রাজধানীর ওয়ারীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্র মোহন বসাক স্ট্রিট লেনের পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম আনোয়ারা বেগম (৫৯)।
রাজধানীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধা নিহত
নিজস্ব প্রতিবেদক

নিহতের ছেলে সেলিম হোসেন বলেন, তার মা কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ডাক্তারও দেখিয়েছেন। দুপুরে মা হয়তো ছাদে কাপড় নাড়তে গিয়েছিলেন সেখান থেকে হঠাৎ মাথা ঘুরে দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহত ওয়ারী চন্দ্র মোহন বসাক স্ট্রিট লেনের বাসিন্দা এবং আ. সালামের স্ত্রী। ওই ভবনের পাঁচ তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।
সম্পর্কিত খবর

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বাবার, ছেলে আহত
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার মোটরসাইকেল দুর্ঘটনায় ওবায়দুল ইসলাম (৪২) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি যাত্রাবাড়ির মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সিবাড়ি এলাকায়।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী বলেন, সকালে অফিসে যাওয়ার সময়ে ডেমরা মীরপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ পাই। এগিয়ে গিয়ে দেখি অছিম পরিবহণের একটি বাসের সামনে মোটরসাইকেল পড়ে আছে, তার পাশে রক্তাক্ত অবস্থায় দুজন পড়ে রয়েছেন। সেখানে লোকজন জড়ো হয়ে দেখছেন। কিন্তু কেউ ধরছেন না।
তিনি আরো বলেন, তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে না রাখায় সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। ছেলে লাবিবকে ভর্তি করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ছেলেটি চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৬ এলাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দশম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষনকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মার্কিন দূতাবাস এলাকায়।
আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মিসরের কায়রো, উগান্ডার কাম্পালা, পাকিস্তানের লাহোর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্য তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর প্রথম সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সংগঠনটির এ সদস্য তালিকা প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের অনলাইন সম্পাদক বা প্রধান ও ডিজিটাল প্রধানরা এ সদস্যপদ পেয়েছেন।
প্রথম দফায় যারা সদস্য পদ পেয়েছেন তারা হলেন- মো. মঈন উদ্দিন বকুল (দৈনিক আমাদের সময়), এম এ এইচ এম কবির আহম্মেদ (আরটিভি), মানসুরা খাতুন চামেলী (বার্তা২৪.কম), মো. ফরহাদ হোসেন (দৈনিক মানবকণ্ঠ), আনিসুর সুমন (এখন টিভি), আজাদ বেগ (দ্য ডেইলি স্টার), মো. মনিরুজ্জামান (দেশ টেলিভিশন), যুবরাজ ফয়সাল (দৈনিক নয়া দিগন্ত), মিজানুর রহমান সোহেল (দৈনিক ভোরের কাগজ), হোসাইন মো. নাহিয়ান (দৈনিক ভোরের কাগজ), মো. কামরুল ইসলাম (ডিবিসি নিউজ), যাকারিয়া ইবনে ইউসুফ (কালের কণ্ঠ), এস এম আমানূর রহমান (প্রতিদিনের বাংলাদেশ) ও শরাফত হোসেন (দৈনিক ইত্তেফাক)।
এ ছাড়া সদস্য হয়েছেন হাসনাত কাদীর (বাংলাদেশের খবর), লুৎফর রহমান হিমেল (বাংলানিউজ২৪.কম), মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টেলিভিশন), মাজহার খন্দকার (চ্যানেল ২৪), মোহাম্মদ আতাউর রহমান (দৈনিক যুগান্তর), পলাশ মাহমুদ (দৈনিক কালবেলা), আনিসুর রহমান বুলবুল (দৈনিক কালের কণ্ঠ), শামছুল হক রাসেল (বাংলাদেশ প্রতিদিন), মো. হাসান শরীফ (দৈনিক যুগান্তর), মো. রিয়াজ উদ্দীন (একুশে টিভি), কে এম জিয়াউল হক (জাগোনিউজ২৪.কম), মাহমুদ সোহেল (জিটিভি), সায়েদুল মাহমুদ (সময় টিভি), মৌসুমী সুলতানা (বাংলানিউজ২৪.কম), সাকিব সিকান্দার (কালের কণ্ঠ), বিপুল হাসান (আরটিভি), সৈয়দ এ রহমান গালিব (দৈনিক ইনকিলাব), শিয়াবুর রহমান শিহাব (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), আতাউর রহমান (ইউএনবি), মীর আত্তাকী মাসরুরুজ্জামান (চ্যানেল আই), মহিউদ্দিন সরকার (ঢাকা পোস্ট), ফখরুদ্দিন জুয়েল (এনটিভি), সাজিদ হক (মানবজমিন), মওদুদ সুজন (ডেইলি সান), মঞ্জুরুল হক (দেশ রূপান্তর) এবং রবিন অমিত (যুগান্তর)।
এই সংগঠন দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা নির্ধারণ এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে।