ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

মেট্রো রেল বন্ধ থাকা নিয়ে দুঃখপ্রকাশ করল ডিএমটিসিএল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেট্রো রেল বন্ধ থাকা নিয়ে দুঃখপ্রকাশ করল ডিএমটিসিএল
ফাইল ছবি

সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে আজ শনিবার সোয়া ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে মেট্রো রেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডিএমটিসিএল বলেছে, আজ সকাল ৯টা ২৩ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ট্রেনের দরজা বিকল হওয়ার কারণে মেট্রো রেল সেবা বন্ধ ছিল।

এ ছাড়া দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ২টা ০৬ মিনিট পর্যন্ত সিগন্যালিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেল সেবা বন্ধ ছিল। পরবর্তীতে দুপুর ২টা ৬ মিনিটে পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রো রেল সেবা চালু করা হয়। সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রো রেল সেবা চালু করা হয়।

যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়ার আহ্বান ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়ার আহ্বান ডিএনসিসির

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের থেকে কেনাকাটা না করতে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা ও রিকশা নিষিদ্ধ বলে জানান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ডিএনসিসির অঞ্চল-৭-এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক এ আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আমি যেখানেই গণশুনানিতে যাচ্ছি দুটি কমন অভিযোগ পাচ্ছি।

একটি হলো ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করুন। আরেকটি হলো ফুটপাত ও রাস্তার অবৈধ হকার উচ্ছেদ করুন। ব্যাটারিচালিত অটোরিকশা বাংলাদেশ সব জায়গায় অবৈধ। সবাই বলছেন, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করুন।
কিন্তু আপনারাই আবার অবৈধ এই যানবাহনে চড়ছেন। আমি সবাইকে আহ্বান করছি, আপনারা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশায় চড়বেন না। আপনারা না চড়লে তারা নিরুৎসাহিত হবে।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে সিদ্ধান্ত দিয়েছি, প্রধান সড়কে অটোরিকশা ও রিকশা চলতে পারবে না।

ডিএনসিসি থেকে হাই লেভেল কমিটির মাধ্যমে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি অটোরিকশার ডিজাইন করছে। এটি সফলভাবে সম্পন্ন হলে আমরা লাইসেন্স দেব। তখন শুধু সেই লাইসেন্সপ্রাপ্তরা ঢাকার নির্দিষ্ট রোডে চলতে পারবে। প্রধান সড়কে কোনোভাবেই অটোরিকশা চলাচল করতে পারবে না। ট্রাফিক বিভাগ ইতোমধ্যে ট্রুপার বসানো শুরু করেছে।

ফুটপাতের অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করার আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা শহরে প্রতিটি এলাকায় বাজার আছে, মার্কেট আছে। আপনারা দয়া করে ফুটপাতের ও রাস্তার অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করে বাজার থেকে ও মার্কেট থেকে কেনাকাটা করুন। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনগণের সহযোগিতা পেলে সমস্যা এই সমস্যা সমাধান করা সহজ হবে।’

মন্তব্য

দোকান বসানো নিয়ে হট্টগোল, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দোকান বসানো নিয়ে হট্টগোল, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত
সংগৃহীত ছবি

রাজধানীর নিউ মার্কেট এলাকার নূরানী মার্কেটের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতা ও একদল স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাগবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তিন নেতা হলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও রাব্বি হোসেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিউমার্কেটে ছাত্রদলের এই তিন নেতা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত।

আরো পড়ুন
হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিতে সংঘর্ষ, ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিতে সংঘর্ষ, ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

 

এদিকে, আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এই তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিনজনের বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এই অভিযোগের যথাযথ তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমকে দায়িত্ব প্রদান করা হলো।

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য

সরকারি রাস্তায় গেট বসিয়ে চলাচলে নিষেধাজ্ঞা, গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারি রাস্তায় গেট বসিয়ে চলাচলে নিষেধাজ্ঞা, গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন (ভিডিওসহ)

সরকারি রাস্তায় গেট বসিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করায় সেটি গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। অনুমতি ছাড়াই নিরাপত্তাকর্মী বসিয়ে গেট বন্ধ রাখার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। সিটি করপোরেশনের এমন পদক্ষেপে খুশি পথচারী, রিকশাচালকসহ নানা যানবাহনের চালকরা। তারা এই প্রদক্ষেপ নেওয়ার জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

‘সহস্রাধিক শ্রমিক হত্যায় দায়ীদের শাস্তি না হওয়া লজ্জার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘সহস্রাধিক শ্রমিক হত্যায় দায়ীদের শাস্তি না হওয়া লজ্জার’
সংগৃহীত ছবি

গত ১২ বছরেও সহস্রাধিক শ্রমিক হত্যায় দায়ীদের শাস্তি না হওয়া লজ্জার বলে মনে করেন শ্রমিক নেতারা। তারা শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র এবং ক্ষতিগ্রস্ত হলে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ পাওয়া প্রত্যেক শ্রমিকের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা রিপোটার্স ইউনিটিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা’ শীর্ষক কনভেনশনে এ দাবি জানানো হয়। 

আরো পড়ুন
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

 

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় কনভেনশনে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, মানবাধিকার কর্মী ও আইনবিদ ব্যারিস্টার সারা হোসেন, স্কপের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ও চৌধুরি আশিকুল আলম, এনসিসিডাব্লিউই’র চেয়ারম্যান বাদল খান, জিআইজেড সামাজিক সুরক্ষা প্রকল্পের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সিকান্দার আলী মিনা প্রমুখ।

ধারণাপত্র উপস্থাপন করেন ডা. মণিষা চক্রবর্তী।

কনভেনশনে নেতারা বলেন, রানা প্লাজা ধসের ১২ বছরেও সংশ্লিষ্ট বিচার শেষ করা যায়নি। যার অর্থ বিচার করার অনীহা বা প্রক্রিয়াগত ঘাটতি। ১৯৯০ সালে মিরপুরের সারাকা গার্মেন্টে অগ্নিকাণ্ড থেকে অদ্যবধি প্রায় প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করলে দেখা যায়, ঘটনার সময় সিঁড়ির গেট বন্ধ থাকার কারণে শ্রমিকরা বের হতে পারে না।

অর্থাৎ আইন লঙ্ঘনের কারণে একই ধরণের ঘটনা বারবার ঘটছে। বিচারহীনতা ও দায়িত্বশীলদের জবাবদিহিতার ঘাটতি এই প্রবণতাকে উৎসাহিত করছে।

নেতারা আরো বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশে শ্রমিকদের সামাজিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রম আইনের ক্ষতিপূরণ সংক্রান্ত বিধান আইএলও কনভেসশন ১২১ অনুসারে সংশোধন না হওয়ায় কর্মক্ষেত্রে শ্রমিক হতাহতের জন্য এ পর্যন্ত কোনক্ষেত্রে দায়িদের শাস্তি হয়নি।

এখনো প্রতি বছর প্রায় সহস্রাধিক মানুষ জীবিকার জন্য এসে জীবন হারাচ্ছে। অনেকে পঙ্গুত বরণ করে পরিবার ও সমাজের বোঝা হয়ে উঠছেন। তাই শ্রমিক অধিকার নিশ্চিত ও সমাজ তথা দেশের ভারসাম্যপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে হলে বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ