<p>রাজধানীর বনানীর করাইল কুমিল্লা পট্টিতে পাওনা টাকার জেরে প্রতিপক্ষের গুলিতে মো. হোসেন আলী (২৮) নামে এক যুবক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।</p> <p>হোসেন আলী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। বর্তমানে কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকেন। তিনি পেশায় দিনমজুরের কাজ করতেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘টুপ করে ঢুকে পড়া’ নিয়ে আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/16/1739705594-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘টুপ করে ঢুকে পড়া’ নিয়ে আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/social-media/2025/02/16/1481556" target="_blank"> </a></div> </div> <p>রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২ টার দিকে কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>আহত হোসেন আলী বলেন, ‘আমার কাছে ওই এলাকার খোকা (৩৫) এক হাজার টাকা পেতেন। ১০-১৫ দিন আগে হাওলাত নিয়েছিলাম বলেছিলাম কয়েকদিন পরে টাকাটা দিব। আজ দুপুরে কড়াইল বস্তিত কুমিল্লা পট্টির একটি বাসায় টিনের কাজ করছিলাম। দুপুরের খোকার ছোট ভাই এরশাদ আমাকে ডেকে নিয়ে কোন কথাবার্তা ছাড়াই আমার পেটে গুলি করে পালিয়ে যায়। এতে আমি আহত হই।’ </p> <p>ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন এক্সরে রিপোর্টে গুলি দেখা গিয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। </p>