

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, ওই গানটির বিষয় আমার নজরে আসার সাথে সাথে আমি সেটি বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। 

তিনি বলেন, এ  অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেন ঘটলো এবং কীভাবে ওই ভিডিওটি বাইরে গেল তা খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

প্রতিবেদনটি হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

 

জানা যায়, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯১০ সালে ফরিদপুর জেনারেল হাসপাতালের দক্ষিণপাশে শহরের প্রাণকেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যালয়টি জেলার নারী শিক্ষার জন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

মন্তব্য

সম্পর্কিত খবর

জামালপুরে সড়কে গেল দুই প্রাণ

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
জামালপুরে সড়কে গেল দুই প্রাণ
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজনের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শনিবার সকাল ৬টার দিকে জামালপুর শহরের ছোনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৩৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম (২৭)।

 

আরো পড়ুন

নারী দিবসে বাংলা গান নিয়ে এলেন ‘বড় লোকের বেটি’

নারী দিবসে বাংলা গান নিয়ে এলেন ‘বড় লোকের বেটি’

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ছোনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালুর মৃত্যু হয়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির চালকসহ তিনজন আহত হন।

দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময়  দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহীও মারা যান। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক বলেন, ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো আটক করা হয়েছে।

এ ছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য

জাহাজ থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার ৬ জন

    উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাহাজ থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার ৬ জন
সংগৃহীত ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট মাছুয়া বলেশ্বর নদীর চরে আটকে থাকা এমবি শাকিল পরিবহন (এম ২৫৯১২) নামে একটি কয়লার জাহাজ থেকে ৬ জন শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নাছির হোসেন (৩৫) নামে এক শ্রমিককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অন্য আহতরা হলেন— জাহাজের মাস্টার আবুল হাশেম (৪৯), ইঞ্জিনচালক বিপ্লব (৩৫), বাবুর্চি নিদু মিয়া (৬০), স্কর্ট মো. শান্ত (১৮) এবং শাওন (১৭)। আহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জাহাজের মাস্টার আবুল হাশেম জানান, বৃহস্পতিবার (৬ মার্চ) মংলা থেকে জাহাজে কয়লা বোঝাই করে তারা ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা দেন। সোনাখালী এলাকায় নদীতে জাহাজ নোঙর করে তারা ইফতার ও তারাবি নামাজ পড়ে বিশ্রাম নেন।

এরপর হয়তো তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং কিভাবে এখানে এলেন তা জানেন না।

জাহাজের স্কর্ট মো. শান্ত জানান, ইফতার করার সময় সোনাখালী থেকে দুজন স্কর্ট তাদের জাহাজে এসেছিলেন। এরপর কী ঘটেছে, তা তিনি বলতে পারেননি। শুক্রবার দুপুরে জাহাজটি চরের সঙ্গে আটকে থাকতে দেখেন এবং লোকজনের হাত-পা বাঁধা অবস্থায় তিনি দেখতে পান।

তিনি আরো জানান, জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল না।

স্থানীয় সেলিম ব্রিকস ইটভাটার ম্যানেজার সরোয়ার হোসেন মন্টু মিয়া বলেন, সাহরি খাওয়ার পর নদীর চরে জাহাজটি আটকে থাকতে দেখা যায়। তারা বারবার চিৎকার করে সমস্যা জানার চেষ্টা করেন। কিন্তু কোনো উত্তর না পেয়ে দুপুরে ট্রলার নিয়ে জাহাজের কাছে গিয়ে লোকজনের হাত-পা বাঁধা এবং অচেতন অবস্থায় দেখতে পান। পরে তিনি ইটভাটার মালিককে বিষয়টি জানান।

এরপর পুলিশ ও সাংবাদিকরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং জাহাজটি নিরাপদে নোঙর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ সাখাওযাত হোসেন জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং জাহাজটি নিরাপদে রাখা হয়েছে।

মন্তব্য
কুমিল্লা

কলেজ মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব, পতাকার খুঁটিতে জুতা উত্তোলন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কলেজ মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব, পতাকার খুঁটিতে জুতা উত্তোলন
সংগৃহীত ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা জামে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে একটি পক্ষ। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর ক্যাম্পাসের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে গত দুই মাস ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

পূর্বের ইমাম মারুফ বিল্লাহকে অপসারণ করা হয়েছে। অপসারণের পর আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন।

আরো পড়ুন

কুমেকে পাঁচ তলার বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

কুমেকে পাঁচ তলার বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

 


তারা বলেন, স্থানীয়দের সঙ্গে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধ কখনো কাম্য নয়।

এ সময় তারা নতুন ইমাম নিয়োগের দাবি করেন।

এদিকে নামাজের পর ৮-১০ জন যুবক কলেজের প্রশাসনিক ভবনের সামনে থাকা জাতীয় পতাকার তিনটি খুঁটির মাঝেরটিতে গিয়ে বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে জুতা ঝুলিয়ে দেয়। এ ঘটনার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মসজিদের অপসারিত ইমাম মারুফ বিল্লাহ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আজ আমি মসজিদেও ছিলাম না। কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি। সেখানে এই ঘটনা কারা ঘটিয়েছে, আমি কিছুই জানি না।

আরো পড়ুন

চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, জাতীয় পতাকার খুঁটিতে জুতা উত্তোলন রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই কাজ কখনোই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমরা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করব।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি, এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

কুমেকে পাঁচ তলার বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমেকে পাঁচ তলার বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু
সংগৃহীত ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে পাঁচ তলা থেকে পড়ে ওসমান গনি (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বারান্দা থেকে পড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা পলাতক রয়েছেন।

নিহত ওসমান গনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা।

তিনি হাতের একটি অপারেশনের জন্য গত এক সপ্তাহ ধরে কুমেক হাসপাতালে ভর্তি ছিলেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতর স্ত্রী কোহিনুর বেগম বলেন, গত এক সপ্তাহ ধরে আমার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের যেখানে সিট দেওয়া হয়েছিল এর পাশেই দেওয়াল অরক্ষিত ছিল।

কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমারা এখানে এসেছি চিকিৎসা নিতে, কিন্তু আজ লাশ নিয়ে বাড়ি ফিরেছি। আমি এ ঘটনার বিচার দাবী করছি।

এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে সার্জারি বিভাগের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন ও হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে একাধিক বার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নিহতের স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছেন। তবে এ ঘটনায় তাদের কোন অভিযোগ নেই বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ