ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

নিখোঁজ মেয়ের সন্ধান চাইতে গিয়ে ওসির কাছে অপমানিত হওয়ার অভিযোগ বাবার

কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা (খুলনা) প্রতিনিধি
শেয়ার
নিখোঁজ মেয়ের সন্ধান চাইতে গিয়ে ওসির কাছে অপমানিত হওয়ার অভিযোগ বাবার
কয়রা থানার ওসি ইমদাদুল হক

খুলনার কয়রায় শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছেন আয়শা আক্তার মীম (২১) নামের এক গৃহবধূ। এ ঘটনায় নিখোঁজ মেয়ের সন্ধানের জন্য পুলিশের কাছে সহযোগিতা চাইতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই নারীর বাবা মোখলেছুর রহমান। তিনি উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা। 

শনিবার (৮ মার্চ) ভুক্তভোগী কয়রা থানার ওসি এমদাদুল হকের বিরুদ্ধে খুলনা রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেছেন মোখলেছুর রহমান।

আরো পড়ুন
এক মাসে সড়কে ঝরল ৫৭৮ প্রাণ

এক মাসে সড়কে ঝরল ৫৭৮ প্রাণ

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৫ মার্চ রাত থেকে তার মেয়ে (২১) শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। বিষয়টি পুলিশকে জানাতে তিনি ও তার ভাই ইউনুস আলী শুক্রবার সকালে কয়রা থানার ওসি এমদাদুল হকের কাছে যান। ঘটনা শুনে ওসি তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেন, ‘আপনার মেয়ে কার সঙ্গে পিরিতি (প্রেম) করে চলে গেছে সেই মোবাইল নম্বর দেন। তার সঙ্গে কথা বলে ফিরিয়ে আনতে পারি কি না দেখি।

এ সময় ওসির কাছে অনুনয়-বিনয় করে লিখিত অভিযোগটি নেওয়ার জন্য বলা হলে, তিনি ডিউটি অফিসারের কাছে রেখে চলে যেতে বলেন এবং সময় পেলে দেখবেন বলে জানান।’

ঘটনার সময় ওসির কক্ষে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কয়রা উপজেলা কমান্ডার আহ্বায়ক মওলা বকস। তিনি বলেন, ‘একজন বাবা তার নিখোঁজ মেয়ের সন্ধানের জন্য পুলিশের সহযোগিতা চাইতে পারেন। এটা তার নাগরিক অধিকার।

কিন্তু পুলিশ তাকে যেভাবে বলেছে তা অপমানজনক।’

আরো পড়ুন
শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : উপদেষ্টা আসিফ

শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : উপদেষ্টা আসিফ

 

নিখোঁজ গৃহবধূর বাবা মোখলেসুর রহমান বলেন, ‘আমার মেয়ে শ্বশুরবাড়িতে প্রায়ই নির্যাতিত হয়ে আসছে। সেই কারণে অভিমানে কোথাও চলে গেছে হয়তো। মেয়ের সন্ধানের জন্য ওসির কাছে সহযোগিতা চাইতে গেলে উল্টো তিনি অপমানজনক কথা বলেছেন। এ সময় আমার সাথে থাকা আমার ফুফাতো ভাই ওসির কথার প্রতিবাদ করলে তাকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি এ ঘটনার প্রতিকার দাবি করেন।’

‘আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা’ কয়রা উপজেলা শাখার সভাপতি ও আইনজীবী আবু বাক্কার সিদ্দিক বলেন, রাষ্ট্রের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সহযোগিতা চাইতে গিয়ে কোনো নাগরিক হেনস্তার শিকার হলে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। 

আরো পড়ুন
জেলা আমিরের গাড়িকে চাপা দিল ট্রাক, আহত ৩

জেলা আমিরের গাড়িকে চাপা দিল ট্রাক, আহত ৩

 

জানতে চাইলে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিখোঁজ নারীর বাবার সঙ্গে আরেক ব্যক্তি থানায় এসেছিলেন। তিনি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছিলেন এ জন্য তাকে সতর্ক করে কিছু কথা বলা হয়েছে। ওই নারীর বাবার সঙ্গে খারাপ আচরণ করা হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আনিস মেম্বার (৩৮) উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

আনিস মেম্বারের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অপরাধ সংগঠনে থানায় একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আনিস মেম্বার একজন সশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভূমিকায় ছিল। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে হামলার অভিযোগ এবং রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগে একাধিক ভিডিও ফুটেজ রয়েছে। গত ৫ আগস্ট থেকে সে পলাতক ছিল।
সম্প্রতি এলাকায় এসে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি, জবরদখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আনিস মেম্বার রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি না হলেও তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্রে রুবেল হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রুবেল হত্যা ছাড়াও মাদক, সন্ত্রাস, হামলা-মারামারি, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

মন্তব্য

ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার
সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার শাবলের আঘাতে সুলতান হোসেন খান (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হওয়ার ২১ দিন পরে শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

গত ৫ এপ্রিল উপজেলার ইলুহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার হওয়া নিহতের বড় ভাই শাহজাহান খান ও ভাতিজা রুবেল খান বরিশাল জেলহাজতে রয়েছেন।

নিহত সুলতান হোসেন খান পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

আরো পড়ুন
জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

 

জানা গেছে, জমি বণ্টনসংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মলুহার গ্রামে দুই ভাই শাহজাহান খান ও সুলতান হোসেন খানের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শাহজাহান খানের ছেলে রুবেল খান চাচা সুলতান হোসেন খানকে শাবল দিয়ে পিটিয়ে আহত করেন। এ ছাড়া শাহজাহান খান ও রুবেলের স্ত্রী লামিয়াসহ অপর আসামিরা কোদাল, ইট ও লোহার পাইপ দিয়ে দিয়ে তাকে আঘাত করেন। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় সুলতান হোসেন খানকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে পরে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদী হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খান, ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার, বোন নিলুফা বেগম ও মারুফা বেগম, ভগ্নিপতি মোশারফ হোসেন এবং শাহ আলমকে সুনির্দিষ্ট ও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বানারীপাড়া থানায় মারধর ও হত্যা চেষ্টা মামলা করেন।

আরো পড়ুন
ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

 

ওই দিনই (৬ এপ্রিল) মামলার আসামি শাহজাহান খান, রুবেল খান ও লামিয়াকে গ্রেপ্তার করে বরিশাল জেলহাজতে পাঠায় বানারীপাড়া থানা পুলিশ। পরবর্তীতে লামিয়া জামিনে বের হলেও সেই থেকে শাহাজান খান ও তার ছেলে রুবেল খান বরিশালে জেলহাজতে রয়েছেন।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত সুলতান হোসেন খান মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় পূর্বে দায়েরকৃত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করে বাকি আসামিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) বাঙ্গরা বাজার থানার ৫ নম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবিয়াবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতরা হলো নবিয়াবাদ গ্রামের প্রবাসী আ. মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তার ছেলে আব্দুল্লাহ (৩)।

আরো পড়ুন
জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

রাবেয়ার বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।'

স্থানীয় একটি সূত্র জানায়, রাবেয়ার স্বামী সৌদি আরব থাকেন।

বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে রাবেয়ার সম্পর্ক ভালোই ছিল।

আরো পড়ুন
উপসচিব পদোন্নতিতে জটিলতা, ২৯১ কর্মকর্তার তথ্য যাছাই করছে সরকার

উপসচিব পদোন্নতিতে জটিলতা, ২৯১ কর্মকর্তার তথ্য যাছাই করছে সরকার

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সকালে মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

তার আগে কিছু বলা যাচ্ছে না।

আরো পড়ুন
ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

মন্তব্য

বাড়ির কাছে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবিতে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
বাড়ির কাছে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবিতে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র করার দাবিতে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে মানবন্ধন ও বিক্ষোভ করেছে। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা থেকে ঘণ্টাব্যাপী নান্দাইল-কেন্দুয়া সড়কটি অবরোধ করে রাখে পরীক্ষার্থীরা।

এ সময় সড়কে দুই পাশে যাত্রীবাহী বাসসহ কয়েকশ যানবাহন আটকা পড়ে। বাসযাত্রীরা তীব্র গরমে ভোগান্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করে।

আন্দোলনরত পরীক্ষার্থীরা জানায়, প্রতিবছর ১০ কিলোমিটার দূরে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। খুব ভোরে উঠে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হয়। এতে ভোগান্তি বেড়ে যায়। তাই আঠারবাড়ী ডিগ্রি কলেজের পাশে অবস্থিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র স্থাপন করে সেখানে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হোক।

এই দাবি আদায়ের জন্য আমরা সকল পরীক্ষার্থী মিলে সড়ক অবরোধ করে উপজেলা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক থেকে উঠব না। 

শিক্ষার্থীরা দাবি আদায়ে যখন নানা স্লোগান দিচ্ছিলেন তখন রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একদল পুলিশ ঘটনাস্থল আসেন। তারা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন।

 

গত কয়েকদিন ধরে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা একই দাবিতে উপজেলা সদরে আন্দোলন করছিলেন। তারাও ১০ কিলোমিটার দূরে অবস্থিত আঠারবাড়ি ডিগ্রি কলেজে স্থাপন করা পরীক্ষা কেন্দ্রে না যাওয়ার দবি করছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ