সালতামামি ২০২৪

হলিউড-বলিউডে বছরসেরা ও আলোচিত যারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
হলিউড-বলিউডে বছরসেরা ও আলোচিত যারা
হলিউড-বলিউডে বছরসেরা ও আলোচিত যারা

বছরের শেষ দিন আজ। শেষ হতে চলেছে ২০২৪ সাল। প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে। হলিউড থেকে বলিউড, বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি এ বছর ব্যবসাসফল সিনেমার বেশ বিরাট তালিকা পেয়েছে।

এ বছর প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন বক্স অফিসে জাদু চালাতে পারেনি, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা ছাপিয়ে বক্স অফিস কাঁপিয়েছে। হলিউডে এ বছর ছিল অ্যানিমেশন সিনেমার দাপট। তবে বলিউডে এ বছর দাপট দেখানো কোনো সিনেমা না এলেও দক্ষিণের দাপট অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বক্স অফিস ও আইএমডিবি’র বাণিজ্য সূত্র অনুসারে, চলুন দেখে নেওয়া যাক এ বছর বক্স অফিসে আয় ও বছরের সেরাদের তালিকায় জায়গা পেয়েছে কারা।

হলিউড

করোনার আগে বছরে আট শতাধিক ছবিও মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। মহামারির ধাক্কায় সেটা অর্ধেকে নেমে এসেছে। তবু সংখ্যাটা নেহাত কম নয়। এ বছরও প্রায় পাঁচ শ আমেরিকান ছবি মুক্তির আলোয় এসেছে।

তবে বাণিজ্যের দিক দিয়ে বলা চলে হতাশার বছরই গেছে। আলোচিত কিছু ছবি যেমন ব্যবসা করতে পারেনি, তেমনি ব্লকবাস্টার হিটের সংখ্যাও কম।

অ্যানিমেশনে মান রক্ষা, লাল চন্দনে রমরমা

এ বছর হলিউডের মান বাঁচিয়েছে শুধু অ্যানিমেটেড ছবি। বছরের ব্যবসাসফল ১০ ছবির মধ্যে অর্ধের বেশিতেই রয়েছে অ্যানিমেশনের জাদু। বিশেষ করে কেলসি মানের ‘ইনসাইড আউট ২’ তো চমকে দিয়েছে।

২০১৫ সালের ‘ইনসাইড আউট’-এর এই সিক্যুয়েল আয় করেছে এক হাজার ৬৯৯ কোটি ডলার। এ বছর এটিই হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি।

আলোচিত যত
২০২৪-এ যুক্তরাষ্ট্রের বিনোদনে অন্যতম আলোচিত ঘটনা র‌্যাপার শন ডিডি কম্বসের গ্রেপ্তার। তার বিরুদ্ধে হাজারো নারীর যৌন নিগ্রহের অভিযোগ। এ ছাড়া অবৈধ মাদক বাণিজ্য, ব্ল্যাকমেইলসহ নানা অভিযোগে বিদ্ধ ডিডি। অভিনেত্রী চিটা রিভেরা, কিংবদন্তি প্রযোজক কুইন্সি জোনস, সংগীতশিল্পী লিয়াম পেইনের মতো তারকাদের মৃত্যু ব্যথিত করেছে হলিউডপ্রেমীদের মন।

চার্লি পুথ, লানা দেল রের বিয়ে নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনি থেমে থেমে আলোচনার জোগান দিয়েছে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেম। আবার বছরজুড়ে পশ্চিমা দেশগুলোতে আগ্রহের কেন্দ্রেও ছিল সুইফটের বিখ্যাত ‘দ্য এরাস ট্যুর’ কনসার্ট।

বলিউড

কয়েক বছর আগেও চিত্রটা এমন ছিল, কোনো হিন্দি ছবি ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করলেই তা বড় মাইলফলক বিবেচিত হতো। এখন সময় বদলেছে। পাঁচ শ কোটি পার হলেও অবাক হওয়ার কিছু নেই। কেননা এরই মধ্যে হাজার কোটির ক্লাবেও ঢুকেছে বলিউড ছবি। তবে এ বছর অত দূর যেতে পারেনি কোনো ছবি। সর্বোচ্চ ৮৭৪ কোটি ৫৮ লাখ রুপি আয় করে শীর্ষে রয়েছে ‘স্ত্রী ২’। এ ছাড়া ব্যবসাসফল ১০ ছবির তালিকায় নজর রাখলে একটি বিষয় স্পষ্টত ধরা দেয়, এ বছর বলিউডে হরর-কমেডি ছবির দাপট বেড়েছে। যার ফলে ‘ভুল ভুলাইয়া ৩’, ‘শয়তান’, ‘মুনজ্যা’ ছবিগুলো মাত করেছে বক্স অফিস।

অ্যানিমেশনে মান রক্ষা, লাল চন্দনে রমরমা

আলোচিত যত
নানা ঘটনায় আলোচনায় ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। বছরব্যাপী চর্চা হয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে। যদিও তাঁরা এ নিয়ে টুঁ শব্দটি করেননি; বরং বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা দিয়ে গুঞ্জনের আগুন নেভানোর চেষ্টা করেছেন। অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর নাটক ছিল সমালোচনার কেন্দ্রে। জরায়ুমুখ ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়াতে নিজের মৃত্যুর গুজব রটিয়েছিলেন তিনি। এ বছর ভারতের লোকসভা নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন কঙ্গনা রানাওয়াত। সেটা যেমন আলোচনায় ছিল, আবার চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়েও টক অব দ্য টাউন হয়েছিলেন অভিনেত্রী। এ বছর বলিউডের বেশ কয়েকজন তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাকুলপ্রীত সিং বিয়ে করেছেন প্রযোজক জ্যাকি ভগনানিকে, সোনাক্ষী সিনহা মালা পরিয়েছেন অভিনেতা জহির ইকবালের গলায়। বিয়ে করেছেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দাও।

অন্যান্য

এ বছর ভারতের দক্ষিণাঞ্চলের ইন্ডাস্ট্রিগুলো ছিল এগিয়ে। নাটাই হাতে আন্তর্জাতিক বাজারে উড়িয়েছে ভারতীয় ছবির ঘুড়ি। বিস্তর আয়োজনের ছবিগুলো বক্স অফিসেও বাজিমাত করেছে। আবার সাধারণ গল্পের অনন্য নির্মাণেও বরাবরের মতো ছড়িয়েছে মুগ্ধতা। সফল ছবির মধ্যে আছে ‘পুষ্পা ২-দ্য রুল’, ‘কল্কি ২৮৯৮ এডি’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ ইত্যাদি। আবার ভূয়সী প্রশংসা পেয়েছে ‘মহারাজা’, ‘মেইয়াড়াগান’ কিংবা ‘বাজহাই’-এর মতো ছবিগুলো। আলু্ল অর্জুনের গ্রেপ্তার হওয়ার ঘটনা নাড়া দিয়েছে গোটা দক্ষিণ ভারতকে। এ আর রহমান ও সায়রা বানুর দীর্ঘ ২৯ বছরের সংসারে বিচ্ছেদের খবরে হতবাক হয়েছেন অনেকে। বছরজুড়ে ‘দিললুমিনাতি’ কনসার্ট ট্যুর দিয়ে আলোচনায় ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রেমের দায়ে কারাগারে ইয়াশ, পাগলা গারদে নিহা!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
প্রেমের দায়ে কারাগারে ইয়াশ, পাগলা গারদে নিহা!
সংগৃহীত ছবি

কলেজ জীবনের প্রেম সাধারণত তীব্র হয়। যে প্রেম পৃথিবীর সকল বাধা টপকানোর ক্ষমতা রাখে। তেমনই এক দুর্বার প্রেমের গল্পে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’।

এতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা।

এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক প্রমুখ।

ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে এই নাটকে দুটি ভিন্ন লুক ও চরিত্রে হাজির হবেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা।

এ প্রসঙ্গে নির্মাতা জানান, ‘অবুঝ প্রেম’ নাটকের চ্যালেঞ্জিং অংশ ছিলো দুটি।

একটি কলেজ জীবনের গেটআপ অন্যটি কারাগার ও পাগলা গারদের গেটআপ, মেকআপ ও অভিনয়। দুটো চ্যালেঞ্জই শতভাগ উতরে গেছেন ইয়াশ-নিহা। এমনটাই প্রতিক্রিয়া নির্মাতা পক্ষের।

এদিকে গল্পের বিষয়ে আগাম একেবারেই মুখ কুলতে চাইছেন না সংশ্লিষ্ট কেউ।

নির্মাতা শুধু এটুকু আঁচ দিলেন, এটি শতভাগ খাঁটি প্রেমের একটি গল্প। যেখানে প্রেম আছে, পাল্লা দিয়ে থাকছে বিরহ-ও।

‘অবুঝ প্রেম’ ছাড়াও এবারের ঈদ আয়োজনে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছি ২০টি নাটক। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে বিশেষ নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। 

মন্তব্য

জমজমাট ট্রেলার, এ মাসেই আসছে ‘লুসিফার ২’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
জমজমাট ট্রেলার, এ মাসেই আসছে ‘লুসিফার ২’
সংগৃহীত ছবি

মালায়ালাম চলচ্চিত্র জগতের অন্যতম সেরা হিট ছবি ‘লুসিফার’। অবশেষে জানা গেল, আসছে এর সিক্যুয়েল। জমজমাট ট্রেলার উন্মোচন করে সুখবরটি দেন এর নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারান। সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘লুসিফার ২: এমপুরান’।

প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে এর গল্প।

প্রায় চার মিনিটের ট্রেলারটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। দলের অভ্যন্তরে এবং কেরালা রাজ্যে ক্ষমতার লড়াইকে ঘিরে আবর্তিত হয় ট্রেলারটি। দুর্দান্ত অ্যাকশনের ঝলকের পাওয়া গেছে এতে।

 

কেউ কেউ বলছেন, পৃথ্বীরাজ অভিজ্ঞ পরিচালক না হলেও ট্রেলার কাট দুর্দান্ত করেছেন। প্রতিটি ফ্রেমেই অসাধারণ পরিশ্রম এবং প্রচেষ্টা স্পষ্টভাবে দৃশ্যমান। অসাধারণ দৃশ্যায়ন এবং নিখুঁত ব্যাকগ্রাউন্ড। 

লাইকা প্রোডাকশনস, আশীর্বাদ সিনেমাস এবং শ্রী গোকুলাম মুভিজ প্রযোজিত ‘লুসিফার ২: এমপুরান’ আগামী ২৭ শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন মোহনলাল, পৃথ্বীরাজ। এছাড়াও রয়েছেন মঞ্জু ওয়ারিয়ার, সুরজ ভেঞ্জারামুডু, ইন্দ্রজিৎ সুকুমারন, নিখাত খান প্রমুখ।

মন্তব্য

রেকর্ড ভাঙবে কি না জানি না, চাই সবাই বরবাদ দেখুক : মেহেদী হাসান হৃদয়

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

শেয়ার
রেকর্ড ভাঙবে কি না জানি না, চাই সবাই বরবাদ দেখুক : মেহেদী হাসান হৃদয়
শাকিব খান ও বরবাদ নির্মাতা মেহেদী হাসান হৃদয়

২০১২ সালে শোবিজে পদচারণ। সহকারী হিসেবে এক-দুই বছর কাজ করার পর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এর পর নির্মাণ করেন আড়াইশরও বেশি নাটক। ছোট পর্দার লম্বা সফর শেষে এবার বড় পর্দায় অভিষেক ঘটছে মেহেদী হাসান হৃদয়ের।

এই ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা ‘বরবাদ’। সিনেমা ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর। 

সিনেমায় আসতে এতটা সময় কেন নিলেন? 

নিজেকে প্রস্তুত করতেই সময়টা নিয়েছি। আরো কয়েক বছর আগেই মনে হয়েছিল যে, এখন সিনেমা করা উচিত।

কিন্তু তারপরও আমি সময় নিয়েছি, চেয়েছি একটা ঠিকঠাক কিছু নিয়ে তারপর আসতে। 

আপনার প্রথম সিনেমাতেই দেশের শীর্ষ তারকা শাকিব খান। লক্ষ্যই কি এটা ছিল যে প্রথম সিনেমাটা তাকে নিয়ে করবেন? 

না, বিষয়টা এ রকম না। সব নির্মাতাই স্বপ্ন দেখে সিনেমা বানানোর।

আমিও এর ব্যতিক্রম না। আর শাকিব খান তো মেগাস্টার, সবাই চায় তাকে নিয়ে সিনেমা করতে। এটা খুব স্বাভাবিক। আমিও চেয়েছিলাম, কিন্তু সেটা প্রথম সিনেমাতেই হয়ে গেছে। সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান।
 

May be an image of 1 person, beard and smiling

গল্পের প্রয়োজনে শাকিব খান এসেছেন, নাকি শাকিব খানের জন্য গল্প? 

একেবারেই গল্পের প্রয়োজনে। এটা কয়েক বছর আগের ঘটনা, ২০২০ কিংবা ২০২১ সালের দিকে। একদিন গ্লোরিয়া জিনসে বসে কফি খাচ্ছিলাম। কফি খেতে খেতে হুট করে গল্পটা মাথায় এলো। প্লট পেয়ে গেলাম আর তখনই সিদ্ধান্ত নিয়েছি, এই গল্পে সিনেমা বানাব। এরপর যখন গল্পে প্রোটাগনিস্ট চরিত্রটাকে খুঁজে পেলাম, তখন ওই চরিত্রটার জন্য আমার চোখের সামনে শুধু শাকিব খানই ভেসে উঠেছে। এটা ওনাকে ছাড়া আর কাউকে দিয়ে হবে না। যেহেতু প্রোটাগনিস্ট চরিত্রকে ভেবেই একটা গল্প লেখার কাজটা এগিয়ে নিয়ে যেতে হয়, তখন আমি ওনাকে মাথায় রেখেই গল্পটা প্রস্তুত করি। এরপর শাকিব ভাইয়ের সঙ্গে গল্পটা শেয়ার করলে উনি খুব পছন্দ করেন এবং কাজটা করতে রাজি হন।


গেল বছরে শাকিব খানের সংখ্যা রেকর্ডসংখক ব্যবসা করেছে। তার টার্গেট তো একশত কোটি, আপনার টার্গেট কী? 

এখন সিনেমাটাই করতে চাই।  বরবাদ বানিয়েছি, এটা সবাই দেখুক, সবার কাছে ভালো লাগুক, আপাতত এটাই আমার চাওয়া। পাশাপাশি চাইব ব্যবসাটাও যেন ভালো হয়। আগের রেকর্ড ভাঙবে কি না আমি জানি না, তবে এটা চাই ছবিটা সবাই দেখুক। দেখেন প্রিয়তমা, তুফানের পর বরবাদ যদি ভালো যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো। প্রযোজক বাড়বে, তারা লগ্নি করতে সাহস পাবে। যেটা এখন ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার। 

যারা শাকিবভক্ত না, তারা ‘বরবাদ’ কেন দেখবে? 

দেখুন, তুফান কিন্তু সব শ্রেণির দর্শকই দেখেছে। গল্প, নির্মাণ ভালো হলে সেটা সব দর্শকই দেখে। বরবাদ একেবারে বিনোদনধর্মী সিনেমা, যেখানে রোমান্স, অ্যাকশন, ড্রামা, ইমোশন, নাচ-গান সব কিছুই আছে। ছবিটা সব দর্শককে বিনোদন দেবে। সবার কাছেই ভালো লাগবে। 

May be an image of 1 person, beard and wrist watch

এখনো সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি কেন?

সিনেমার কাজ সম্পন্ন। প্রিভিউ করার পর মনে হলো, কিছু জায়গায় কারেকশন করলে হয়তো আরো বেশি ভালো লাগবে। আপাতত সেই কাজটাই করছি, এ জন্য একটু দেরি হচ্ছে। সপ্তাহান্তেই জমা দিয়ে দেব। 

‘বরবাদ’-এর পর কী আসবে? 

কী আসবে সেটা এখনো জানি না। দুই-তিনটা সিনেমার প্রস্তাব এসেছে। আপাতত বরবাদ মুক্তি পাক, এক মাস পর নতুন সিনেমা নিয়ে বসব। যেহেতু আমি নির্মাতা, সব প্ল্যাটফরমেই কাজ করব। সেটা নাটক হতে পারে, ওটিটিও হতে পারে। আমার যেহেতু গল্পের ক্ষুধা আছে, সেটা তো আমি মেটাতে চাইবই, সেটা যে মাধ্যমেই হোক। 

নাটক থেকে যারা অভিনয়ে কিংবা পরিচালনায় আসে, তাদের একটা কটূক্তি সব সময়ই শুনতে হয় যে অভিনয় পারে না, নির্মাণ জানে না, নাটক থেকে আসছে এ রকম। আপনিও তো নাটক থেকেই এসেছেন। এসব কটূক্তিগুলো নিয়ে আপনার মন্তব্য কী? 

এ ক্ষেত্রে আমি বলব, যে পারে সে সব জায়গাতেই পারে। তার জন্য হয়তো শুধু মাধ্যমটাই চেঞ্জ হয়, আর কিছু না। আমি নাটক নির্মাণ করে এখন সিনেমা বানিয়েছি। এখন পর্যন্ত টিজার বা গান যা-ই প্রকাশ্যে এসেছে, সেগুলো দেখে কিন্তু কেউ বলেনি যে এটা নাটক হয়েছে। আমি কিন্তু সিনেমার ধুন রেখেছি। যা বলেছি, দর্শকরা হলে গিয়েও তা-ই দেখতে পাবে। যদি কথার সঙ্গে কাজে মিল না পায় তখন আমাকে জানাবেন। 

এটা শুধু আমার জন্য না, সবার কথা মাথায় রেখেই বলব। যারা এ ধরনের মন্তব্য করেন, তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা মন্তব্য করার আগে কাজটা দেখুন, তারপর মন্তব্য করুন।

ঈদে তো আরো বেশ কয়েকটা সিনেমা মুক্তি পাচ্ছে। নিজের সিনেমা ছাড়া আর কোন ছবিটা দেখতে হলে যাবেন? 

এখন পর্যন্ত জংলি আর চক্কর সিনেমার টিজার আমার কাছে ভালো লেগেছে। দুটিই অসাধারণ হয়েছে। ইচ্ছা আছে সবগুলো সিনেমা হলে গিয়ে দেখব। 

মন্তব্য

অভিনয়শিল্পী থেকে এবার কণ্ঠশিল্পী সিয়াম-হিমি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অভিনয়শিল্পী থেকে এবার কণ্ঠশিল্পী সিয়াম-হিমি
সংগৃহীত ছবি

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়শিল্পী পরিচয়ের বাইরে এবার তারা আসছেন কণ্ঠশিল্পী হিসেবে। তাদের গানের অভিষেক হতে যাচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে। সম্প্রতি তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। 

গান গাওয়া প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘আমি জীবনে কোনোদিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন।

আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দু’জন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’ 

জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘অভিনয়ের বাইরে প্রথমবারের মতো গান গাইলাম।

 কেমন গেয়েছি, তা দর্শকরাই ভালো বলতে পারবেন। বেশ স্নায়ুচাপেই ছিলাম।’

এর আগে গত বছর ইত্যাদির মঞ্চে প্রথমবার গান গেয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। তার সঙ্গে গেয়েছিলেন তাহসান। গানটি সেসময় তুমুল আলোচিত হয়েছিল।

 

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ আকর্ষণ ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিক্সের সৌজন্যে এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ