<p>নাটোর জেলা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটির নবঘোষিত যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকের বাড়িতে ও গুরুদাসপুরে সাবেক ছাত্রদল নেতা আবু সাইদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দলীয় প্রতিপক্ষরা এ হামলা চালায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় গুরুদাসপুরে ও রাত ১১টায় নাটোর সদরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে।</p> <p>মিজানুল হক ডিউক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অপরদিকে, আবু সাইদ নতুন কমিটির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের অনুসারী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি। তাদের অভিযোগ, নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনাগুলো ঘটেছে। এ ঘটনায় সকালে সাবেক ছাত্রদল নেতা আবু সাইদ গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।</p> <p>খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত ১১টার সময় শহরের কানাইখালি এলাকার বাসায় মিজানুল হক ডিউক পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ পাঁচ-ছয়টি মোটরসাইকেলে কয়েকজন যুবক তার বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তার বাড়ির জানালার গ্লাস ও এসি ভেঙে যায়। এসময় আশাপাশের লোকজন ছুটে এলে যুবকরা পালিয়ে যায়। </p> <p>অন্যদিকে, এর আগে ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তার অনুসারী আবু সাঈদ। পরে সোমবার রাত ৮টার দিকে চার যুবক সাইদকে ধারাবারিষা উচ্চবিদ্যালয় মাঠে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আবু সাঈদের অভিযোগ, ওই চার যুবক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের অনুসারী। </p> <p>গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, আবু সাঈদ শরীরে ফোলা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।</p> <p>হাসপাতালে চিকিৎসাধীন আবু সাইদ বলেন, আব্দুল আজিজের নির্দেশে তার চার কর্মী আমার ওপর হামলা করেছে। আমার অপরাধ আমি আমার নেতা আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছি।</p> <p>গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার বলেন, আবু সাঈদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।</p> <p>এ বিষয়ে বিএনপি নেতা আবদুল আজিজ বলেন, সাঈদকে কারা মেরেছে তা আমার জানা নেই। আমার দ্বারা কারো বিরুদ্ধে এমন নির্দেশ দেওয়ার প্রশ্নই আসে না। ঘটনার সময় আমি একটি ওয়াজ মাহফিলে ছিলাম। আমার প্রতিপক্ষ মিথ্যাচার করছে।</p> <p>আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক বলেন, বিএনপির পেছনে আমার কতটা ত্যাগ আছে তা সকলেই জানেন, জানে না শুধু নতুন নেতারা। যারা আমার বাড়িতে হামলা করেছে তাদের স্পষ্টভাবে দেখতে পাইনি। তবে এটা সত্য, যারা কমিটির পদ থেকে বঞ্চিত হয়েছে তারাই এ হামলা করেছে।</p> <p>নাটোর থানার ওসি মাহাবুর রহমান বলেন, বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনার বিষয়ে কিছু জানি না। কোনো অভিযোগ পাওয়া যায়নি।</p> <p>জেলা বিএনপির নতুন আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ডিউকের বাসায় হামলা কারা করেছে তা বের করা হবে। দলের কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।<br />  </p>