<p>প্রথমে সাত পর্বের সিরিজ হিসেবেই নির্মাণের কথা ছিল। এরপর সেটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে তৈরি করা হয়। ৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ডিপজল পরিচালিত ও অভিনীত সেই চলচ্চিত্র ‘জিম্মি’। </p> <p>অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ২৩ আগস্ট মুক্তি পায় ডিপজল অভিনীত ‘অমানুষ হলো মানুষ’। এবার মুক্তির অপেক্ষায় জিম্মি।</p> <p>সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই ধ্যান-জ্ঞান। এই সময় ছবি মুক্তি না পেলে হল মালিকরা হল চালাবেন কী করে? কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। আমি নিয়মিত ছবি নির্মাণ ও মুক্তি দিতে চাই।’</p> <p>প্রথমে সাত পর্বের ওয়েব সিরিজ হিসেবে ‘জিম্মি’র শুটিং শুরু করেছিলেন ডিপজল। তখন পরিচালনার দায়িত্বে ছিলেন মনতাজুর রহমান আকবর। পরে এটি পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পায়। পরিচালনায় আকবরের জায়গায় নাম আসে ডিপজলের। এই ছবিতে আরো অভিনয় করেছেন শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিম, মিম মানতাশা, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।</p>