<p style="text-align:justify">রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, ‘তরুণদের যে আকাঙ্ক্ষা ও লক্ষ্য রয়েছে তা মেটানোর ভরসা দিতে পারছে না বিএনপি। আমার কথা যদি সত্য হয়, তাহলে অবশ্যই দেখবেন আগামী দিনে কোনো না কোনো রাজনৈতিক দল তৈরি হবে।’ </p> <p style="text-align:justify">আজ শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস আয়োজিত ‘শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726932597-192eab3388cbc96ae8ca769e87f066fa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/21/1427557" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ফরহাদ মজহার বলেন, “যদি বিএনপি আমাদের রাজনৈতিক অভিপ্রায়কে মেটাতে পারে অবশ্যই তরুণদের আলাদা কোনো রাজনৈতিক দল করার দরকার নেই। যদি সেটা না পারে তাহলে তরুণদের নতুন দল অবশ্যই আসবে। ফলে তরুণদের একবার ‘দল করব, দল করব না’ এই বিভ্রান্তিতে পড়া যাবে না। যদি দল করতে চান, অবশ্যই দল করবেন। কেন দল করবেন, সেটা সঠিকভাবে আপনাদের জনগণকে বোঝাতে হবে।”</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘সরকার নির্বাচন আর গণপরিষদ নির্বাচন, এটাই এখন গুরুত্বপূর্ণ তর্কের বিষয়। রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে তারা কি গণপরিষদ নির্বাচন চান? যদি চান তাহলে তাদের লক্ষ্য হবে নতুন বাংলাদেশ গঠন করা। আমাদের এই সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে সেটা করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘পাহাড়ি-বাঙালি বিভক্তি তৈরি করে অনেকে সুবিধা নিতে চায়’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726931865-b5c21c41d62fb66b3cbe96b4a381c078.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘পাহাড়ি-বাঙালি বিভক্তি তৈরি করে অনেকে সুবিধা নিতে চায়’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/21/1427555" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বর্তমানের পার্বত্য অঞ্চলের অচলাবস্থা রাজনৈতিক সংকট জানিয়ে তিনি বলেন, ‘এটা মিলিটারি সংকট না, এটা রাজনৈতিক সংকট। এখানে তো মিলিটারি বসিয়ে, পাহারা দিয়ে তো এই সংকট নিরসন করা যাবে না। এর মধ্যে বাইরের উসকানি আছে। আমরা আগুনের মধ্যে আরো জ্বালানি দিচ্ছি। যদি আমরা বলতাম, আমরা গণতান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা সমাজের সবার সঙ্গে কথা বলতে চাইতাম, তাহলে আর সমস্যার সৃষ্টি হতো না।’</p> <p style="text-align:justify">আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘এটা মনে করার কোনো কারণ নেই যে শিক্ষার্থীরা সংস্কার চাচ্ছে বলেই রাজনৈতিক দলগুলো সংস্কারের দিকে যাচ্ছে। একজন সমন্বয়ক বলছিলেন, তারেক রহমান সাহেব নাকি ছাত্ররা যেসব কথা শুনতে চায় সেসব কথা বলছেন। আমি উল্টো করে বলতে চাই তারেক রহমান সাহেব যে সংস্কারের কথা বলেছেন সে কথাগুলোই আমাদের ছেলেমেয়েরা এখন বলছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফের বাড়ল সোনার দাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726930066-dfacf8e510d6075b9c04ecf9e8f66424.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফের বাড়ল সোনার দাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/09/21/1427552" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘সংস্কার আমাদের দরকার, এটা চলমান প্রক্রিয়া। এটা মনে রাখতে হবে অন্তর্বর্তী সরকার একটি পরিবর্তনের সরকার। সংস্কার ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর। জনগণের প্রতিনিধির, তারা এটা ভাববে। কোনো চাপিয়ে দেওয়া সংস্কারও যেমন চলবে না, তেমনি সবাই মিলেই সংস্কারের কাজগুলো করতে হবে।’</p> <p style="text-align:justify">আলোচনাসভায় শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে শক্ত করে ধরেন। ট্রাস্টি বোর্ডের সদস্যরা কোটি কোটি টাকা নেন, আবার সরকারকে বলে, আমরা যে নতুন জায়গায় যাব, আমাদের টাকা নাই, জমি কিনে দেন। যদি টাকা উদ্বৃত্ত থাকে তাহলে জমি কেনেন, ভবন করেন, শিক্ষার্থীদের বৃত্তি দেন। কোনো অবস্থাতেই এখান থেকে কোনো টাকা মালিকরা, ট্রাস্টি বোর্ডের সদস্যরা নিতে পারেন না।’</p> <p style="text-align:justify">নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদ আরিফের সভাপতিত্বে আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, সাবেক ছাত্রনেতা রায়হান তাহরাত লিয়ন ও আওয়ার মিডিয়া আওয়ার রাইটসের প্রধান সমন্বয়ক আহম্মদ ফয়েজ।</p>