<p>বছরের শেষ দিন আজ। শেষ হতে চলেছে ২০২৪ সাল। প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে। হলিউড থেকে বলিউড, বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি এ বছর ব্যবসাসফল সিনেমার বেশ বিরাট তালিকা পেয়েছে। এ বছর প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন বক্স অফিসে জাদু চালাতে পারেনি, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা ছাপিয়ে বক্স অফিস কাঁপিয়েছে। হলিউডে এ বছর ছিল অ্যানিমেশন সিনেমার দাপট। তবে বলিউডে এ বছর দাপট দেখানো কোনো সিনেমা না এলেও দক্ষিণের দাপট অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বক্স অফিস ও আইএমডিবি’র বাণিজ্য সূত্র অনুসারে, চলুন দেখে নেওয়া যাক এ বছর বক্স অফিসে আয় ও বছরের সেরাদের তালিকায় জায়গা পেয়েছে কারা।</p> <p><strong>হলিউড</strong></p> <p>করোনার আগে বছরে আট শতাধিক ছবিও মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। মহামারির ধাক্কায় সেটা অর্ধেকে নেমে এসেছে। তবু সংখ্যাটা নেহাত কম নয়। এ বছরও প্রায় পাঁচ শ আমেরিকান ছবি মুক্তির আলোয় এসেছে। তবে বাণিজ্যের দিক দিয়ে বলা চলে হতাশার বছরই গেছে। আলোচিত কিছু ছবি যেমন ব্যবসা করতে পারেনি, তেমনি ব্লকবাস্টার হিটের সংখ্যাও কম।</p> <p><img alt="অ্যানিমেশনে মান রক্ষা, লাল চন্দনে রমরমা" height="620" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/31-12-2024/llll.jpg" width="450" /></p> <p>এ বছর হলিউডের মান বাঁচিয়েছে শুধু অ্যানিমেটেড ছবি। বছরের ব্যবসাসফল ১০ ছবির মধ্যে অর্ধের বেশিতেই রয়েছে অ্যানিমেশনের জাদু। বিশেষ করে কেলসি মানের ‘ইনসাইড আউট ২’ তো চমকে দিয়েছে। ২০১৫ সালের ‘ইনসাইড আউট’-এর এই সিক্যুয়েল আয় করেছে এক হাজার ৬৯৯ কোটি ডলার। এ বছর এটিই হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি।</p> <p><strong>আলোচিত যত</strong><br /> ২০২৪-এ যুক্তরাষ্ট্রের বিনোদনে অন্যতম আলোচিত ঘটনা র‌্যাপার শন ডিডি কম্বসের গ্রেপ্তার। তার বিরুদ্ধে হাজারো নারীর যৌন নিগ্রহের অভিযোগ। এ ছাড়া অবৈধ মাদক বাণিজ্য, ব্ল্যাকমেইলসহ নানা অভিযোগে বিদ্ধ ডিডি। অভিনেত্রী চিটা রিভেরা, কিংবদন্তি প্রযোজক কুইন্সি জোনস, সংগীতশিল্পী লিয়াম পেইনের মতো তারকাদের মৃত্যু ব্যথিত করেছে হলিউডপ্রেমীদের মন।</p> <p>চার্লি পুথ, লানা দেল রের বিয়ে নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনি থেমে থেমে আলোচনার জোগান দিয়েছে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেম। আবার বছরজুড়ে পশ্চিমা দেশগুলোতে আগ্রহের কেন্দ্রেও ছিল সুইফটের বিখ্যাত ‘দ্য এরাস ট্যুর’ কনসার্ট।</p> <p><strong>বলিউড</strong></p> <p>কয়েক বছর আগেও চিত্রটা এমন ছিল, কোনো হিন্দি ছবি ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করলেই তা বড় মাইলফলক বিবেচিত হতো। এখন সময় বদলেছে। পাঁচ শ কোটি পার হলেও অবাক হওয়ার কিছু নেই। কেননা এরই মধ্যে হাজার কোটির ক্লাবেও ঢুকেছে বলিউড ছবি। তবে এ বছর অত দূর যেতে পারেনি কোনো ছবি। সর্বোচ্চ ৮৭৪ কোটি ৫৮ লাখ রুপি আয় করে শীর্ষে রয়েছে ‘স্ত্রী ২’। এ ছাড়া ব্যবসাসফল ১০ ছবির তালিকায় নজর রাখলে একটি বিষয় স্পষ্টত ধরা দেয়, এ বছর বলিউডে হরর-কমেডি ছবির দাপট বেড়েছে। যার ফলে ‘ভুল ভুলাইয়া ৩’, ‘শয়তান’, ‘মুনজ্যা’ ছবিগুলো মাত করেছে বক্স অফিস।</p> <p><img alt="অ্যানিমেশনে মান রক্ষা, লাল চন্দনে রমরমা" height="226" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/31-12-2024/fffff.jpg" width="600" /></p> <p><strong>আলোচিত যত</strong><br /> নানা ঘটনায় আলোচনায় ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। বছরব্যাপী চর্চা হয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে। যদিও তাঁরা এ নিয়ে টুঁ শব্দটি করেননি; বরং বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা দিয়ে গুঞ্জনের আগুন নেভানোর চেষ্টা করেছেন। অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর নাটক ছিল সমালোচনার কেন্দ্রে। জরায়ুমুখ ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়াতে নিজের মৃত্যুর গুজব রটিয়েছিলেন তিনি। এ বছর ভারতের লোকসভা নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন কঙ্গনা রানাওয়াত। সেটা যেমন আলোচনায় ছিল, আবার চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়েও টক অব দ্য টাউন হয়েছিলেন অভিনেত্রী। এ বছর বলিউডের বেশ কয়েকজন তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাকুলপ্রীত সিং বিয়ে করেছেন প্রযোজক জ্যাকি ভগনানিকে, সোনাক্ষী সিনহা মালা পরিয়েছেন অভিনেতা জহির ইকবালের গলায়। বিয়ে করেছেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দাও।</p> <p><strong>অন্যান্য</strong></p> <p>এ বছর ভারতের দক্ষিণাঞ্চলের ইন্ডাস্ট্রিগুলো ছিল এগিয়ে। নাটাই হাতে আন্তর্জাতিক বাজারে উড়িয়েছে ভারতীয় ছবির ঘুড়ি। বিস্তর আয়োজনের ছবিগুলো বক্স অফিসেও বাজিমাত করেছে। আবার সাধারণ গল্পের অনন্য নির্মাণেও বরাবরের মতো ছড়িয়েছে মুগ্ধতা। সফল ছবির মধ্যে আছে ‘পুষ্পা ২-দ্য রুল’, ‘কল্কি ২৮৯৮ এডি’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ ইত্যাদি। আবার ভূয়সী প্রশংসা পেয়েছে ‘মহারাজা’, ‘মেইয়াড়াগান’ কিংবা ‘বাজহাই’-এর মতো ছবিগুলো। আলু্ল অর্জুনের গ্রেপ্তার হওয়ার ঘটনা নাড়া দিয়েছে গোটা দক্ষিণ ভারতকে। এ আর রহমান ও সায়রা বানুর দীর্ঘ ২৯ বছরের সংসারে বিচ্ছেদের খবরে হতবাক হয়েছেন অনেকে। বছরজুড়ে ‘দিললুমিনাতি’ কনসার্ট ট্যুর দিয়ে আলোচনায় ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।</p>