দনিয়া কলেজের সামনে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দনিয়া কলেজের সামনে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা
সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামের এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজুর রহমান বেসরকারি একটি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে একটি কম্পানিতে চাকরি করছিলেন।

সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

নিহতের বন্ধু শামীম বলেন, ‘নিহত মিনহাজ বিএনপি করতেন। তার বাসা রাজধানীর কদমতলী থানার তুষারধারা এলাকায়।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজসহ বেশ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি  ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজ করার লক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৯ দিনের জন্য জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। রবিবার রাতে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নোটিশে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিআইপিদের নিরাপত্তার জন্য ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ও রংতুলির আচড়ে নতুন করে সাজানো হবে। বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানোর পাশাপাশি ভিআইপি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এজন্য ১৭ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিকসহ ভিআইপি অতিথিরা জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করবেন।

তারা চলে যাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

মন্তব্য

চৈত্রের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৈত্রের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ছবি : ফোকাস বাংলা

শুরু হয়েছে চৈত্র মাস। এরই মধ্যে মৃদু তাপপ্রবাহের আভাসও দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল চৈত্রের শুরুর গরমে ছিল অস্বস্তি। সেই অস্বস্তি কাটিয়ে স্বস্তির বৃষ্টি ঝড়ল রাজধানীতে।

সোমবার বিকেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। আর তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছে রাজধানীর মানুষজন।

এর আগে সোমবার (১৭ মার্চ) দুপুর ২টা ৮ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকাসহ এর আশপাশের জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ঢাকা শহরের ওপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

এদিকে সোমবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মন্তব্য

রাজধানীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রবিবার (১৬ মার্চ) রাতে  
যমুনা ফিউচার পার্ক এলাকায়  মোবাইল ছিনতাই করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- আমিন হোসেন (৩০) ও মো মনির (২৬)।

আরো পড়ুন
পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

 

সেমাবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রবিবার রাত ৯ টা থেকে সাড়ে ৮টার মধ্যে দুইজনকে পৃথক অভিযানে যমুনা ফিউচার পার্ক এলাকায় মোবাইল ছিনতাই করার সময় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তারদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চক্রের অন্য কারা আছে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য

রাজধানীতে ৩৮ লাখ টাকার জাল নোট উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজধানীতে ৩৮ লাখ টাকার জাল নোট উদ্ধার, আটক ২

রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোট ও ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোটসহ জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ সময় জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিষয় নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ছাড়াও একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের আটটি অব্যবহৃত কালি, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি জানান, রবিবর (১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওয়ারী থানার আর কে মিশন রোডের একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে জাল নোট কারবারি সাইদুর ও মেহেদী।

তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চক্রের আরেক সদস্য পালিয়ে যান।

তিনি আরো জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট মজুদ করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ