চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। রবিবার (২৭ এপ্রিল) নগরীর লালখান বাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগে কর্মরত কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধিরা।
মোজো সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণে উঠে আসে মোবাইল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনার নানা বিষয়। কর্মশালার দ্বিতীয় সেশনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।
এ সময় তিনি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম বিভাগে কর্মরত সাংবাদিকদের সত্য ও সাহসী সাংবাদিকতা করার নির্দেশনা দেন।
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ এই কর্মশালায় মোট তিনটি সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও কনটেন্টের গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক ও পরামর্শক মাশাহেদ হাসান সীমান্ত, ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী ও কালের কণ্ঠের ডেপুটি হেড অব মাল্টিমিডিয়া রাজীবুল হাসান।
উপস্থিত ছিলেন কালের কণ্ঠের মানবসম্পদ বিভাগের উপব্যবস্থাপক মহিউদ্দিন রাজীব ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম সমন্বয়ক এনায়েত হোসেন মিঠু।
এ প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল ব্যবহার করে একজন সাংবাদিক কিভাবে চিত্রধারণ, সম্পাদনা এবং দ্রুত নির্ভুল সংবাদ তৈরি করে দর্শকের সামনে সাবলীলভাবে উপস্থাপন করতে পারে সেটির নানা কলা-কৌশল আয়ত্ত করেন কালের কণ্ঠের মোজো সাংবাদিকরা।
এদিকে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশের সব বিভাগে মোজো সাংবাদিকতা নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বলে জানালেন ডেপুটি হেড অব মাল্টিমিডিয়া রাজীবুল হাসান।
কর্মশালা শেষে মোজো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নেওয়া কালের কণ্ঠ ডিজিটালের চট্টগ্রাম বিভাগে কর্মরত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় সনদ।