ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
শেয়ার
প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড
সংগৃহীত ছবি

সিলেটের বিশ্বনাথে পৌর শহরের একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডের সঙ্গে অর্ধ ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পৌর শহরের রামপাশা রোডের রোজিস টাওয়ার নামের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আবদুল মুকিত (৩৫) উপজেলার মিরেরচর গ্রামের আবদুশ শহিদের ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে করলেও নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড।

কারণ লাশের পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একটি পা মশারির স্ট্যান্ডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করছেন।

আরো পড়ুন
সাহরিতে মাইক দিয়ে ডাকায় মারধরের অভিযোগ

সাহরিতে মাইক দিয়ে ডাকায় মারধরের অভিযোগ

 

পুলিশ জানায়, স্বজনদের দেওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রামপাশা সড়কের ওই ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। মশারির স্ট্যান্ডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ ঝুলছিল।

নিহতের স্বজনরা জানায়, আবদুল মুকিত বিশ্বনাথ পৌর সদরের একটি সুপারশপে চাকরি করতেন। রামপাশা রোডে তার প্রবাসী বোনের ফ্ল্যাট রয়েছে। সেখানে কোনো ভাড়াটে ছিল না। আবদুল মুকিত ফ্ল্যাটটি দেখাশোনা করতেন।

শনিবার রাতে বাড়ি না ফেরায় তার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। সাহরির সময় সিকিউরিটি গার্ড মারফত জানতে পারেন, ওই ফ্ল্যাটে বাতি জ্বলছে।

পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে দরজা বন্ধ পান। তবে দরজা-লাগোয়া জানালার গ্লাস খোলা ছিল এবং সেই জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনির নাগাল পেয়ে দরজা খুলে একটি কক্ষের মশারির স্ট্যান্ডের সঙ্গে মুকিতের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে লাশের ময়নাতদন্ত হবে এবং ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ধুনটে নাশকতার ২ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ধুনটে নাশকতার ২ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় আওয়ামী লীগের প্রবীন নেতা গোলাম হোসেন সরকারকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ রবিবার (২৭ এপ্রিল) ভোর ৫টায় নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোলাম হোসেন সরকার উপজেলার বাঁশপাতা গ্রামের বছির উদ্দিন সরকারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আরো পড়ুন
সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগকালে বিএনপির সাবেক এমপি জিএম সিরাজ ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌঁছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে মশাল মিছিল করতে থাকে।

এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ২ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গোলাম হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন
অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

 

এসব তথ্য নিশ্চিত করে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য

সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবে সাজল মিয়া (৩৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজের তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাজল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চাতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তিনি গোয়াইনঘাট উপজেলায় বসবাস করে পাথর শ্রমিকের কাজ করতেন।

 

আরো পড়ুন
অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৈরি আবহাওয়ার মধ্যে একদল শ্রমিক টহল পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় পাথর তুলতে যান। নৌকায় পাথরবোঝাই করে ফিরে আসার সময় প্রবল স্রোতে এবং বৈরি বাতাসের কারণে তাড়াহুড়ো করে আসতে গিয়ে নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা আশিকুল ইসলাম সাঁতরে নদীর তীরে পৌঁছতে পারলেও স্রোতের টানে নিখোঁজ হন সাজল। এর তিন দিন পর আজ রবিবার সকালে জিরোপয়েন্ট এলাকায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন
এবার জুয়ার অ্যাপের প্রচারণায় মিথিলা

এবার জুয়ার অ্যাপের প্রচারণায় মিথিলা

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই জহর লাল দত্ত বলেন, ‘নিখোঁজ সাজল মিয়ার মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্তব্য
সাভার

অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

সাভারে তানিয়া আক্তার (২৪) নামে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিককে বেড়াতে নিয়ে গিয়ে বাঁশঝাড়ের ভেতরে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে নিহতের দ্বিতীয় স্বামী মো. সোহাগ মোল্লার (৩৫) বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

আরো পড়ুন

নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ : তাহের

নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ : তাহের

 

গ্রেপ্তার সোহাগ মোল্লা (৩৫) নওগাঁ জেলার সদর থানার খিদিরপুর গ্রামের বাসের আলী মোল্লার ছেলে।

অন্যদিকে হত্যার শিকার তানিয়া আক্তার (২৪) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভার মিরকা নগর (আধনগর) ৯ নম্বর ওয়ার্ড এর নুরুল হকের মেয়ে। তারা দুজন আশুলিয়ায় ভাড়া থেকে স্থানীয় এএনএস নামক তৈরি পোশাক কারখানায় চাকরিরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নারী শ্রমিক তানিয়া আক্তার নিজের প্রথম স্বামী ও সন্তানকে গ্রামের বাড়িতে রেখে আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় কাজ করার সুবাদে সোহাগ মোল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে গত বছর তারা বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। সোহাগ মোল্লারও প্রথম স্ত্রী আছে, তানিয়া আক্তার তার দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি তানিয়া আক্তার গর্ভবতী হলে বিষয়টি নিয়ে সোহাগের সঙ্গে তার প্রথম স্ত্রীর বাকবিতণ্ডা হয়। পরে সোহাগ দ্বিতীয় স্ত্রী তানিয়া আক্তারকে পরকীয়ার অপবাদ দিয়ে ঝগড়া করেন।

আরো পড়ুন

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

 

এরপর গত ২৩ তারিখ রাত আটটার দিকে তানিয়াকে বেড়াতে যাওয়ার কথা বলে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় নিয়ে যান সোহাগ। সেখানে গোল্ডস্টার নামক তৈরি পোশাক কারখানার পেছনে বাঁশঝাড়ের ভেতরে তানিয়া আক্তারের সঙ্গে সহবাস করার সময় গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে তানিয়ার ওড়না গলায় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে নগ্ন অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। 

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিয়তের স্বামী সোহাগ মোল্লাকে শনিবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহাগ মোল্লা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত তানিয়ার বাবা নুরুল হক বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপন

 

সাভার মডেল থানার এসআই আব্দুল ওহাব বলেন, ‘পোশাক শ্রমিক তানিয়া আক্তারকে হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সোহাগ মোল্লাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে জিহাদ সরদার (৩০) নামে এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন
শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা

 

নিহত জিহাদ সরদার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, আজ রবিবার ভোরে পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেরা নদীতে একটি মাথাবিহীন মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

নিহতের চাচা কেচমত সরদার জানান, জিহাদ ঢাকায় একটি জাহাজ কারখানায় চাকরি করতেন। গত ২৪ এপ্রিল ছুটি নিয়ে বাড়িতে আসেন।

বাড়িতে এসে কারো সঙ্গে ফোনে কথা বলে বেরিয়ে যান। পরে আর ফিরে আসেননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।

আরো পড়ুন
মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ