রমজানে যে জেলায় ১০০ টাকায় মিলবে গরুর মাংস

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
রমজানে যে জেলায় ১০০ টাকায় মিলবে গরুর মাংস
সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসে সাতক্ষীরা জেলা সদরে ১০০ টাকায় পাওয়া যাবে গরুর মাংস। রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।  

শনিবার (১ মার্চ) সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রির পাশাপাশি দুধ ও ডিম পাওয়া যাবে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে এই আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি।

তবে দ্রুত এ কার্যক্রমের পূর্ণতা দেখা যাবে। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, দুধ ৭০ টাকা লিটার এবং প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে ডিম।

মন্তব্য

সম্পর্কিত খবর

লোহাগাড়া দুর্ঘটনা

বাসচালকের হদিস এখনো মেলেনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাসচালকের হদিস এখনো মেলেনি
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহতদের ঘটনায় বাস চালকের হদিস এখনো পায়নি পুলিশ। দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হলেও চালকের কোনো হদিস মেলেনি।

তিনি বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা হয়েছে, কিন্তু বাস চালককে শনাক্ত করা যায়নি।

গত বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই দম্পতিসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

 

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

লোহাগাড়ায় আহত শিশু আরাধ্য উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
লোহাগাড়ায় আহত শিশু আরাধ্য উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ দুর্ঘটনায় আহত শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে আরাধ্যকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।

 

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাসনিয়া ইসলাম প্রেমা। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। 

গত বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই দম্পতিসহ ১১ জনের মৃত্যু হয়।

 

মন্তব্য

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু
সংগৃহীত ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান (৪৫) উপজেলার বল্লী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। আর অভিযুক্ত তারাব নূর (৩৫) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে মৃতদেহের ময়নাতদন্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিবুর রহমানের সঙ্গে অভিযুক্ত জয়নাল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ধান শুকানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভাতিজা কোদাল দিয়ে ভুক্তভোগীর বুকে আঘাত করেন।

এতে ভুক্তভোগী আহত হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে মৃতদেহে আঘাতের চিহ্ন সনাক্ত করতে পারেনি পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, ধান শুকানোকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আজ (শুক্রবার) হাসপাতাল মর্গে মৃতের ময়নাতদন্তের কার্যক্রম চলছে।

কীভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তা জানা যাবে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

কুমিল্লার হোমনায় আন্ত জেলা ডাকাত সর্দার খুন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লার হোমনায় আন্ত জেলা ডাকাত সর্দার খুন
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার হোমনায় আন্ত জেলা ডাকাতদলের সর্দার ও অর্ধশত মামলার আসামি পাণ্ডু মিয়া খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে হোমনা পৌরসভার বাগমারা গ্রামে তিনি খুন হন। আজ শুক্রবার দুপুরে ডাকাত সর্দার পাণ্ডুর লাশ উদ্ধার করে হোমনা থানা পুলিশ। 

নিহত ফারুক হোসেন ওরুফে পাণ্ডু মিয়া পৌরসভার বাগমারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে পাণ্ডু মিয়ার নামে অর্ধশত মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন মামলার পলাতক আসামি ডাকাত সর্দার তিন বছর পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি এলাকায় আসেন। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, রাতের কোনো একসময় ডাকাতদলের লোকজনের হাতেই তিনি খুন হন।

সকালে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় কবি দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ পাণ্ডু মিয়া ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে হোমনা থানাসহ দেশের বিভিন্ন থানায় প্রায় অর্ধশত ডাকাতি ও লুটপাটের মামলা রয়েছে।

সে তিনি-চার বছর এলাকা থেকে বিতারিত এবং নারায়ণগঞ্জে থাকত।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুল আলম বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ৩/৪ বছর ধরে পলাতক রয়েছে। তবে ডাকাতির টাকা ভাগবাটোয়ারা নিয়ে তার দলের লোকজনের হাতে খুন হতে পারেন তিনি। নিহত ডাকাত পান্ডু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ