ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

পাবনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহনন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেয়ার
পাবনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহনন

পাবনার ভাঙ্গুড়ায় বেলাল হোসেন (৫০) নামের এক যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার  দিকে উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। 

নিহত বেলাল উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের শাহনগর গ্রামের বাসিন্দা।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক শফিকুল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন বড়ালব্রিজ স্টেশনে বিরতি নেওয়ার পর দুপুর ২টা ৩০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়।

এ সময় হঠাৎ পেছনের বগির নিচে বেলাল হোসেন নামের ওই যুবক ঝাঁপ দেন। এতে তার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। 

নিহতের প্রতিবেশী কলেজ শিক্ষার্থী উষা বলেন, ‘বেলাল হোসেন একজন দিনমজুর। তার এক স্ত্রী ও দুটি ছেলে মেয়ে রয়েছে।

কয়েক দিন আগে কুমিল্লা জেলায় কাজ করতে গিয়ে কাজ না পেয়ে ফিরে আসেন। তার সংসারে অভাব চলছিল। এরপর আজই অন্য কোথাও কাজের জন্য বের হয়েছিলেন। হঠাৎ তার মৃত্যুর খবর আসে।

ভাঙ্গুড়া থানা পুলিশের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক নিহত বেলালের বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

নাটোরে বাস কাউন্টারে হামলার অভিযোগ, পাল্টাপাল্টি সমাবেশ-মানববন্ধন

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে বাস কাউন্টারে হামলার অভিযোগ, পাল্টাপাল্টি সমাবেশ-মানববন্ধন
সংগৃহীত ছবি

নাটোর শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে রাজকীয় পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ও সন্ধ্যার পর এই সমাবেশ ও মানববন্ধন করা হয়।

নাটোর থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাজকীয় পরিবহনের বাসচালক মনির হোসেনের সঙ্গে আরপি রোকেয়া পরিবহনের বাস কন্ডাক্টটর রুবেলের তুচ্ছ বিষয়ে হাতাহাতির  ঘটনা ঘটে। এ বিষয়ে আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিক পরিবহন অফিসে দুই পক্ষ সমঝোতার জন্য বৈঠকে বসে।

 

কিন্তু সেখানে সমস্যার সমাধান না করে আরপি রোকেয়া পরিবহনের মালিকরা সমঝোতা বৈঠক থেকে বেরিয়ে যান। এরপর ৪০-৪৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে রাজকীয় পরিবহনের কাউন্টারে হামলা চালায়। এ সময় তারা কাউন্টার মাস্টার মো. শাহাবুদ্দিনকে মারধর করে আহত করে এবং কাউন্টারের আসবাবপত্র ভাঙচুর চালান এবং জোরপূর্বক কাউন্টারটি বন্ধ করে দেয়। এ ঘটনায় রাজকীয় পরিবহনের বাস কাউন্টারের টিকিট মাস্টার শাহাবুদ্দিন বাদী হয়ে নাটোর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

 

অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে রাজকীয় পরিবহনের সব বাস রাস্তায় চলাচল বন্ধ রেখে শ্রমিকরা মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে রাজকীয় পরিবহনের মালিক মজিবর রহমানের ছেলে মশিউর রহমান বলেন, ‘বর্তমানে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের আত্মীয়ের সুবাদে আরপি রকেয়া পরিবহনের মালিকরা নানাভাবে রাজকীয় পরিবহনের মালিক ও স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করছেন। তারা রাজকীয় পরিবহনের রাজশাহী-বেনাপোল, রাজশাহী-রংপুর, বাঘা-বগুড়া, নাটোর-বগুড়া এবং সিংড়া-রাজশাহীর বাস ট্রিপ জোরপূর্বক কেড়ে নিয়েছেন।’ 

মশিউর রহমান বলেন, ‘তিনি এ ঘটনায় নাটোর থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন।

’ 

অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর আরপি রোকেয়ার মালিকরা শ্রমিকদের নিয়ে বড় হরিশপুর বাস টার্মিনালে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন আরপি রোকেয়ার মালিক মো. মানিক মোহাম্মদ হানিফ, মো. মোক্তার প্রমুখ। 

তারা বলেন, মজিবর রহমান একজন পরিবহন মাফিয়া। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাস মিনিবাস মালিক গ্রুপ অফিস নিয়ন্ত্রণ করাসহ তার বাহিনীর হামলায় তাদের একজন আত্মীয় পঙ্গু হয়ে গেছেন। তিনি সামান্য বাস মাস্টার থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন।

কীভাবে তিনি এত টাকার মালিক হলেন-এ প্রশ্ন রাখেন বক্তারা। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে মজিবর রহমানের গ্রেপ্তার দাবি করেন। 

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে, একটি মহলের প্ররোচনায় রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনায় দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ঘটনা জানার পরপরই দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ ঘটনা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মন্তব্য

কালিয়াকৈরে শ্রমিক মারধরের ঘটনায় ৪ কর্মকর্তা গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে শ্রমিক মারধরের ঘটনায় ৪ কর্মকর্তা গ্রেপ্তার
কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার ফিনিশিং বিভাগের আয়রনম্যান শাহ অলমকে মারধর ঘটনায় চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কারখানার জিএম দিল মোহাম্মদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন কারখানার এজিএম সানাউল হক সানোয়ার (৩৮), ফ্লোর ইনর্চাজ নাজমুল করিম (২৩), মিজানুর রহমান (২৯) ও পারভেজ আহমেদ (৩৫)।

আরো পড়ুন
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিয়ে নতুন থানা বাস্তবায়নের দাবি

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিয়ে নতুন থানা বাস্তবায়নের দাবি

পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, শুক্রবার আয়রনম্যানের সঙ্গে ফিনিশিং ম্যানেজার সানোয়ার হোসেনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই আয়রন ম্যানকে মারধর করেন সানোয়ার। এতে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুজব ছড়িয়ে পড়ে যে শ্রমিকটি মারা গেছেন।

নিহতের গুজব এবং কারখানার আট কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতির দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। 

তারা জানায়, এ সময় শ্রমিকদের সব দাবি মেনে নিয়ে কারখানার পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় কারখানা কর্তৃপক্ষ। এদের মধ্যে আয়রনম্যানকে মারধরের ঘটনায় চার কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ জেলহাজতে পাঠায়। এ ছাড়া কারখানার জিএম দিল মোহাম্মদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরো পড়ুন
পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে বেরোবির সেই শিক্ষকের পদত্যাগ

পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে বেরোবির সেই শিক্ষকের পদত্যাগ

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন যোবায়ের বলেন, শনিবার সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেয় এবং মারধরের অভিযোগে চার কর্মকর্তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

বিএনপিকর্মীকে আ. লীগ সাজিয়ে মামলায় জড়াল পুলিশ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বিএনপিকর্মীকে আ. লীগ সাজিয়ে মামলায় জড়াল পুলিশ
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির এক কর্মীকে আওয়ামী লীগের কর্মী সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগে পাওয়া গেছে। ফটিকছড়ি থানা পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পরিবার।

বিষয়টি বিগত কয়েক দিন ধরে ফেসবুকে ভাইরাল হলে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা যায়।

জানা যায়, গত ১২ এপ্রিল বিকালে জায়গা জমিসংক্রান্ত পরোয়ানাভুক্ত আসামি নুরুল আলমকে (৪৫) নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি টিম।

নুরুল আলম উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওস্তাদ পাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। একদিন পর ১৩ এপ্রিল আটক নুরুল আলমকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। তবে মামলা দেখানো হয় ২০২৪ সালের ৮ নভেম্বর স্থানীয় পাইন্দং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দামের করা শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনার মামলায় অজ্ঞাতনামা আসাসি হিসেবে। 
পরবর্তীতে এ ঘটনা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে আটক নুরুল আলমের বড় মেয়ে কলেজছাত্রী শান্তা মনি বলেন, ‘আমার বাবাকে আটকের পর রাতে খাবার দিতে আমি ও পরিবারের সদস্যরা থানায় যাই। সেখানে থানার এসআই রাজ্জাক আমার কাছে টাকা দাবি করেন। অন্যথায় রাজনৈতিক মামলা দিয়ে চালান করার ভয় দেখান। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মিথ্যা একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে আমার বাবাকে আদালতে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে ১৬ এপ্রিল তিনি জায়গাসংক্রান্ত মামলায় কোর্ট থেকে জামিন পেলেও রাজনৈতিক মামলায় এখনো আটক রয়েছেন।’

কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী জানান, নুরুল আলম কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় সদস্য। তাকে পুলিশ জায়গাসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করলেও আওয়ামী লীগের কর্মী সাজিয়ে মিথ্যা মামলায় জড়ানো ঠিক হয়নি। নুরুল আলম যে বিএনপির কর্মী তা উল্লেখ করে আমরা ইতিমধ্যে প্রত্যয়নপত্র দিয়েছি।

আটক নুরুল আলম ও তার স্বজনদের কাছে টাকা দাবির বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘নুরুল আলমের ব্যাপারে খোঁজখবর নিয়ে নতুন মামলায় অন্তর্ভুক্ত করেছি। যতটুকু জানি টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়। তার পরও তদন্ত করে দেখা হবে।’

মন্তব্য

ধান কাটলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ধান কাটলেন দুই উপদেষ্টা
ছবি : কালের কণ্ঠ

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপদেষ্টারা। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়ল বিল পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনের আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টারা।

আরো পড়ুন
দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

 

পরে কৃষকদের নানা সমস্যার বিষয়ে স্বরাষ্ট উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আড়িয়ল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে হবে।

কোনো অবস্থায় বিলের মাটি কাটতে দেওয়া হবে না।’ 

অবৈধ মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, আড়িয়ল বিলের বৈচিত্র্য রক্ষা করতে হবে, কোনো অবস্থাতেই এই বিলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে।

দুর্নীতি বন্ধের বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয়।

দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।’

একই সঙ্গে বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া এবং কৃষকদের শাক-সবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণের কথাও জানান তিনি।

আরো পড়ুন
পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর

পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর

 

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন, শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ