ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ইউরিয়া ও রং মিশিয়ে শিশুখাদ্য তৈরির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
ইউরিয়া ও রং মিশিয়ে শিশুখাদ্য তৈরির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লায় ইউরিয়া ও নিষিদ্ধ রং মিশিয়ে শিশুখাদ্য ও সেমাই তৈরির অভিযোগে কাশফুল ফুড প্রডাক্টস নামের এক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার ওই কারখানায় সোমবার (১৭ মার্চ) এ অভিযান চালানো হয়।

অভিযানে স্থানীয় ছাত্র প্রতিনিধি, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং নিষিদ্ধ রং ও ইউরিয়া মিশিয়ে শিশুখাদ্য (চিপস) তৈরি ও সংরক্ষণ করায় কাশফুল ফুড প্রডাক্টস নামে কারখানাটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. কাউসার মিয়া বলেন, ‘এ ছাড়া সকাল থেকে বিভিন্ন বাজারে পবিত্র রমজান উপলক্ষে ইফতারসামগ্রী, শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্য তেল ও নিত্যপণ্যের ওপর তদারকি পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। ভোজ্য তেলের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কি না তদারকি করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায়, পাকা ভাউচার সংরক্ষণ না করা, বেশি দামে মুরগি বিক্রি করা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি যাচাই করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

কালের কণ্ঠ মাল্টিমিডিয়া

চট্টগ্রামে দিনব্যাপী মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে দিনব্যাপী মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার দিনব্যাপী মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) নগরীর লালখান বাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগে কর্মরত প্রতিনিধিরা।

এদিন মোজো সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণে উঠে আসে মোবাইল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনার নানা বিষয়াদি। কর্মশালার একটি সেশনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।

এ সময় তিনি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম বিভাগের কর্মরত সাংবাদিকদের সত্য ও সাহসী সাংবাদিকতা করার নির্দেশনা দেন।

কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ এই কর্মশালায় মোট তিনটি সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক ও পরামর্শক মাশাহেদ হাসান সীমান্ত, ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী ও কালের কণ্ঠের ডেপুটি হেড অফ মাল্টিমিডিয়া রাজীবুল হাসান। 

এতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের মানবসম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন রাজীব ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম সমন্বয়ক এনায়েত হোসেন মিঠু।

এই প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল ব্যবহার করে একজন সাংবাদিক কীভাবে চিত্রধারণ, সম্পাদনা এবং দ্রুত নির্ভুল সংবাদ তৈরি করে দর্শকের সামনে সাবলীলভাবে উপস্থাপন করতে পারে সেটির নানা কলাকৌশল আয়ত্ত করেন কালের কণ্ঠের মোজো সাংবাদিকরা।

এদিকে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশের সকল বিভাগে মোজো সাংবাদিকতা নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বলে জানান ডেপুটি হেড অফ মাল্টিমিডিয়া রাজীবুল হাসান।

কর্মশালা শেষে মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নেওয়া কালের কণ্ঠ ডিজিটালের চট্টগ্রাম বিভাগে কর্মরত প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
 

মন্তব্য

মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে যুবক খুন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে যুবক খুন
প্রতীকী ছবি

হবিগঞ্জের কুন্ডু মেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাধবপুর উপজেলায় চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ওই দিনে সনাতন ধর্মাবলম্বীদের পূন্যস্থানে স্ন্যান করতে আসে। এ উপলক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে মেলা বসে।

বিকাল সাড়ে ৩ টার দিকে বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধাওয়া করে। 

আরো পড়ুন
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

 

এ সময় চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে হোসেন মিয়ার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় রজব আলীও আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

যেদিকে পুলিশ অনুপস্থিত সেদিকেই ছিনতাই হয় : জিএমপির উপকমিশনার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
যেদিকে পুলিশ অনুপস্থিত সেদিকেই ছিনতাই হয় : জিএমপির উপকমিশনার
সংগৃহীত ছবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেছেন, প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম। পুলিশ ছিনতাই প্রতিরোধে সব সময় সচেতন থাকে। তবে যেদিকে পুলিশ অনুপস্থিত থাকে সেদিকেই ছিনতাই হয়।

সম্প্রতি জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন টঙ্গীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

উপকমিশনার নাসিরুদ্দিন বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ১৫০০-এর মতো পুলিশ  সদস্য আছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। 

আরো পড়ুন
পিছিয়ে নারীরা, লিখিতের আগেই ছিটকে গেছেন ৭ ভাগের ৬ ভাগ

পিছিয়ে নারীরা, লিখিতের আগেই ছিটকে গেছেন ৭ ভাগের ৬ ভাগ

 

টঙ্গী শিল্প এলাকায় ১৫টির বেশি বস্তি আছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ও ছিনতাই একটি বড় সমস্যা। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশি ছিনতাই হয়েছে।

তবে ছিনতাই প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক ও সচেতন। প্রয়োজনের তুলনায় পুলিশ কম থাকায় যেদিকে পুলিশ অনুপস্থিত থাকে সেদিকেই ছিনতাই হয়। ছিনতাই ও মাদক প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি পুলিশের সংখ্যা বৃদ্ধির দাবি জানান।

প্রসঙ্গত, শিল্প এলাকা টঙ্গীতে মাদক ও ছিনতাই একটি বড় সমস্যা।

দিনের বেলায় ছিনতাই ও মাদক প্রকাশ্যে বিক্রি হচ্ছে। টঙ্গীর প্রায় ১৯টি বস্তি এখন মাদকের বিক্রির পাইকারি বাজার। প্রায়ই পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীও অভিযান চালায়। তবু কোনোভাবেই টঙ্গীকে নিরাপদ করা যাচ্ছে না।

মন্তব্য

নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : মামুনুল হক

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : মামুনুল হক
সংগৃহীত ছবি

নারীবিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন, প্রত্যেকেই একেকজন তসলিমা নাসরিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘সংস্কার কমিশনে যারা এমন প্রস্তাবনা দিয়েছেন, তারা ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের দোসর। এ ধরনের কটাক্ষের অপরাধে তাদের বিচার করতে হবে।’

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন
পাকিস্তানের সাথে বাংলাদেশেও পানি বন্ধের দাবি ভারতের এমপির (ভিডিওসহ)

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশেও পানি বন্ধের দাবি ভারতের এমপির (ভিডিওসহ)

 

বাংলাদেশ খেলাফত মজলিসের রংপুর জেলার সভাপতি মুহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম।

মামুনুল হক বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় ধর্মীয় উত্তরাধিকার ও পারিবারিক আইনকে বৈষম্যের কারণ বলা হয়েছে, যা সরাসরি কোরআন ও ইসলাম অবমাননার শামিল।

আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতের পাঁচটি গণহত্যার অভিযোগ এনে মামুনুল হক বলেন, ‘প্রায় তিন হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিচারের আওতায় আনতে হবে।’

আরো পড়ুন
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

 

প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ড. ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি তিনি অবস্থান নেন তার সঙ্গেও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না।’

মামুনুল হক বলেন, ‘পৃথিবীতে আজ দুটি জনপদ সবচেয়ে বেশি সমালোচিত।

একটি গাজা ভূখণ্ড, যেখানে ইসরায়েলের বর্বর গণহত্যা চলছে। আরেকটি হলো ৩০ কোটি মুসলমানের ভারত। যেখানে কসাই মোদি সরকার দেশটিকে মুসলিম শূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা টিকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ইসলামবিদ্বেষী তারাই বাংলাদেশের শত্রু।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ