সাবেক পর্ন তারকা মিয়া খলিফা নানা কারণেই আলোচনায়। মাঝে একবার বিয়ের ঘোষণা দিয়ে ছিলেন। প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে নাকি তার আংটিও বদল হয়। বিয়ের দিন কী পোশাক পরবেন তাও জানিয়েছিলেন তিনি।
সাবেক পর্ন তারকা মিয়া খলিফা নানা কারণেই আলোচনায়। মাঝে একবার বিয়ের ঘোষণা দিয়ে ছিলেন। প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে নাকি তার আংটিও বদল হয়। বিয়ের দিন কী পোশাক পরবেন তাও জানিয়েছিলেন তিনি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসেছেন তিনি। তার আশপাশে বেশ ক’জন বন্ধু।
টেবিলে বসে রয়েছেন মিয়া।
মাঝে একবার গুঞ্জন উঠেছিলো সালমান খানের বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখবেন মিয়া খলিফা। কিন্তু সেই শোতেও দেখা যায়নি তাকে।
প্রসঙ্গত, লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন মিয়া কালিস্তা। পর্নে জগতে এসে তিনি নাম বদলে নেন। লেবাননে জন্ম হলেও যুক্তরাষ্ট্রে কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। অল্প কিছুদিন কাজ করেই নিজেকে এই জগৎ থেকে সরিয়ে নেন তিনি।
সম্পর্কিত খবর
দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘টগর’ সিনেমাতে গান করেছেন তিনি।
‘হবেরে খেলা, কাঁপবে শহর/খেলতে এসেছে ওয়ান অ্যান্ড ওনলি টগর’—এমন কথাইয় গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস।
আসিফ আকবর বলেন, ‘অনেক দিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে।
আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী। প্রথমে ছবিটিতে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বাদ পড়েন তিনি, তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরীকে।
ইতিমধ্যে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
একই বছর মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান! সম্প্রতি এমনই এক ভবিষ্যদ্বাণী করেছেন এক জ্যোতিষী। আর এই ভবিষ্যদ্বাণী করে বেশ তোপের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তার পর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।
সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন এ জ্যোতিষী। তিনি বলেছেন, ‘সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই।
সুশীল কুমার আরো দাবি করেন, সালমান ইতিমধ্যেই মারণ রোগে আক্রান্ত।
এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। তাদের দাবি, কোনো ভালো জ্যোতিষী কারো মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতিমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংহকে কটাক্ষের তীরে বিদ্ধ করছেন।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর বটে! কারণ সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে একজনের বউ, তার আবার আরেক বিয়ে হয় কেমন করে? কিংবা কোনো স্বামী নিশ্চয়ই তার বউকে আরেকটি বিয়ে দেবেন না!
বউ ও বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে, এই ঈদে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।
নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা আর সেটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন।
কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়ে এখন রয়েছে সম্পাদনার টেবিলে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ-বন্ধন ও প্রেমের গল্প।
‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা।
হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভির ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমে মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
প্রয়াত মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন। বাবার মতো বিশ্বনন্দিত তারকা না হলেও শোবিজ অঙ্গনে জ্যাকসনকন্যার প্রভাব কম নয়। বরাবরই নিজের সাহসী ফ্যাশনের জন্য আলোচনায় থাকেন প্যারিস। তবে এবার পড়লেন পোশাক বিতর্কে।
প্যারিসের কালো পোশাকটি মূলত বিতর্ক তৈরি করে নেটিজেনদের মাঝে। পোশাকে অসংখ্য ছিদ্র এবং সবটাই স্বচ্ছ। পরনে ছিল না অন্তর্বাস।
প্যারিস জ্যাকসন বলেন, ‘পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সবাই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারেন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন? শুধুই স্তনবৃন্ত দেখা গিয়েছে। এটা কোনো বড় কথা নয়।
তবে প্যারিসের সমর্থনের কথা বলতে দেখা গেছে অনেক অনুরাগীকে। অনেকের মতে, মাইকেলকন্যা আসলে মানব বিবর্তন এবং পোশাক সম্পর্কে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এমনিতেই পশ্চিমা বিশ্বের দেশগুলিতে ২০১২ সাল থেকে শুরু হয়েছে ‘নিপ্ল ফ্রি মুভমেন্ট’। সমাজের খ্যাতনামী নারীরা সমর্থন করেছেন এই পদক্ষেপকে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে খ্যাতনামা মডেল বেলা হাদিদও স্বচ্ছ পোশাকে হাজির হন। সেই সময় লোকের দৃষ্টি আকর্ষণ করেন মডেল কিন্তু অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন বেলাকে। আবার প্রায় অনাবৃত শরীরে গ্র্যামি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হন কাইনে ওয়স্টের স্ত্রী সেই নিয়ে সমালোচিত হন তিনি। এবার প্যারিসও সেই পদক্ষেপ নিতেই কটাক্ষের শিকার হলেন। যদিও এই পোশাক কেন পরেছিলেন তা ব্যাখ্যা করেননি জ্যাকসনকন্যা।