ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলায় এ অভিযান চালানো হয়। 

এসময় ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আজ বুধবার সকাল ১১টা থেকে অবৈধ স্থাপনায় উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি এবং জে, এম শাখা) রাজীব দাশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ নেতা হত্যা, ১১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
আওয়ামী লীগ নেতা হত্যা, ১১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি শাহ জালাল।

লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহ জালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি সদরের চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়াকে গলা কেটে হত্যার ঘটনায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঘটনার পর ১১ বছর তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে তিনি দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন।

 

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার জালাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে। 

র‍্যাব ও মামলা সূত্র জানায়, ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতা মান্নানকে গলা কেটে হত্যা করা হয়।

রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদলতে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর মামলার রায় ঘোষণা করেন।
রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

এ ছাড়া প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন বিচারক। তবে রায়ের দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন ছাড়া বাকিরা পলাতক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আবদুর রহমান ও মো. জয়নাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রামপুর গ্রামে অভিযান চালিয়ে জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১৫

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১৫
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আশপাশের দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যায় ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানায়, শ্রমিকদলের বহিষ্কৃত নেতা কাজল ফকির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. জাহিদের সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে অংশ নেওয়া উভয় পক্ষের লোকদের হাতে ছিল লাঠি ও দেশিয় অস্ত্র।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, ছুটির দিনের কারণে শুক্রবার পুরো মাওনা চৌরাস্তা এলাকা ছিল লোকে পরিপূর্ণ। সন্ধ্যা ৬টার দিকে মাওনা উড়াল সড়কের পশ্চিম পাশে হঠাৎ দুইটি পক্ষের প্রায় দেড় শ লোক লাঠি ও দেশিয় অস্ত্র উঁচিয়ে প্রায় ১০০ গজ দূরত্বে অবস্থান নেয়।

পরে একটি পক্ষ ধাওয়া করলে আরেকটি পক্ষ পাল্টাধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরেক প্রত্যক্ষদর্শী উবেল আকন্দ জানান, ওই সময় উভয় পক্ষই ইটপাটকেল ছুড়ে।

স্থানীয় বাসিন্দারা জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে জাহিদ ও মামুনকে গাজীপুর মেডিক্যাল কলেজ ও নজরুল বেপারী, ইমরান এবং আতিক বন্দুকসীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে জাহিদ ও আতিক বন্দুকসীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড শাখা সভাপতি মো. জাহিদ কালের কণ্ঠ’র কাছে অভিযোগ করেন, ‘মাওনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি হয়। এর প্রতিবাদে আমরা বৃহস্পতিবার মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছিলাম। এর জের ধরে কাজল ফকির ও সেলিম মিয়া ভাড়া করা লোক নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। আমার মাথায় দা দিয়ে কোপ দেন।’ তিনি দাবি করেন, ওই অতর্কিত হামলায় তিনিসহ ২৫ জন নিরীহ লোক আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে কাজল ফকির কালের কণ্ঠকে বলেন, ‘মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজারের আমি বৈধ ইজারাদার। আমার লোকজন সরকারি নিয়ম মেনে খাজনা আদায়কালে বৃহস্পতিবার একজনকে মারধর করে জাহিদসহ তাঁর লোকজন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খাজনা আদায়কালে জাহিদসহ তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে আমার লোকদের ওপর হামলা চালান।’ কাজল ফকির দাবি করেন, এতে তার ১৫ জন লোক আহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, ‘দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।’

মন্তব্য

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরে দিকে দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে নামে। ওই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ের স্বজনরা পুকুরে এক শিশুর মরদেহ  ভাসতে দেখে। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়।

 

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন।  

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

মন্তব্য

রিমান্ডে স্বীকারোক্তি, পুলিশের অভিযানে মিলল বিদেশি পিস্তল

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
রিমান্ডে স্বীকারোক্তি, পুলিশের অভিযানে মিলল বিদেশি পিস্তল

রিমান্ডে থাকা অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রাব্বির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত গভীর রাতে শহরের সাদ্দামের মাছের ঘের (পার্শ্ববর্তী মিরপুর উপজেলার বাজিতপুরে অবস্থিত) থেকে বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৮ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামের মাছের ঘেরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সে সময় সাদ্দাম ও তার সহযোগী আলমডাঙ্গা শহরের মৃত মজিবর রহমানের ছেলে আতাউর রহমান রকিকে আটক করে।

সে সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  

সাদ্দামের নামে মাদকদ্রব্য, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৭টি মামলা রয়েছে। 

গত ২৩ এপ্রিল তাদেরকে ৩ দিনের রিমান্ডে থানা কাস্টডিতে নিয়ে আসা হয়েছে। রকির স্বীকারোক্তিতে পুলিশ মাছের ঘের থেকে মাটিতে পুতে রাখা বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্রগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, সম্প্রতি একটি অস্ত্র মামলায় মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আসামি যিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন, সেই সাদ্দাম ও তার সহযোগী রকি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে সাদ্দামের মাছের ঘেরে টিনের ঘরের পাশে মাটিতে পুতে রাখা একটি বিদেশি পিস্তল রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ‘আসামির দেওয়া তথ্য যাচাই করে আমরা অস্ত্রটি উদ্ধার করেছি। এ ঘটনায় নতুন করে একটি মামলা দায়ের করা হবে এবং তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ