ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

কোম্পানীগঞ্জে পাথর তোলার সময় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
কোম্পানীগঞ্জে পাথর তোলার সময় শ্রমিক নিহত
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর তোলার সময় গাছচাপায় কয়েস আহমদ (৩৮) নামের এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভোলাগঞ্জ বাংকার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কয়েস নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমরাজ মেম্বারের ছেলে। তিনি স্থানীয় দয়ার বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর কয়েকজন শ্রমিক রেলওয়ের বাংকার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি গাছ ধসে পড়লে সে গাছের নিচে চাপা পড়েন কয়েস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে পুলিশ লাশ তাদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে মর্গে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য

সম্পর্কিত খবর

দামুড়হুদায় ধর্ষণের মামলায় প্রভাষক সাময়িক বহিষ্কার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
দামুড়হুদায় ধর্ষণের মামলায় প্রভাষক সাময়িক বহিষ্কার
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাজিদ হাসানের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।

গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী ওই ছাত্রী দামুড়হুদা মডেল থানায় শিক্ষক সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিকালে গার্লস স্কুল অ্যান্ড কলেজে জরুরি সভায় প্রভাষক সাজিদ হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরো পড়ুন
প্রচারণা চলবে সকাল ১০টা থেকে রাত ১১টা, দেয়াল লিখনে নিষেধাজ্ঞা

প্রচারণা চলবে সকাল ১০টা থেকে রাত ১১টা, দেয়াল লিখনে নিষেধাজ্ঞা

 

আজ রবিবার (২৭ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।

 অভিযুক্ত শিক্ষক সাজিদ হাসান দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে ও দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় একই শিক্ষা প্রতিষ্ঠানের পদার্থ বিজ্ঞানের প্রভাষক সাজিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই ছাত্রী সে সময় ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। তখন থেকে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের গুলশান পাড়ার কুতুব মাস্টারের বাড়িতে ভাড়া নেওয়া একটি রুমে প্রাইভেট পড়ানোর সময় আবারও ধর্ষণ করেন।

এরপর ওই ছাত্রী তাকে বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করলে সাজিদ নানাভাবে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

আরো পড়ুন
কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রাম

কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রাম

 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, ‘সর্বসম্মতিক্রমে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান বলেন, ‘ঘটনার তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) জিয়াউল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।’

আরো পড়ুন
মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী

মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী

 

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) ডাক্তারি পরীক্ষার করানোর জন্য ভুক্তভোগীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।’

মন্তব্য

কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
শেয়ার
কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রাম
ছবি: কালের কণ্ঠ

কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ও ভুট্টা। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।  

এদিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ষষ্ঠ তালার জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায়।

এ সময় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম বলেন, কাল বৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসঙ্গে জমির ধান পড়ে গেছে। বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকার হয়ে আছে।

 

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

কুমিল্লায় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক

    বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক
কুমিল্লায় দেশীয় বিভিন্ন অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : সংগৃহীত

কুমিল্লায় দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আজ রবিবার (২৭ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় এবং তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর পরিচালিত এবং র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে  অস্ত্র সরবরাহকারীকে মো. রুবেল (৩৫) গ্রেপ্তার করা হয়।

রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।

আরো পড়ুন
মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী

মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী

 

পরে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় অপর একটি অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেন (২৮)-কে আটক করা হয়। এ ছাড়া অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রিভলভার, ৮ রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) এবং মো. রাফিউল আলম শফি (২০)-কে আটক করা হয়।

তাদের কাছ থেকে আরো ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়াও অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুর

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুর

 

কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

মন্তব্য

মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী
মাধবপুরে তেলমাছড়া পাহাড়ে পানির সন্ধানে ঘুরছে বন্য শূকর ও বিভিন্ন বন্যপ্রাণী। ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুরে তেলমাছড়ার বিস্তীর্ণ পাহাড় অঞ্চলে বন্যপ্রাণীদের প্রচণ্ড পানি সংকটে দেখা দিয়েছে। ফলে বন্যপ্রাণী বিশেষ করে বন্যশূকরসহ বানর, মায়া হরিণ ও সজারু ইত্যাদি প্রাণী বিট কর্মকর্তা কার্যালয়ের সামনে রাখা পানির কৃত্রিম বেসিন পর্যন্ত চলে আসছে। তৃষ্ণার্ত হয়ে অনেক প্রাণী লোকালয়ে গিয়ে শিকারিদের কবলেও পড়ার খবরও রয়েছে। 

গতকাল শনিবার (২৬ এপ্রিল) ক্যামেরায় ধরা পড়েছে একদল বনো শূকর বাচ্চাসহ পানি পানের দৃশ্য।

তারা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের হওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে দূর থেকে সেই ভিডিও ধারণ করা হয়।

আরো পড়ুন
ওজন কমাতে কয়েকটি স্বাস্থ্যকর খাবার

ওজন কমাতে কয়েকটি স্বাস্থ্যকর খাবার

 

আরো দেখা যায়, অনেকটা জীবন বাঁচানোর স্বার্থে ঝুঁকি নিয়ে বন্য শূকর বাচ্চা কাচ্চাসহ পানি পান করতে আসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার। শাহজানপুর ইউনিয়নের তেলমাছড়ার বিটের বন জঙ্গলে বহু বন্যপ্রাণীর বসবাস।

এ ছাড়া এই অঞ্চলটি সাতছড়ি জাতীয় উদ্যানেরও ঘেঁষা হওয়ায় সেখানে বন্যপ্রাণীদের আনাগোনা বেশি। সেজন্য সেখানে গ্রীষ্মকালে পানির চরম সংকর দেখা দেয়।

বন্যপ্রাণী সংরক্ষণের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বলছেন, কি পরিমাণ তৃষ্ণার্ত হলে বন্যপ্রাণীরা লোকালয়ের কাছে ব্যস্ততম রাস্তার পাশে থাকা কোনো কৃত্রিম পানির বেসিনে পানি খেতে আসে তা আমাদের বুঝতে হবে। এর ফলে বন্যপ্রাণীর নিরাপদ চলাফেরা ও প্রজননে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

অনতিবিলম্বে বনের ভেতরে নীরব জায়গায় একটি পুকুর খনন করা জরুরী।

আরো পড়ুন
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

 

বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে তেলমাছড়া বিটের সাদিকুর রহমান নামে এক কর্মচারী। তিনি বলেন, ‘সব সময় বিশেষ করে বন্য। শূকরের দল এখানে পানি খেতে আসে। ইতিমধ্যে এখানে বন্য প্রাণীদের পানি সংকট সমস্যা নিরসনে আমাদের বিভাগীয় বন কর্মকর্তা স্যারের উদ্যোগে কৃত্রিম পুকুর সৃষ্টির তৈরি করার পরিকল্পনাও চলছে।

সিলেট অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু বন্য শূকরই নয় মায়া হরিণ, বানর, সজারু ও এমনকি সাপও পানির পানের জন্য আমাদের তৈরি করা কৃত্রিম বেসিনে আসছে। সাতছড়ি ঘেঁষা ওই স্থানে আমরা বনের ভেতরে নীরব স্থানে পুকুর তৈরির উদ্যোগও দ্রুত নিচ্ছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ