ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ভারত থেকে আসা নীলগাই উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
ভারত থেকে আসা নীলগাই উদ্ধার
নীলগাই। ছবি : কালের কণ্ঠ

পঞ্চগড় সদরে ভারত থেকে আসা একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ।

 

আরো পড়ুন
কয়েল নাকি অ্যারোসল, মশা তাড়াতে কোনটি ব্যবহার করবেন

কয়েল নাকি অ্যারোসল, মশা তাড়াতে কোনটি ব্যবহার করবেন

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ভারত থেকে প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে। বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে আটক করে স্থানীয়রা। 

পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয়।

আরো পড়ুন
কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে স্থানীয়রা তাড়া করে গাইটিকে আটক করে।

 

তিনি আরো বলেন, প্রাণীটি সুস্থ হলে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে। নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুব ভীতু। মানুষ দেখলে তারা ভয় পায়। নীলগাইটির বয়স দুই আড়াই বছর হতে পারে।

আরো পড়ুন
রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মন্তব্য

সম্পর্কিত খবর

গাছ কাটতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
গাছ কাটতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
সংগৃহীত ছবি

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন কালা (৪২) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদ ছেলে।

আরো পড়ুন
নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি মামুনুল হকের

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি মামুনুল হকের

 

স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন।

সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এ সময় বজ্রপাতের শব্দে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রহমান মঞ্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

তবে খোঁজ খবর নিয়ে এ বিষয়ে দেখবেন বলে জনান
 

মন্তব্য

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি মামুনুল হকের

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি মামুনুল হকের
ছবি: কালের কণ্ঠ

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল আল্লামা মামুনুল হক বলেছেন, ‘এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এমন দুঃসাহস কেউ দেখায়নি। আমরা বিশ্বাস করি, ৯০ ভাগ নারী এই প্রস্তাবনার বিপক্ষে রয়েছেন। তাই দ্রুত সময়ের মধ্যে ইসলামবিরোধী এই প্রস্তাবনা বাতিল করতে হবে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের মাসুমপুর খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মামুনুল হক বলেন, ‘হাজার হাজার মানুষকে গুম ও খুনের অপরাধে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার করতে হবে। সকলের বিচার শেষে যদি কোন নেতাকর্মী বেঁচে থাকে, তারা আগামীতে রাজনীতি করার সুযোগ পাবেন।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে এই সরকার বিভিন্ন উদ্যোগ রাষ্ট্র মেরামতের চেষ্টা করছেন।

গত মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছেন, লোডশেডিং হয়নি। এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য এসেছে।’

খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা ও মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও  জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম প্রমুখ।

মন্তব্য

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে মো. ওবায়দুল(৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছে। রবিবার (২৭ এপ্রিল) ভোরের দিকে মহেশপুর সীমান্তের ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগণার বাদগা থানার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতর ওবায়দুল উপজেলার গোপালপুর হানিফ আলীর ছেলে।

আরো পড়ুন
বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন

 

স্থানীয়রা জানায়, শনিবার রাতে ওবাইদুলসহ ৭/৮ জনের একটি দল ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। বিএসএফের হাত থেকে অন্যান্যরা পালিয়ে গেলেও ওবায়দুল ধরা পড়ে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, ভোরের দিকে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শুনেছি।

সকালে ঘুম থেকে উঠে জানতে পারি ওবায়দুলকে বিএসএফ গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, এ ঘটনা শোনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

‌‘আদর্শচ্যুত শেখ হাসিনার দল আর করব না’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
‌‘আদর্শচ্যুত শেখ হাসিনার দল আর করব না’
ছবি: কালের কণ্ঠ

ছাত্র জনতার অভ্যূত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপরই তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীর আত্মগোপনে চলে যায়। সম্প্রতি কিছু কিছু নেতাকর্মী বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকায় ফিরতে শুরু করেছেন। এরই মাঝে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেড়িয়ে এসেছেন কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মাদ আব্দুল্লাহর ভাগ্নে আবু সাঈদ সিকদার।

এলাকায় এসেই রবিবার (২৭ এপ্রিল) সকালে তার নিজ বাড়ির সামনের পুকুর ঘাটে নির্মিত দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের দুর্গ খ্যাত এ উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তবে বিশ্বস্থসূত্রে জানা যায়, আবু সাইদ সিকদার বিএনপিতে যোগ দেওয়ার জন্য পাঁয়তারা করছে।

আরো পড়ুন
নিজ ঘরে ঝুলছিল ইউনিয়ন ছাত্রদল সম্পাদকের লাশ, পরিবারের দাবি হত্যা

নিজ ঘরে ঝুলছিল ইউনিয়ন ছাত্রদল সম্পাদকের লাশ, পরিবারের দাবি হত্যা

 


 
এ বিষয়ে আবু সাঈদ সিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শেখ হাসিনা আদর্শচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তাই তার দল আর করবো না।

সে আগামীতে দেশে ফিরে আসলেও ওই দল আর করবো না। তাই এই নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেছি।

অপর এক প্রশ্নের জবাবে আবু সাইদ সিকদার বলেন, কোন দল করবো সেটি এখনও ঠিক করিনি। তবে জীবনে আওয়ামী লীগ আর করবো না।

 

পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার আপন মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লা। মামার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের দুর্দিনে আবু সাইদ সিকদারের এমন কাণ্ডে আমরা মর্মাহত! নৌকার এই ভাস্কর্য ভাঙার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

আরো পড়ুন
রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

 

উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লার আপন ভাগ্নে আবু সাইদ সিকদার মামার নাম ভাঙিয়ে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার এই অবৈধ অর্থ রক্ষার জন্য নৌকা ভেঙে ভোল পাল্টানোর চেষ্টা করছেন।

উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন বলেন, আবু সাইদ সিকদার বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে আমার জানা নেই। তবে সে যদি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে আসতে চায় তাহলে আমাদের উপরের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে সিন্ধান্ত গ্রহণ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেন, পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আবু সাইদ সিকদারের এই কাজটি করা মোটেও ঠিক হয়নি। তার কোন সমস্যা থাকলে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া উচিত ছিল। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ