কাফিকে যে আশ্বাস দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
কাফিকে যে আশ্বাস দিল সেনাবাহিনী
সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কাফি নিজেই বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে এই মামলা করেন।

এদি‌কে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যরা আশ্বস্ত করে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন
আয়নাঘর নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

আয়নাঘর নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

 

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ব‌লেন, ‘অজ্ঞাত ব্যক্তিদের নামে কা‌ফি মামলা করেছেন।

এ বিষয়ে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।’

আরো পড়ুন
মার্কেটের সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

মার্কেটের সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

 

মামলায় কাফি উল্লেখ করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমণ্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন
র‍্যাব বিলুপ্তি নিয়ে জাতিসংঘের প্রস্তাবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

র‍্যাব বিলুপ্তি নিয়ে জাতিসংঘের প্রস্তাবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে কাফির কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

মন্তব্য

সম্পর্কিত খবর

‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্তানা আর গড়তে দেওয়া হবে না’

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্তানা আর গড়তে দেওয়া হবে না’
বক্তব্য দিচ্ছেন অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আর আস্তানা গড়তে দেওয়া হবে না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না, আর কখনো দিনের ভোট রাতে হবে না এটা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি। যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (২১ মার্চ ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী তার সকল নেতাকর্মীদের অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে, নিজের পরিবারের আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। এখন অনেক নেতা বলা শুরু করেছে যে কখনোই তারা আর আওয়ামী লীগ করবে না।

কারণ বিগত ১৬ বছরের আওয়ামী লীগের অনেক নেতা হালুয়া-রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে।

আরো পড়ুন
৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ অপ্রাসঙ্গিক : হাসনাত

৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ অপ্রাসঙ্গিক : হাসনাত

 

অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত নয় জানিয়ে দেশের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘আমরা যে হাল ধরেছি এই ক্যাবিনেটে যে সমস্ত উপদেষ্টামণ্ডলী আছেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন উপদেষ্টার বিরুদ্ধেও কেউ দুর্নীতির আঙ্গুল তুলতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি জেলার প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সঙ্গে আমরা ভ্রমণ করে বলেছি, এমন একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে দিয়ে যেতে চাই যে সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ ব্যবস্থা হবে।

ইফতার মাহফিলে শৈলকুপা নাগরিক সমাজের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ণ বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি।

দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জিসান নারায়ণগঞ্জ মহানগরীর নাসিক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লাঠি হাতে মহড়ায় নামে এবং আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী।

মন্তব্য

চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীর ঝটিকা মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীর ঝটিকা মিছিল, আটক ১
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরী মিছিল করেছে। শুক্রবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে বিভিন্ন দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করেছেন। তবে এ সময় সেখানে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। প্রকাশ্য মিছিল করে ব্যানার ফেস্টুন রেখে চলে গেছেন মিছিলকারীরা।

 

এদিকে, একইদিন দুপুরে নগরের পাঁচলাইশ এলাকার ও.আর.নিজাম সড়ক থেকে মিছিলের প্রস্তুতিকালে আবদুল্লাহ আল ফাইয়াজ নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানান, গ্রেপ্তার ফাইয়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায়। তিনি মালেয়শিয়ার কুয়ালালামপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাইবার সিকিউরিটি নিয়ে স্নাতক করছেন।  

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ফাইয়াজের মোবাইল ফোনে হিযবুত তাহরীরের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য

এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না, দেশের মালিক জনগণ : হাসান সরকার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না, দেশের মালিক জনগণ : হাসান সরকার
ইফতার মাহফিলে কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের জন্য একজন মুসলিম হয়েও খোলা জায়গায় বসে প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে ইফতার করতে পারিনি। তাদের অত্যাচারের ফল আজ তারা ভোগ করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছিল। তাই জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

মনে রাখতে হবে এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না। এই দেশের মালিক জনগণ। সুতরাং জনগণের আশা আকাঙ্খার বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি, পারবেও না।

বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীর স্থান বিএনপিতে হবে না।

কেউ এধরনের অপকর্মের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

 

শুক্রবার (২১ মার্চ) টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে স্থানীয় অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুক্কুর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহবায়ক প্রভাশক বশির আহম্মদ।

৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায় অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামাল উদ্দিন, খোরশেদ আলম, হারুন অর রশীদ, আব্দুর রহমান বাবু, লোকমান হোসেনসহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ