ঢাকা, সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬
সিলেট

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) উপজেলার পারাইরচক এলাকায় রয়েল সিটির সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য তৈরি সম্ভব : আলী রীয়াজ

স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য তৈরি সম্ভব : আলী রীয়াজ

 

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের ছাদে ছিলেন ওই যুবক। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোমাত্র অসাবধানতাবশত ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন।

 

আরো পড়ুন

হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৪

হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৪

 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন

আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন যেভাবে

আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন যেভাবে

 

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।' 

মন্তব্য

সম্পর্কিত খবর

জুলাই আন্দোলনে শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম করল কিশোর গ্যাং

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
জুলাই আন্দোলনে শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম করল কিশোর গ্যাং

নোয়াখালী জেলা শহরে জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিজভীর ছোট ভাই দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার হাসান রিমনকে (১৬) কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংগের একদল দুর্বৃত্ত।

রবিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী জেলা শহরের মাইজদী বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার ব্যাংকার মো. জামাল উদ্দিনের ছেলে এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই এবং জেলা শহরের স্থানীয় হরিনারায়ণ পুরে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

 

রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, রিমন স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাহিরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে। রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে আমি শহীদের ভাই।

আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক। আমি জানি স্বজন হারানোর বেদনা কি। পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এজন্য বাহিরের ছেলেরা তার জন্য স্কুলের বন্ধুদের মারতে পারেনি।
এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। রবিবার বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পেছন থেকে ডেকে অতর্কিতভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।

তিনি আরো জানান, পিঠে ৩টিসহ মোট তাকে ৬টি ছুরিকাঘাত করা হয়।

তার পিঠের আঘাতগুলো ফুসফুস পর্যন্ত চলে গেছে। হামলাকারীরা প্রথমে শুনে রিমন মারা গেছে। যখন জানতে পারে রিমন বেঁচে আছে তখন তারা পুনরায় রিমনের ওপর হামলা করতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়। রিমনের স্কুলের বন্ধুরা তার ওপর হামলাকারীদের নাম জানে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের জানান, জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। হামলাকারীরা উঠতি সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্য। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহত লিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

মন্তব্য

সালথায় আগুনে পুড়ল ৪ দোকান

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
সালথায় আগুনে পুড়ল ৪ দোকান
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে অন্তত ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুন্তারমোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বাজারের ব্যবসায়ীরা জানান, দুপুরে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান তারা।

ওই আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাবু মোল্যার ফার্নিচারের দোকান, বক্কার শেখের গ্রীলের দোকান ও হাবিব মুন্সীর লেপের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

তবে সময় মতো ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান আগুন থেকে রক্ষা পায় বলে জানান বাজারের দোকানদাররা।

সালথা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মন্তব্য

সিরাজগঞ্জে ডাকাত দলের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে ডাকাত দলের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
প্রতীকী ছবি

ডাকাত দলের ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছিলেন সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫)। এরপর তিন দিন ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। 

রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম বগুড়ার শেরপুরের বাসিন্দা।

ঢাকা মেট্রোপলিটন থেকে সম্প্রতি যমুনা সেতু পশ্চিম থানায় যোগদান করেন তিনি। 

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান, ‘গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সেতুর পশ্চিমপাড়  মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর এলাকায় ডিউটি পালন করছিলেন কনস্টেবল রফিকুল। ওই সময় একটি গরু বোঝাই ট্রাক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ডাকাতি করে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে বগুড়া অভিমুখে যাচ্ছিল। পথে পুলিশের তাড়া থেয়ে উল্টো আবার ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা।

খবর পেয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করেন পুলিশ কনস্টেবল রফিকুল। কিন্তু ট্রাকটি সিগনাল না মেনে রফিকুলকে চাপা দেয়। এতে রফিকুল গুরুতর আহত হন। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
তিন দিন টানা আইসিইউতে থাকার পর আজ রাত ৯টার দিকে তিনি মারা যান।’ ট্রাকচাপার ঘটনায় অজ্ঞাত আসামি দিয়ে ঘটনার দিন সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি। 

মন্তব্য

নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা, অভিযুক্ত দুই যুবদল নেতা এখনো অধরা

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা, অভিযুক্ত দুই যুবদল নেতা এখনো অধরা
পলাতক দুই যুবদল নেতা নূর মোহাম্মদ খান ফরিদ ও মোতাসছির হোসেন ওরফে কাইয়ূম।

নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে হামলায় অভিযুক্ত দুই যুবদল নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পলাতক দুই নেতা হলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ ও যুগ্ম আহ্বায়ক মোতাসছির হোসেন ওরফে কাইয়ূম। 

এর আগে গত ২০ এপ্রিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদারকে রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের আজ রবিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই ঘটনায় করা মামলায় কামাল হোসেন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আর বাকি দুজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসন, মামলার এজাহার ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৪ এপ্রিল (সোমবার) দুপুরে আটপাড়া উপজেলা পরিষদসংলগ্ন মুক্তমঞ্চে প্রশাসন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার ও মোতাসছির হোসেন ওরফে কাইয়ুমের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে হাজির হয়ে ইউএনওকে এখনই অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ সময় ইউএনও কারণ জানতে চাইলে তারা বলেন- মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর’ লেখা হয়েছে? এ কথা বলে নেতাকর্মীরা মঞ্চে উঠে মঞ্চে থাকা ব্যানার ছিঁড়ে ফেলেন।

এ সময় ইউএনওসহ কর্মকর্তারা তাদের বাধা দিতে চাইলে ওই নেতারা তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে এক নেতা উপস্থাপককে মারধর করে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অশ্রাব্য ভাষায় গালমন্দসহ ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত করে আন্দোলনের ঘোষণা দেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। পরে দেখা যায়, ফেসবুকে পোস্ট করা ১৪৩০ সালের ব্যানারের ছবি দেখে তারা এই কাজ করেছেন।
অবশ্য ওই নেতারা তাদের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক ইউএনওর কাছে ক্ষমা চান।

ঘটনায় পর দিন মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে নূর মোহাম্মদ খান ফরিদ, মোতাসছির হোসেন ও কামাল হোসেন তালুকদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। পরে ২০ এপ্রিল আসামি কামাল হোসেন তালুকদারকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তবে পলাতক দুই নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

এদিকে এ ঘটনায় ওই তিন যুবদল নেতাকে কারণ দর্শাতে (শোকজ) চিঠি দেয় কেন্দ্রীয় যুবদল। তবে তাদের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ