কুমিল্লায় ইউরিয়া ও নিষিদ্ধ রং মিশিয়ে শিশুখাদ্য ও সেমাই তৈরির অভিযোগে কাশফুল ফুড প্রডাক্টস নামের এক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার ওই কারখানায় সোমবার (১৭ মার্চ) এ অভিযান চালানো হয়।
অভিযানে স্থানীয় ছাত্র প্রতিনিধি, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং নিষিদ্ধ রং ও ইউরিয়া মিশিয়ে শিশুখাদ্য (চিপস) তৈরি ও সংরক্ষণ করায় কাশফুল ফুড প্রডাক্টস নামে কারখানাটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।