ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে সন্ত্রাসী হামলা, আহত ১০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে সন্ত্রাসী হামলা, আহত ১০
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় দাইয়ু সোয়েটার কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

ঈদের আগে সিএনজি অটোরিকশা চালকদের বোনাসের দাবিতে মানববন্ধন

ঈদের আগে সিএনজি অটোরিকশা চালকদের বোনাসের দাবিতে মানববন্ধন

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী হঠাৎ করে লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়।

এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতির ইন্তেকাল

সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতির ইন্তেকাল

 

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘদিন ধরে গড়িমসি করছে। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামলে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

আরো পড়ুন

সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ৫ ব্যাংক হিসাব

সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ৫ ব্যাংক হিসাব

 

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, যুবদল নেতা মনির হোসেন তার দলবল নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়, এ সময় অনেক  শ্রমিক আহত হন। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

মন্তব্য

সম্পর্কিত খবর

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন ছাগলনাইয়ার রিক্তা

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন ছাগলনাইয়ার রিক্তা
সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন নাহিদা আক্তার রিক্তা (২৫) নামের এক নারী। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন তিনি। ওই দিনই ৫ সন্তানের জন্ম হয়। 

নাহিদা আক্তার রিক্তা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুবাই প্রবাসী আশরাফুল আলম হৃদয়ের সহধর্মিণী।

 

জানা যায়, ওই ৫ সন্তান স্বাভাবিক প্রসবে জন্ম হয়েছে। এদের মধ্যে দুইজন ছেলে ও তিনজন কন্যা সন্তান। তবে এদের মধ্যে তিন সন্তানের শারীরিক অবস্থা তেমন ভালো নয়। 

এদিকে ৫ সন্তানের জন্মের খবর পেয়েই বিদেশ থেকে ফিরে আসেন বাবা আশরাফুল।

তাদের সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবা আশরাফুল।
 

মন্তব্য

তালায় বিতর্কিত সেই ইউএনও রাসেলের পক্ষে সাফাই গাইতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
তালায় বিতর্কিত সেই ইউএনও রাসেলের পক্ষে সাফাই গাইতে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

সাতক্ষীরা তালায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে অন্যায়ভাবে সাজা দেওয়া বিতর্কিত ইউএনও শেখ রাসেলের পক্ষে সাফাই গেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তালার সম্মিলিত সাংবাদিক সমাজ, উপজেলা দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজসহ উপজেলার ৭টি কলেজের ব্যানারে দুই দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার শেখ রাসেল উপজেলার স্কুল ও কলেজ শিক্ষক, রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি ও উপজেলার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে ডেকে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে—এমন অভিযোগ করার পর তারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উপজেলা পরিষদ গেটে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও এসএসসি পরীক্ষাকেন্দ্রের সন্নিকটে খুলনা পাইকগাছা সড়কে তালা খেয়াঘাট মোড়ে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।

খুলনা-পাইকগাছা সড়কে তেলের ব্যারেল, দোকানের তাক, বেঞ্চ, কাঠ ফেলে প্রথমে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের সৃষ্টি করে পরীক্ষা কেন্দ্রের ২০০-৩০০ গজের মধ্যেই মাইকে উচ্চস্বরে আওয়াজ সৃষ্টি করে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করা হয়। 

স্থানীয় বি দে স্কুলের গেটের সামনে অপেক্ষমাণ অভিভাবকরা জানান, পরীক্ষাকেন্দ্রের সন্নিকটে আওয়াজের কারণে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

এ সময় তারা তাদের প্রিয় সন্তানদের নিয়ে উৎকণ্ঠায় ছিলেন। 

তালা উপজেলার মুড়াকলিয়ার গ্রামের অভিভাবকরা জানান, মানববন্ধনের কারণে মেইন রোডে ব্যারিকেড দিয়ে বন্ধ করায়, দূরপাল্লার যানবাহন কলেজ-স্কুল রোডে ঢুকে পড়ে। 

তালা বাজারের বিভিন্ন স্থানে পৃথকভাবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন ভালো মানুষ। তিনি তালায় যোগদান করার পর থেকে উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।

তাকে সরানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করে আসছে। তিনি এ উপজেলায় থাকলে তালার চিত্র পাল্টে যাবে।

মন্তব্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোমান মিয়া (২০) নামের এক যুবক মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) শহরের পর্দা বিতান নামক একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নোমান হরিণাকুণ্ডু উপজেলার গাড়ামারা গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী পদে কাজ করতেন।

আরো পড়ুন
কখন আম খাওয়া উচিত নয়

কখন আম খাওয়া উচিত নয়

জানা গেছে, রবিবার দুপুরের খাওয়ার পর দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে নোমান বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

মন্তব্য

সিরাজগঞ্জে বিএনপির সাত নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে বিএনপির সাত নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে চাঁদাবাজি, পুকুর দখল ও দেবোত্তর সম্পত্তির পুকুর থেকে মাছ লুটের অভিযোগ এনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকে বহিষ্কারের দাবি করেছেনে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির একাংশের নেতারা। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তারা।

অভিযুক্তরা হলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার, সদস্য নান্নু মিয়া ও আল আমিন হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাকিরুল ইসলাম।

আরো পড়ুন
সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের কার্যকর পদক্ষেপ নিন : সাইফুল হক

সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের কার্যকর পদক্ষেপ নিন : সাইফুল হক

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত নেতারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং পুকুর ও জমি দখল এবং মাছ লুটের মতো নানা কর্মকাণ্ড চালাচ্ছেন।

এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসবের নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক এমপি এম, আকবর আলীর কাছে লিখিত অভিযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি। দলের চেয়ারপারসনের নির্দেশনা অমান্য করে এসব কর্মকাণ্ড করায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আরো পড়ুন
বাঁধের একাংশ নদীগর্ভে, আতঙ্কে শ্যামনগরের বাসিন্দারা

বাঁধের একাংশ নদীগর্ভে, আতঙ্কে শ্যামনগরের বাসিন্দারা

 

সংবাদ সন্মেলনে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান ও সাবেক সভাপতি তামিনুর খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম ছাকের, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাইদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও  আফছার আলী প্রমুখ।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আমিরুল ইসলাম বলেন, অভিযোগকারীরা আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হওয়ায় প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ