ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

আলেমের গলা কাটা লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে ধন্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আলেমের গলা কাটা লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে ধন্দ
ছবি : কালের কণ্ঠ

কিশোরগঞ্জে নিজ বাড়ি থেকে আলেমের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার ভাড়া বাসা থেকে বুধবার (১৯ মার্চ) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

নিহত মাওলানা লুৎফর রহমান (৭৫) কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাচারি বাজার জামে মসজিদের সাবেক খতিব।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে গিয়ে ফল কাটার ছুরি দিয়ে নিজের গলায় ছুরি চালান। সেখান থেকে হঠাৎ তার স্ত্রী চিৎকারের শব্দ শুনে কাছে গিয়ে তাকে গলা কাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমাদ রশিদ জানান, তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

ভাড়া বাসার বাথরুমে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছেন তিনি। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে আমরা অধিকতর তদন্ত করছি।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে ২০২২ সালের ১১ জুলাই রাতে কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

ধান কাটলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ধান কাটলেন দুই উপদেষ্টা
ছবি : কালের কণ্ঠ

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপদেষ্টারা। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়ল বিল পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনের আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টারা।

আরো পড়ুন
দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

 

পরে কৃষকদের নানা সমস্যার বিষয়ে স্বরাষ্ট উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আড়িয়ল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে হবে।

কোনো অবস্থায় বিলের মাটি কাটতে দেওয়া হবে না।’ 

অবৈধ মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, আড়িয়ল বিলের বৈচিত্র্য রক্ষা করতে হবে, কোনো অবস্থাতেই এই বিলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে।

দুর্নীতি বন্ধের বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয়।

দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।’

একই সঙ্গে বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া এবং কৃষকদের শাক-সবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণের কথাও জানান তিনি।

আরো পড়ুন
পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর

পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর

 

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন, শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিয়ে নতুন থানা বাস্তবায়নের দাবি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিয়ে নতুন থানা বাস্তবায়নের দাবি
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা রক্তক্ষয়ী ও টেঁটাযুদ্ধ বন্ধের দাবিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন চরাঞ্চলের জনগণ। চর এলাকায় মেঘনা সেতু নির্মাণ, ছয় ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক থানা ঘোষণা ও বৈষম্যমুক্ত রায়পুরা গড়াসহ বিভিন্ন দাবিতে জনসভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার দক্ষিণ শাখার আয়োজনে সমাবেশে দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।

আরো পড়ুন
এবার দ্বিগুণ হলো শিক্ষকদের উৎসব ভাতা

এবার দ্বিগুণ হলো শিক্ষকদের উৎসব ভাতা

 

বদরুজ্জামান বলেন, ‘চরাঞ্চলে টেঁটাযুদ্ধ লাগিয়ে মানুষ হত্যাসহ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।

এই ধরনের অপসংস্কৃতি বন্ধসহ চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে প্রশাসনিক থানা ঘোষণা ও মেঘনা সেতু নির্মাণ করতে হবে। এ ছাড়া চানপুর, চরমধুয়া, ও মির্জাচর ইউনিয়নে সংযোগ সেতু এবং মেঘনার ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাই।’

এ সময় থানা ও সেতুর দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করেন বদরুজ্জামান। কর্মসূচির মধ্যে রয়েছে গণস্বাক্ষর, চরাঞ্চলে ছয়টি ইউনিয়নে মানববন্ধন, নৌ বিক্ষোভ, উপজেলা পরিষদের সামনে গণঅবস্থান ও স্মরকলিপি প্রদান এবং মার্চ টু নরসিংদী ডিসি অফিস।

 

রায়পুরা উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে জন সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহসভাপতি ও মহিষাশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ, জসিমমুদ্দিন জাহাঙ্গীর, রায়পুরা পূর্বাঞ্চল জামায়াতে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, মিজান শিকদার, বিল্লাল হোসেন মাখন, দানা মিয়া, নুরুল হক মিয়া, হযরত আলী, আক্তার মাস্টার, আলফাজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা  মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা সিরাজুল ইসলাম, সাজেদুল্লাহ সায়েম, নুরে আলম সিদ্দিকী ও বরকত উল্লাহ।

প্রাসঙ্গিক
মন্তব্য
খুলনায় মানববন্ধন

মেঘনা গ্রুপকে বয়কট ও গোলাম মোস্তফার গ্রেপ্তার দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেঘনা গ্রুপকে বয়কট ও গোলাম মোস্তফার গ্রেপ্তার দাবি
সংগৃহীত ছবি

অবিলম্বে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার, সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, মেঘনা গ্রুপের পণ্য বয়কট ও ফ্যাসিবাদের দোসর লুটপাটের হোতা হিসেবে সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।

আজ শনিবার বিকেলে খুলনায় দৈনিক আমার দেশ ব্যুরো অফিসের সামনের সড়কে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ‘মাহমুদুর রহমান কেবলমাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়ের কষ্টিপাথরে যাচাই করা একজন খাঁটি দেশপ্রেমিক।

যিনি অতীতেও দেশবিরোধী সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সোচ্চার, আজকেও একইভাবে তার লড়াই অব্যাহত রেখেছেন। যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাঁবেদারি ব্যবস্থা পুনরায় কায়েম করতে মোস্তফা কামাল তাদেরই অগ্রজ প্রতিনিধি। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা করার এ কথার সত্যতা প্রমাণ দেয়।’

বক্তারা বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৪০টি মামলা ছিল।

কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের খুনিরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল। তিনি মাথানত করেননি। দুই হাজার ছাত্র-জনতার বুকের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকেও কোনোভাবেই ভূলুণ্ঠিত হতে দেওয়া হবে না। মাহমুদুর রহমান এবং আমার দেশ দেশপ্রেমিক স্বাধীনতার সপক্ষের সব ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে তার সংগ্রাম অব্যাহত রাখবে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। আমার দেশ ব্যুরো প্রধান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনের সভাপতিত্বে এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ন্যাশনাল ইস্টারেস্ট গ্রুপ-এনআইজির সদস্যসচিব অ্যাডভোকেট শাহ আলম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী তফসির আহমেদ, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বিএফইউজে সাবেক নির্বাহী সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলা উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধিকে এম জিয়া উস সাদাত, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, জিএম রাসেল ইসলাম, কয়রা পাইকগাছা উন্নয়ন সমন্বয় কমিটির এস এ মুকুল, খুলনা জেলা সংবাদ পত্রহকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মাশরুর মুর্শেদ, আমার দেশের স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ফটোসাংবাদিক মো. সেলিম গাজী, দাকোপ প্রতিনিধি ফয়সাল আলম, বটিয়া ঘাটা প্রতিনিধি আরিফুজ্জামান দুলু, মো. রাজু আহমেদ, মোস্তফা কামাল, ইমরান হোসেন, রবিউল ইসলাম বাবলু,হুমায়ুন কবির পলাশ, এস এম শরীফুজ্জামান, এহসান মিন্টু, মো. শাহআলম, আবুল কাশেম, মো. হাবিব, মাসুদুর রহমান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

মন্তব্য

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আজমাইল হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) পার্বতীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাধাইপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজমাইল মাধাইপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে গোমস্তাপুরের রহনপুর পিএম কলেজের এইচএসসির শিক্ষার্থী।

আরো পড়ুন
চার মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, পরিবারের অভিযোগ হত্যা

চার মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, পরিবারের অভিযোগ হত্যা

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, নিজ বাড়ির স্টোর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় আজমাইলকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। তারপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে আজমাইল ছাড়া কেউ ছিল না। বাড়ির প্রধান গেট ভেতর থেকে আটকানো ছিল।

পরিবারের সদস্যরা বাড়ি এসে আজমাইলকে ডেকে না পেয়ে বিকল্প উপয়ে বাড়িতে প্রবেশ করে স্টোর ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আরো পড়ুন
বোরো ধানের ফলন সন্তোষজনক : কৃষি উপদেষ্টা

বোরো ধানের ফলন সন্তোষজনক : কৃষি উপদেষ্টা

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আজমাইল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ জানা যায়নি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ