ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সাথে ছাত্রীদের নৃত্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) Al-Amin Rahman নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ২০ সেকেন্ডের ছাত্রীদের নৃত্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে গত ২৬ জানুয়ারি রবিবার ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়।
আরো পড়ুন
তিতুমীর শিক্ষার্থীদের ১ দফা ঘোষণা
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছিলেন ছাত্রীরা।
তখন অনুষ্ঠানের মাইকে গান—‘কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোন টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা’ হচ্ছিল।
বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি ওইদিন সকালে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা উদ্বোধন করেন। এদিন দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ আয়োজকরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই সময় সাউন্ডবক্সে বিভিন্ন গান চলছিল।
গানের তালে তালে বিদ্যালয়ের ছাত্রীরা নাচানাচি করছিল। এক পর্যায়ে একটি গান শেষ হওয়ার পর ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানটি বেজে ওঠে। ওই গানের সাথে শিক্ষার্থীরা নাচতে থাকে। গানের তালে তালে শিক্ষার্থীদের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
আরো পড়ুন
অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, ওই গানটির বিষয় আমার নজরে আসার সাথে সাথে আমি সেটি বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।
তিনি বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেন ঘটলো এবং কীভাবে ওই ভিডিওটি বাইরে গেল তা খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।
প্রতিবেদনটি হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন
চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
জানা যায়, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯১০ সালে ফরিদপুর জেনারেল হাসপাতালের দক্ষিণপাশে শহরের প্রাণকেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যালয়টি জেলার নারী শিক্ষার জন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।