<p>কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মিউজিশিয়ান। তারা হলেন প্যাড ও পার্কাসন বাদক হানিফ আহমেদ এবং প্যাড বাদক পার্থ গুহ।</p> <p>শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে শো করতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা।</p> <p> বিউটি খানকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় আনা হয়েছে। রবিবার রাতে ঢাকা এসেছে তাকে বহন করা অ্যাম্বুল্যান্সটি। ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিউটিকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী রাজীব খান।</p> <p>বিউটির ডান পা, ডান হাত ও বাঁ কাঁধে ফ্র্যাকচার হয়েছে। মুখে আঘাত লেগেছে, ওপরের ঠোঁট কেটে গেছে। বিউটির চারটি দাঁত ভেঙে গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, বিউটির হাত-পা আর কাঁধে দ্রুত অপারেশন করতে হবে।</p> <p>২০১৩ সালে রাজীবকে বিয়ে করেছিলেন বিউটি। স্বামীকে নিয়ে টঙ্গীর চেরাগ আলী এলাকায় থাকতেন তিনি। একটি শোতে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন তারা। শনিবার (১৩ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাইয়ে বিউটিদের বহন করা মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় ঢাকামুখী একটি লরি। </p> <p>কিবোর্ড বাদক আসাদ জানান, ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক।</p>