ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

নারায়ণগঞ্জে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার, ১ নম্বর রেলগেট সংলগ্ন ফলপট্টি বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন
ট্রাফিক পুলিশকে ঘুষি মেরে নাক ফাটিয়ে গ্রেপ্তার ছাত্রদল নেতা

ট্রাফিক পুলিশকে ঘুষি মেরে নাক ফাটিয়ে গ্রেপ্তার ছাত্রদল নেতা

 

অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সয়াবিন তেল, ইফতার সামগ্রী, কাচাবাজার মনিটরিং করা হয়। ভোজ্যতেল মূল্য ব্রদ্ধির উদ্দেশে বোতলজাত সয়াবিন তেল দোকানে সংরক্ষণ করায় ৫-৬টি দোকানে প্রাপ্ত প্রায় ৬০টি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৮৫২ (নির্ধারিত মূল্য) টাকা দরে উপস্থিত ক্রেতাদের নিকট লাইন ধরে বিক্রয় করা হয়। এ ছাড়া ২ লিটার বোতলজাত সয়াবিন তেলও সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।

তিনি আরো বলেন, ‘নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি করায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেয়ার
মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত
সংগৃহীত ছবি

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে জহুরুল ইসলাম (৩৮) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেল স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জহুরুল দিলপাশার ইউনিয়নের কাজীটোল কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার ও ও হাটউধুনিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আরো পড়ুন
দুই মামলায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দুই মামলায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

 

জানা যায়, প্রতিদিনের মতো জহুরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম হাট উধুনিয়া থেকে কর্মস্থল কাজীটোল কমিউনিটি ক্লিনিকের উদ্দেশে যাচ্ছিলেন।

পথিমধ্যে দিলপাশার রেল স্টেশনের পশ্চিমে রেললাইন পার হওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর ওঠেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় তার মোটরসাইকেল।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

দুই মামলায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
দুই মামলায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন
ছবি: কালের কণ্ঠ

চাঁদপুরের ফরিদগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবীকে জামিন দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহান সাদিক দুটি মামলায় জামিন মঞ্জুর করেন। এ সময় ছাত্রদল নেতা শাওন কাবীরের পক্ষে আইনজীবী ছিলেন জসিম মেহেদী, দুলাল মিয়া পাটোয়ারী ও আব্দুর রহিম পরান।

এদিকে, জামিন শুনানির সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান।

তার সতীর্থদের জামিন মঞ্জুর হওয়ার পর তিনি বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। এতে ছাত্রদলের ত্যাগী নেতাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণা করে গণমানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা নিয়ে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক জিয়ার কর্মীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।  

তবে গণতন্ত্রের শত্রুদের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না বলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান জিসান।

এ সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। 

মন্তব্য

সুব্রত বৈদ্য হত্যা : খালাস পেলেন তিন আসামি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সুব্রত বৈদ্য হত্যা : খালাস পেলেন তিন আসামি
প্রতীকী ছবি

রাজধানী মিরপুরের একটি গির্জায় ১৩ বছর আগে সুব্রত বৈদ্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের এ রায় ঘোষণা দেন।

আসামিরা হলেন, রিপন দাস, শিমন শিকদার এবং প্রভুদান বাড়ৈ। এদের মধ্যে প্রভুদান বাড়ৈ পলাতক রয়েছেন।

অপর দুই আসামিকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বিচার চলাকালে সুব্রত বৈদ্যর প্রেমিকা নীপা দাস, তার বাবা নিবারণ দাস, মা লিন্ডা দাস মারা গেছেন। তাদের আগেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরো পড়ুন
ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা

 

মামলার সূত্রে জানা যায়, ২০১১ সালে সুব্রত বৈদ্য মিরপুর বাংলা কলেজের স্নাতক শ্রেণিতে পড়াশোনা করতেন।

চার বোনের একমাত্র ভাই সুব্রত। আর্থিক অনটনের কারণে মা-বাবা লেখাপড়ার খরচ জোগাতে না পারায় সুব্রত মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনির মেথদ লিস্ট সার্চে সানডে স্কুলে শিক্ষকতা করতেন।

ওই চার্চের নিচ তলায় নীপা দাসের বাসা ছিল। নিপা দাসের সঙ্গে সুব্রতর প্রেমের সম্পর্ক হয়।

এ নিয়ে নীপা দাসের ভাই বাবা ও মায়ের সঙ্গে সুব্রতর সম্পর্ক খারাপ হয়। তারা নীপা দাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সুব্রতকে চাপ দেন। সম্পর্ক ছিন্ন না করলে জীবন নাশেরও হুমকি দেওয়া হয়। পরে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর চার্চে ছাত্রছাত্রীদের ধর্মীয় বিষয়ে পড়ানোর পর চতুর্থ তলায় নীপা তার প্রেমিক সুব্রতকে ডেকে নেন।

আরো পড়ুন
বিয়ের প্রলোভনে ধর্ষণ : খালাস পেলেন উপসচিব রেজাউল

বিয়ের প্রলোভনে ধর্ষণ : খালাস পেলেন উপসচিব রেজাউল

 

ওইদিন দুপুর আড়াইটায় নীপা টেলিফোনে সুব্রতের স্বজনদের জানান সুব্রত অসুস্থ।

সুব্রতর মা, ভাই, বোন গির্জায় গিয়ে দেখেন তাকে নিয়ে নীপা, তার মা-বাবা ও ভাইয়েরা নিচে নামছেন। তাকে দ্রুত মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নিয়ে গেলে কর্তব্যরক্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীপার পরিবার জানায় সুব্রত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু ময়নাতদন্ত শেষে জানা যায় সুব্রতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় শুব্রতের বোন সুবর্ণা বৈদ্য প্রথমে দারুস সালাম থানায় অপমৃত্যুর মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তিনি থানায় মামলা করতে গেলে থানা মামলা না নিলে সুবর্ণা বৈদ্য ঢাকার আদালতে মামলা দায়ের করেন।

আরো পড়ুন
খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

 

আদালত দারুস সালাম থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহহণের নির্দেশ দেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৭ অক্টোবর দারুস সালাম থানার উপপরিদর্শক শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য
জয়পুরহাট

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা
সংগৃহীত ছবি

জয়পুরহাটে শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখম করার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারো ঘাটি পুকুর পাড়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

বিয়ের প্রলোভনে ধর্ষণ : খালাস পেলেন উপসচিব রেজাউল

বিয়ের প্রলোভনে ধর্ষণ : খালাস পেলেন উপসচিব রেজাউল

 

আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালের উপর হামলা চালায়।

এক পর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা চলে যায়।

আরো পড়ুন

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশীদ ইয়াছিন

 

পরে স্থানীয়রা পিয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরো পড়ুন

সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে বিজিবির সহায়তা

সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে বিজিবির সহায়তা

 

জয়পুরহাট গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ