ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে পুড়ল ৩০ ঘর

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে পুড়ল ৩০ ঘর
ছবি: কালের কণ্ঠ

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই শ্রমিক কলোনির অন্তত ৩০টি ঘর এবং ভেতরে থাকা অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

গতকাল রবিবার (১৩ এপ্রিল) রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় মো. রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়।

আরো পড়ুন
‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন...’

‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন...’

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ইপাড়া এলাকায় মো. রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনির একটি টিনসেড কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অন্যান্য টিনসেড ঘরে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আগুনে ওই শ্রমিক কলোনির অন্তত ৩০টি ঘর এবং ভেতরে থাকা অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় পাশে থাকা আরো দুটি দোকান পুড়ে গেছে।’

আরো পড়ুন
মুজিবনগর উপজেলা আ. লীগের সভাপতি তোতা আটক

মুজিবনগর উপজেলা আ. লীগের সভাপতি তোতা আটক

 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। এ ছাড়া আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
শেয়ার
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানী

কুড়িগ্রাম জেলা প্রবেশন কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একাধিকবার আদালতের আদেশ অমান্য, নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিল না করা এবং সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা না দেওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়েছে। গত ১৩ মার্চ কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন।

তবে পলাতক থাকায় দণ্ডপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তা গোলাব রব্বানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একই আদালত।

একই তারিখে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কুড়িগ্রাম সদর থানায় পাঠানো হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, আদালত প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীকে একটি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তিনি প্রতিবেদন দাখিল করেননি।

এজন্য কেন তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে না, তা চলতি বছরের ৯ জানুয়ারি লিখিত ব্যাখ্যাসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত। কিন্তু তদন্তকারী কর্মকর্তা ওই তারিখেও লিখিত ব্যাখ্যা কিংবা তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। এমনকি তিনি সময়ের আবেদনও করেননি।

পরবর্তীতে আবারও তদন্তকারী কর্মকর্তাকে কেন শাস্তি প্রদান করা হবে না তা সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যাসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।

গত ২২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও গোলাম রব্বানী আদালতে সশরীরে হাজির কিংবা লিখিত ব্যাখ্যাসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেননি।

দণ্ডাদেশে আদালত বলেন, ‘তদন্ত কর্মকর্তার এ ধরনের কার্যকলাপ আদালতের বৈধ আদেশের প্রতি অবজ্ঞার সামিল এবং দণ্ডনীয় অপরাধ। এজন্য তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ৪৮৫ ধারা অনুযায়ী শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো। তদন্তারী কর্মকর্তা মো. গোলাম রব্বানী, প্রবেশন কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তার কার্যালয়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রামকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের দিন থেকে সাজার মেয়াদ শুরু হবে।

বেঞ্চ সহকারী লিয়াকত আলী বলেন, ‘আদালত প্রবেশন কর্মকর্তাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন। তিনি পলাতক থাকায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা যথাযথ মাধ্যমে কুড়িগ্রাম সদর থানায় পাঠানো হয়েছে।’

তবে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ বলেন, ‘ওয়ারেন্টের কপি এখনো আমাদের হাতে পৌঁছায়নি।’

এ ব্যাপারে জানতে প্রবেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘প্রবেশন কর্মকর্তাকে দেওয়া সাজার বিষয়টি জানা নেই। এর আগে আদালতের আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তাকে শোকজও করা হয়েছে। গোলাম রব্বানী নিয়মিত অফিস করেন না। ইচ্ছামতো আসেন-যান। তিনি কারো কাছে জবাবদিহিও করেন না। এজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’

এর আগে গত বছর এপ্রিল মাসে আদালতের বিচারকাজে হস্তক্ষেপের অভিযোগে প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন আদালত।

মন্তব্য

বরিশালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
বরিশালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর
প্রতীকী ছবি

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ইউনিয়নের নবগ্রাম রোডে পেশকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া বেগম (২১) রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কড়াপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সরদারের স্ত্রী।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, ছাত্রদল নেতা ওমর ফারুক মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বরিশাল নগরী থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।

নবগ্রাম রোডের পেশকার বাড়ি এলাকায় পৌঁছালে ঝালকাঠি থেকে বরিশালগামী সিলিন্ডার বোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে স্ত্রী সোনিয়ার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

তিনি আরো জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

মন্তব্য

পটিয়ায় ৫০০ শয্যার প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
পটিয়ায় ৫০০ শয্যার প্রস্তাবিত হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: কালের কণ্ঠ

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার প্রস্তাবিত একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের স্থান দ্বিতীয়বার পরিদর্শন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিনখাইন এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। 

কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল করার লক্ষ্যে এ স্থান পরিদর্শন করেছেন তিনি বলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।  এ সময় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

 

গত ১৬ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে তিন একর জায়গায় নতুন হাসপাতালটি নির্মাণ করার স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

মন্তব্য

পিএসসি সংস্কারের দাবিতে ময়মনসিংহে ট্রেন অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
পিএসসি সংস্কারের দাবিতে ময়মনসিংহে ট্রেন অবরোধ
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীনা ট্রেন কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনে আটকায় শিক্ষার্থীরা।

প্রায় একঘণ্টার পর রাত পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নিলে অগ্নিবীনা ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় রেলপথের উভয় দিকে একাধিক আন্তঃনগর ট্রেন আটকে থাকে।

আকস্মিক এ অবরোধের কারণে ট্রেন যাত্রীরা দুর্ভোগের শিকার হন। 

জানা যায়, রাত ৮টা ৩৫ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অগ্নিবীনা ট্রেন। কিন্তু ট্রেনটি কিছুদূর গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবরোধের কবলে পড়ে। শিক্ষার্থীরা ট্রেনের সামনে অবস্থান নিলে চালক ট্রেনটি থামিয়ে দেন।

এরপর শিক্ষার্থীরা ট্রেনের সামনে গিয়ে তাদের দাবির পক্ষে বক্তব্য দিতে থাকে। 

খবর পেয়ে ময়মনসিংহ জিআইপ পুলিশ ও কোতোয়ালী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর স্বাভাবিক হয়ে আসে এ রুটে ট্রেন চলাচল।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, প্রায় এক ঘণ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ