ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

আজ একযোগে ২২ দেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আজ একযোগে ২২ দেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’
শাকিব খান ও সোনাল চৌহান

আজ মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’। প্যান ইন্ডিয়ার এই ছবিটি শুধু বাংলাদেশেই নয়, মুক্তি পাচ্ছে বিশ্বের প্রায় ২২টি দেশের ২৫৭ প্রেক্ষাগৃহে। বাংলাদেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’।

গত কয়েক মাস ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে স্থবির অবস্থা বিরাজ করেছে।

নতুন সিনেমাও মুক্তি পায়নি সেভাবে। তবে এখন অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এই সময়েই বড় বাজেটের ‘দরদ’ মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে ছবির আদ্যোপান্ত তুলে ধরেছেন কামরুল ইসলাম।

ঈদ ছাড়াই উৎসব

কয়েক বছর ধরে ঈদকেন্দ্রিক হয়ে গেছে দেশের সিনেমা। ঈদের বাইরে খুব বেশি প্রেক্ষাগৃহ যেমন চালু থাকে না, তেমনি কোনো ছবি আলোচনাও তৈরি করতে পারে না। তবে নতুন অধ্যায় রচনা করল ‘দরদ’। ঈদের বাইরে দেশজুড়ে ৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা মামুন। প্রথম সপ্তাহে হলসংখ্যা আর বাড়ার সম্ভাবনা নেই। দর্শকের আগ্রহের ওপর নির্ভর করে দ্বিতীয় সপ্তাহে সংযোজন-বিয়োজন হতে পারে। তবে বরাবরের মতো শাকিবের ছবি নিয়ে তাঁর ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের মধ্যে একপ্রকার উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
ফেসবুকে যেমন প্রচারণায় সরব, আবার পথে নেমে পোস্টার-ব্যানার নিয়েও প্রিয় অভিনেতার ছবির প্রচারণা করছেন।
 
দেশের বাইরে ১৮৩ হল

অনন্য মামুন আগে থেকেই বলে এসেছেন, ‘দরদ’ বিশ্বব্যাপী মুক্তি দেবেন। করলেনও তাই। গতকাল জানালেন, মোট ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে রয়েছে নেপাল, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্র, বাহরাইন, কাতার প্রভৃতি। নির্মাতার ভাষ্যে, দেশের বাইরে মোট ১৭৩টি প্রেক্ষাগৃহে চলবে ‘দরদ’।

দুই সপ্তাহ পর ভারতে

সবার ধারণা ছিল, বাংলাদেশের সঙ্গে একই দিন ভারতেও মুক্তি পাবে ছবিটি। কিন্তু তা হলো না। আরো দুই সপ্তাহ পর প্রতিবেশী দেশের প্রেক্ষাগৃহে উঠবে ‘দরদ’। এদিকে ৫ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘পুষ্পা : দ্য রুল’। সে ছবির সঙ্গে ‘দরদ’ মুক্তি দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে নির্মাতা মামুনের মতে, ‘দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থেকে যেত। সে কারণে দুই সপ্তাহ পিছিয়েছি। বড় ছবি থাকলেও সমস্যা নেই, আমাদের ছবি ঠিকই দর্শকের মনে জায়গা করে নেবে।’

তিন ভাষায় মুক্তি

‘দরদ’-এর ঘোষণার সময়ই মামুন বলেছিলেন, এটি বাংলাদেশি প্যান ইন্ডিয়ান ছবি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে শেষ পর্যন্ত তিন ভাষায় মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। মামুন জানান, বিভিন্ন দেশে বাংলার পাশাপাশি হিন্দি ও তামিল ভাষায় দেখা যাবে ‘দরদ’। তবে ভারতে মুক্তির সময় অন্যান্য ভাষাও যুক্ত হতে পারে।

দরদের আভাস

রোমান্টিক-সাইকোথ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘দরদ’। ভারতের বারাণসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা ঘটে। সন্দেহের তীর যায় ছোট শহরের যুবক দুলু মিয়ার ওপর। এর মধ্যে স্ত্রী ফাতেমার প্রতি দুলু মিয়ার তীব্র ভালোবাসাও দেখা যায়। ছবিতে শাকিব খানের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, ফারহান খান রিও, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। প্রযোজনায় বাংলাদেশের কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

শাকিবের ঠোঁটে প্রথম হিন্দি গান

প্রচারণার অভাব ছিল বটে। এ নিয়ে নির্মাতা মামুনের তীব্র সমালোচনাও করেছে শাকিব ভক্তরা। কারণ বারবার কথা দিয়েও রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে ১১ নভেম্বর একসঙ্গে ছবির গান ও ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছে ‘দরদ’ টিম। ইউটিউব ট্রেন্ডিংয়েও উঠে এসেছে ছবির গান ও ট্রেলার। গতকাল এসেছে আরেকটি চমক-ছবির ড্যান্স নাম্বার ‘লুট লে তু’। এই হিন্দি গানেই ঠোঁট মিলিয়েছেন শাকিব খান। এর আগে কোনো হিন্দি গানে ঠোঁট মেলাতে দেখা যায়নি ঢালিউড নবাবকে। ‘লুট লে তু’ গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক নাকাশ আজিজ। কথা ও সুর-সংগীত করেছেন আরাফাত মেহমুদ। বারাণসিতে বিশাল নৃত্যশিল্পীর টিম নিয়ে ধারণ করা হয়েছে গানটির ভিডিও।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রভাসের সঙ্গে কে এই তরুণী, সমালোচনার মুখে ‘বাহুবলী’ তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রভাসের সঙ্গে কে এই তরুণী, সমালোচনার মুখে ‘বাহুবলী’ তারকা
সংগৃহীত ছবি

কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডে উত্তাল ভারত। নিরস্ত্র মানুষকে গুলি করে খুন করা হয়েছে। ক্ষোভে ফুঁসছে সাধারণ জনতা। প্রতিবেশী রাষ্ট্রকে ইতিমধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাকিস্তানি তারকাদের ভারতে আসা যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

এর মাঝেই দক্ষিণী তারকা প্রভাস নাকি পাক সেনা কর্মকর্তার মেয়ের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন! মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই সেই তরুণী নাকি ভারত ছাড়ার হুমকি পাচ্ছেন।

জানা গেছে, ওই তরুণীর নাম ইমানবী।

শিগগিরই চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন তিনি। তার প্রথম ছবির নায়ক প্রভাস— ছবির নাম ‘ফৌজি’। নায়ক-নায়িকার একসঙ্গে ছবি দেখে একদল ধারণা করে নেন যে প্রভাস হয়তো এই নবাগত নায়িকার সঙ্গে প্রেম করছেন। কিন্তু সত্যিই কি ইমানবী পাক সেনা কর্মকর্তার মেয়ে? অবশেষে সমাজমাধ্যমে মুখ খুললেন তিনি।

ইমানবী সাফ জানিয়েছেন, তার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। ইমানবী লেখেন, প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পহেলগাঁওয়ে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানা রকম ভুল খবর ছড়ানো হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি।

স্পষ্ট করতে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতীয় বংশোদ্ভূত। 

ইমানবী জানিয়েছেন, তিনি হিন্দি, তেলুগু, গুজরাতি এবং ইংরেজি বলতে পারেন। লস অ্যাঞ্জেলেসে জন্ম তার। তবে তার পরিবারের সদস্যেরা ভারতেই থাকতেন। সুতরাং যা যা রটেছে, তার পুরোটাই গুজব।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফিরছেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ফিরছেন আরিফিন শুভ
আরিফিন শুভ

অনেকদিন ধরেই পর্দার বাইরে আরিফিন শুভ। সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ এর পর থেকেই একরকম আড়ালেই চলে যান এই নায়ক। দেশের পট পরিবর্তনের পর বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি।

আবার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন আরিফিন শুভ।

গত বছরে দিয়েছিলেন সংসার ভাঙার খবর। একাকীত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেছিলেন। এসব শেষে হঠাৎই আরিফিন শুভকে অ্যাকশন লুকে দেখে চমকে গেল!বলা বাহুল্য, এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা- তা স্পষ্ট হলো নায়কের একটি ঝলক থেকেই।

এদিকে আসছে কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে ফিরছেন আরিফিন শুভ।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির, এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

এরপর থেকেই অধীর আগ্রহে নায়কের ভক্তরা। এমন সময়েই সেই ঝলকে ধামাকা দিয়ে বসলেন আরিফিন শুভ! সেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্ধুমার এক অ্যাকশন লুকে। 

বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের সেই ঝলক রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মাঝে।

আর নিয়ে চলছে নানা আলোচনা। ঝলকটি দেখার পর দর্শকদের দাবি, ভালো কামব্যাক হতে চলেছে আরিফিন শুভ'র। 

শুধু তাই নয়, মন্তব্যঘরে নায়ককে 'শুভকামনা' জানাতে ভোলেননি ভক্তরা। আবার সেই ঝলকটি শেয়ার করে নায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তারকা অঙ্গনের অনেকে।

এদিকে সেই ঝলকটি প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়াল রাখেন আরিফিন শুভ।

নায়ক শুধু জানিয়ে দিলেন- 'আসিতেছে'। নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন- আরিফিন শুভর নতুন কাজ, তবে কি তার আসন্ন চলচ্চিত্র ‘নীলচক্র’ এর দৃশ্য এটি?

উল্লেখ্য, নির্মাতা মিঠু খানের নির্মাণে ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

মন্তব্য

দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে শিল্পকলার আয়োজন কাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে শিল্পকলার আয়োজন কাল
দ্বিজেন্দ্রলাল রায়

“ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা” - যে গানে বাঙালির মন, আশা ও অহংকার একাকার হয়ে গিয়েছিল সেই গানের স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা কাব্যসঙ্গীতের আধুনিক রূপকারদের মধ্যে তিনি ছিলেন এক অনন্য মহীরুহ। বাংলা গানের পঞ্চ-স্থপতির একজন। তাঁর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় মঞ্চস্থ হতে যাচ্ছে “সুরের দয়াল রায়”।

কাল ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হবে “সুরের দয়াল রায়”। পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও আলোকমালার ছায়ায় মঞ্চে জেগে উঠবে এক কালজয়ী স্রষ্টার সুর। প্রায় অর্ধশতাধিক প্রতিভাবান শিল্পী একসঙ্গে মঞ্চে তুলে ধরবেন দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন, দর্শন, দেশপ্রেম এবং তাঁর গানের মহিমা। নাট্য, সংগীত ও নৃত্যের ছন্দে তৈরি হবে এক সাংস্কৃতিক কাব্যগ্রন্থ, যেখানে দর্শক আবিষ্কার করবেন নতুনভাবে পরিচিত এক দ্বিজেন্দ্রলালকে।

প্রযোজনার ভাবনা ও নির্মাণে রয়েছেন তরুণ নির্দেশক ইলিয়াস নবী ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকল শিল্পপ্রেমী, গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিকদের এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের আমন্ত্রণ জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য

রিতেশের ছবির শুটিং করতে গিয়ে পানিতে ডুবে নৃত্যশিল্পীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রিতেশের ছবির শুটিং করতে গিয়ে পানিতে ডুবে নৃত্যশিল্পীর মৃত্যু

বলিউড অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখের ছবি ‘রাজা শিবাজি’র শুটিংয়ের সময় সৌরভ শর্মা (২৬) নামে এক নৃত্যশিল্পী পানিতে ডুবে মারা গেছেন। দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’ ছবির শুটিং চলছিল। সেখানে কোরিওগ্রাফারদের মধ্যে নৃত্যশিল্পী সৌরভ শর্মাও ছিলেন।

তিনি একটি গানের শুটিং শেষ করার পরপরই কৃষ্ণা নদীতে ডুবে যান। নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। 

খবরে বলা হয়, ওই গানে রঙ ছিটানোর একটা বিষয় ছিল, ফলে সৌরভও রং ছড়িয়েছিলেন। তাই তার হাতে রং লেগেছিল।

পরে শুটিং শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়ার পর তিনি সাঁতার কাটবেন বলে স্থির করেন। আর তা করতে গিয়েই তিনি নদীর গভীরে চলে যান। তারপর তীব্র স্রোতে ভেসে যান।

পরে মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে বুধবার সকালে তা পুনরায় শুরু হয়। সারা দিন ধরে চলে অভিযান। কিন্তু নৃত্যশিল্পীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ এবং উদ্ধারকারী দল নদী থেকে সৌরভের লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটা দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

আরো পড়ুন
জুমার নামাজে যাওয়ার প্রতি কদমে কদমে গুনাহ মাফ

জুমার নামাজে যাওয়ার প্রতি কদমে কদমে গুনাহ মাফ

 

কিংবদন্তি মারাঠি যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত দ্বিভাষিক মারাঠি এবং হিন্দি ছবি ‘রাজা শিবাজি’। অভিনেতা রিতেশ দেশমুখ ছবিটি পরিচালনা করছেন। ছবিতে তাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ