<p>স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে অনেকেরই প্রিয় স্যার-ম্যামদের প্রতি একটা ক্রাশ থাকে। লুকোনো ভালোবাসা কিংবা লুকানো অনুভূতি বলতে পারেন যা কম-বেশি সবারই থাকে। কিন্তু সব কি আর মুখ ফুটে বলা যায়! কিছু কথা মনেই রয়ে যায়। এই যেমন দুই বাংলার অজস্র দর্শকের প্রিয় ধারাবাহিক ‘মোহর’ এর কথাই ধরুন। ভালোবাসার মানুষটির সঙ্গে দিন রাত ঝগড়া, ভুলবোঝাবুঝি লেগেই রয়েছে, কিন্তু আমি তোমায় ভালোবাসি মুখ ফুটে বলতে পারছে না? যতবারই স্যার আর ছাত্রী কাছাকাছি আসে, ততবারই দর্শকের মনে হয়, এই বুঝি আসল কথাটা বলে ফেলল, কিন্তু সুশ্রী স্যার সেই 'শুধু তুমি…'তেই থেমে যায়। আর তার জেরেই মোহরের টিআরপি এখন তুঙ্গে। </p> <p>মোহরের পর রয়েছে শ্রীময়ী, কৃষ্ণকলি, খড়কুটো। কিন্তু কেন শঙ্খ স্যার আর মোহরের এই খুঁনসুটিতে এত বুঁদ দর্শক? আসল রহস্যের রসদটা কী? এই সিরিয়ালের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় বলেন, 'একেই লকডাউন। গৃহবন্দি থেকে মানুষের মন খারাপ। কিন্তু এই শিক্ষক-ছাত্রীর প্রেম মনে ধরেছে দর্শকের। এই না বলা কথা, বলতে চেয়েও বলতে না পারা এই ছোট ছোট বিষয়গুলিই মোহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু।মনের মানুষকে তো অনেকেই ভালোবাসার কথা বলতে চান, শেষপর্যন্ত বলতে পারেন কি? এছাড়াও মোহরের মতো অনেক মেয়েই মফস্বল থেকে পড়তে আসে কলকাতায়। এখানে এসে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, যুদ্ধ করে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া, একটা চাকরির স্বপ্ন দেখা এসব তো থাকেই। তাই কোথাও একটা শহর থেকে আসা মেয়েদের অনুপ্রেরণাও দেয় মোহর'। কিন্তু সকলেই যে আশা করে বসে আছেন, 'শ্রেষ্ঠা নয় শঙ্খ’র সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন মোহর' তার কি হবে? উত্তরে লীনা জানালেন,'দেখা যাক শেষপর্যন্ত কি হয়। </p> <p>নায়ক-নায়িকারও তো মাঝেমধ্যে কাছাকাছি আসতে ইচ্ছে করে। কিন্তু বিয়ে? তা তো এখন বলা যাবে না। ওটা দর্শকদের জন্য সারপ্রাইজই থাক'। তবে 'মনে-মনে' এই প্রেম এখন চলবে, সেই আশ্বাস দিয়েছেন লেখিকা।দর্শক বরাবরই একটু অন্যরকম গল্প পর্দায় দেখতে পছন্দ করেন। আর তাই শিক্ষক-ছাত্রী এই প্রেমটাও কোথাও গিয়ে পছন্দ করেছেন মানুষ। একটা মানুষের সঙ্গে দূরে থেকেও মনের দিক থেকে জড়িয়ে থাকার অনুভূতিটাই অন্যরকম। এমন না বলা প্রেম তো কতই থাকে। যাঁরা এককালে স্বীকার করতে লজ্জা পেতেন এখন তাঁরাই মোহর-শঙ্খর প্রেম দেখে তাঁদের পুরনো স্মৃতি রোমন্থন করছেন। এই বা কম কী! লকডাউনে বাড়ি বসেই আবার যদি পুরনো দিন, পুরনো প্রেম একটু আলগোছে হাতড়ানো যায় তাহলে মনের না জানা গোপন কথাগুলো বেড়িয়ে আসতে থাকে।</p> <p>‘মোহর’ ধারাবাহিকের গল্পে শঙ্খদীপ (প্রতীক সেন) ও মোহর (সোনামণি সাহা) দুজনেই দুজনকে পছন্দ করে কিন্তু এখনও প্রেমের সম্পর্ক দানা বাঁধেনি। শঙ্খদীপ বরং মনে মনে অনেকটাই এগিয়ে গিয়েছে মোহরকে নিয়ে তার ভাবনায়। সেকথা মোহর জানলেও এখনও সরাসরি প্রেমের অঙ্গীকার করেনি কেউই। যে কারণেই ঠিক রাত আটটায় (বাংলাদেশ সময় সাড়ে আট’টা) দুই বাংলার দর্শককে নড়ানোই যায় না স্টার জলসার পর্দা থেকে। </p> <p>সোনামণি সাহা ও প্রতীক সেন ছাড়াও ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করেছেন সুমন্ত মুখার্জি,রীতা দত্ত, লাভলী মৈত্র,দুলাল লাহিড়ী,মৌমিতা গুপ্ত, অভিষেক চ্যাটার্জি, অনুশ্রী দাস, জয়শ্রী মুখার্জী, রাজন্যা মিত্র প্রমুখ ৷ প্রসংগত স্টার জলসায় এখন প্রতি সোম-রবি  প্রচারিত হচ্ছে মেগাসিরিয়াল ‘মোহর’৷ ধারাবাহিকটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় ও পরিচালনায় শৈবাল ব্যানার্জি এবং প্রযোজনা করেছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস্ লিমিটেড ৷</p>