ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটালেন যুবদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটালেন যুবদল নেতা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কারকাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ছয় শ্রমিককে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে। শনিবার (১৫ মার্চ) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

সম্রাট সদর চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও স্থানীয় মনপুরা এলাকার বাসিন্দা। আহতরা হলেন কাসেম সর্দার, ইসলাম সর্দার, জাহের সর্দারসহ তিনজন ভেকু চালক।

কাশেম সর্দার বলেন, ‘শনিবার সকালে কাজ শুরু করার পর লোকজন এসে কাজে বাধা দেয়। কাজ বন্ধ না করায় সম্রাট এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি আমাদের পিটিয়ে আহত করে।’  

ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক মামুনুর রশিদ বলেন, ‘বেড়িবাঁধ সংস্কারকাজে কয়েক দফা বাধাগ্রস্ত হয়েছি। সম্রাট চাঁদা চেয়েছেন, কত টাকা তা বলেনি।

সম্রাট বলেন, ‘আমি ব্যবসা করি। আমি বেঁড়িবাধের কাজ বন্ধ করিনি। শ্রমিকদের মারধরের ঘটনায় আমি কিংবা আমার কোনো লোক জড়িত নয়। আমি ঘটনাস্থল যাইনি।

’ 

আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, সম্রাট সাবেক যুবদল নেতা।

চর রমনী মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুছ খান বলেন, ‘সম্রাট যুবদলের কমিটিতে আছেন। তিনি আমাদের সঙ্গে রাজনীতি করেন।’ তিনি ইউনিয়ন কমিটির সহসভাপতি পদ রয়েছেন কি না জানতে চাইলে ইউনুছ বলেন, ‘১৪ বছর আগে কমিটি হয়েছে, কাগজ দেখতে হবে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই।

আমি বাহিরে আছি। থানায় গেলে জানতে পারব, কেউ কোনো অভিযোগ দিয়েছে কি না।’

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খাঁনের মোবাইলফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মজুচৌধুরীর হাটে ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ হাতে নেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত ১০.০৪৮ কিলোমিটার বাঁধ সংস্কারের পাশাপাশি ভাঙা অংশে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। একই সঙ্গে বাঁধ এলাকার দুই কিলোমিটার অংশে ক্যাম্পের খাল পুনঃখনন করা হচ্ছে। বাঁধ সংস্কার ও খাল খননে পাঁচ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স কাজটি করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাঁধের উচ্চতা সাড়ে ৭ মিটার ও উপরিভাগের প্রস্থ ৬ মিটার হবে। এ ছাড়া স্লুইস গেট নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হবে। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তারকে সিএনজিচালিত অটোরিকশায় হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। রবিবার (১৬ মার্চ) বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষিকাকে মারধর করে সংঘটিত ছিনতাইয়ে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় থেকে চৌমুহনী চৌরাস্তার আপন নিবাস হাউজিংয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে একলাশপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন শিক্ষিকা পারভীন আক্তার।

কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা কয়েকজন পুরুষ তাকে শারীরিকভাবে হেনস্তা করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এ সময় তারা শিক্ষিকার ব্যাগ থেকে টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে অটোরিকশাটি কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় ৩০মিনিট বিভিন্ন স্থানে ঘুরে ভুক্তভোগীকে একটি নির্জনস্থানে নিয়ে নামিয়ে দেয়।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে মানববন্ধন করে।

আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আগেই নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য

রাত গভীর হলেই পদ্মায় শুরু হয় বালু লুটের মহোৎসব

দোহার (ঢাকা) প্রতিনিধি
দোহার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
রাত গভীর হলেই পদ্মায় শুরু হয় বালু লুটের মহোৎসব
ছবি: কালের কণ্ঠ

ঢাকার দোহারের পদ্মা নদীতে রাত গভীর হওয়ার সঙ্গেই শুরু হয় বালু লুটের মহোৎসব। প্রায় ৪ থেকে ৫টি কাটার দিয়ে চলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ। এতে বিপাকে মেঘুলা, নারিশা ও মুকসুদপুর এলাকার বেড়িবাঁধ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এসব কাটার দিয়ে বালু উত্তোলনের ফলে ভিটে বাড়ি হারিয়েছে পদ্মাপারের অন্তত দুইশত পরিবার।

ফলে এবারও আতঙ্কে রয়েছে পদ্মাপাড়ের বাসিন্দারা। 

এ নিয়ে স্যোশাল মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। বিষয়টি আমলে নিয়ে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একটি কাটার ভেঙ্গে দেয় প্রশাসন। এ সময় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ত্রিশ দিনের কারাদণ্ড দেয়।

বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য চঞ্চল মোল্লা, মাসুদ মোল্লা, কাজী নূর বেপারী, সাবেক জেলা যুবদল নেতা মো. মোশারফ হোসেন ও মাহাবুব বেপারীসহ বেশ কয়েকজনের নেতৃত্বে চলছে এই বালু উত্তোলন। এছাড়া কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের ম্যানেজ করেই চলছে এমন কর্মকাণ্ড।

সরেজমিন গিয়ে দেখা যায়, দিনের বেলায় মেঘুলা পদ্মার তীরবর্তী ও বিলাসপুর কুলছড়ি ঘাটের পাশে  এবং ফরিদপুরের একটি সীমানায় রাখা হয় বালু উত্তোলনের এসব কাটার।

যেগুলো রাত হলেই প্রবেশ করে দোহারের সীমানায়। রাত ১১টা ভোররাত পর্যন্ত উত্তোলন করা হয় বালু। এসব বালু বাল্কহেডে করে দোহারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছে প্রভাবশালী এই চক্র। চাহিদা বেশি হওয়ায় প্রভাবশালী মহলটি বালু বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত চঞ্চল মোল্লা জানান, আমাকে সমাজে হেয় করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।

দোহার উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবদলের নেতা মো. মোশারফ হোসেন জানান, তারা ঢাকায় থাকেন, এ ব্যবসার সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে কাজী নূর বেপারী বলেন, আমি পল্লী বিদ্যুৎ সমিতির একটি কন্ট্রাক্টে কাজ করেছিলাম। আমি এখন বালু কাটা ব্যবসায় জড়িত নই।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম বলেন, আমরা রাতে এসব অভিযান করিনা। তবে যদি উপজেলা প্রশাসন সহায়তা চায় তবে আমরা কাজ করবো।

এ বিষয়ে ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে যেহেতু আপনার মাধ্যমে জানতে পেরেছি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাদ উল্লাহ বলেন, আমরা ১৩ মার্চ পদ্মায় অভিযান করেছি এবং একজনকে ৩০ দিনের জেল দেওয়া হয়েছে। এ সময় মেঘুলা ঘাটে একটি কাটার ভেঙ্গে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য
ধুনট

শিক্ষিকাকে শ্লীলতাহানি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
শিক্ষিকাকে শ্লীলতাহানি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে করা মামলায় নুরুল ইসলাম (৪৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুর ২টায় উপজেলা সদরের বেলকুচি এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়। 

নুরুল ইসলাম উপজেলা সদরের বেলকুচি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

তিনি ধুনট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

আরো পড়ুন

পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করেন। বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে গালিগালাজসহ কুরুচিপূর্ণ ইঙ্গিত করেন নুরুল ইসলাম। এ অবস্থায় ৫ মার্চ বিকেলে নুরুল ইসলামের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিক্ষকাকে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ কুরুচিপূর্ণ উক্তি করেন নুরুল।

এ সময় অশ্লীল অঙ্গভঙ্গির আংশিক দৃশ্য গোপনে নিজের মুঠোফোনে ভিডিও করেন স্কুলশিক্ষকা।

আরো পড়ুন

অবশেষে ব্যবসায়ী লিপি খান ভরসা গ্রেপ্তার

অবশেষে ব্যবসায়ী লিপি খান ভরসা গ্রেপ্তার

 

বুঝতে পেরে নুরুল ইসলাম ওই শিক্ষকার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে ওই দিন রাত সোয়া ১০টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা চালান নুরুল ইসলাম। এ সময় শিক্ষিকার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে নুরুল ইসলাম কৌশলে পালিয়ে যান।

আরো পড়ুন

স্ত্রী-সন্তান-জামাতাসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী-সন্তান-জামাতাসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

এ ঘটনায় ১০ মার্চ রাতে ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টায় করা মামলার একমাত্র আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য

অবশেষে ব্যবসায়ী লিপি খান ভরসা গ্রেপ্তার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
অবশেষে ব্যবসায়ী লিপি খান ভরসা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে নানা কায়দায় নিজেকে আড়াল রাখা ব্যবসায়ী লিপি খান ভরসাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন।

এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। লিপি খান এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।

আরো পড়ুন
স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে : পুলিশ সুপার

স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে : পুলিশ সুপার

 

এর আগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন লিপি খান। তার দাবি, গত ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক পেটান। এক পর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে ফেরানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ