সাবেক মন্ত্রীর ছেলেকে বিয়ে করছেন পাকিস্তানি এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সাবেক মন্ত্রীর ছেলেকে বিয়ে করছেন পাকিস্তানি এই অভিনেত্রী
সংগৃহীত ছবি

বিয়ে করছেন পাকিস্তানি টেলিভিশন ড্রামার জনপ্রিয় অভিনেত্রী আনমুল বালুচ। তার বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অভিনেত্রী তার নতুন জীবন কার সঙ্গে শুরু করছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

পাকিস্তানি গণমাধ্যম বলছে, আনমুল বালুচের বাগদত্তার নাম উমাইর বেগ।

তিনি দেশটির একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীর পুত্র। বর্তমানে তিনি পাকিস্তানের বিখ্যাত বেগ গ্রুপের পরিচালনার দায়িত্বে আছেন। 

যদিও অভিনেত্রী এখনো এসব নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার প্রতিনিধির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে পাকিস্তানি বিনোদন জগতে এমন গুঞ্জন শোরগোল ফেলে দিয়েছে।

 

সম্প্রতি পাকিস্তানের বেশ কিছু সেলিব্রিটির ব্যক্তিগত এমন গুঞ্জন সত্য হতেও দেখা গেছে। এই তালিকায় রয়েছেন কুবরা খান, গহর রশিদ, নীলম মুনির এবং মৌরা হোসেনের মতো তারকারাও।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘ইত্যাদি’র নৃত্যে চমক, একসঙ্গে তারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘ইত্যাদি’র নৃত্যে চমক, একসঙ্গে তারা
সংগৃহীত ছবি

বরাবরের মতো এবারের ঈদেও চমক নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইত্যাদির নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

 

আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী সাফা কবির, সামিরা খান মাহি, পারসা ইভানা ও সাদিয়া আয়মান। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। 

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে, তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।

ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।

নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক।

ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

মন্তব্য

৫৯ বসন্ত পেরিয়ে আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫৯ বসন্ত পেরিয়ে আমির
সংগৃহীত ছবি

দেখতে দেখতে জীবনের ৫৯ বসন্ত পেরিয়ে ৬০-এ পা দিলেন বলিউড সুপারস্টার আমির খান। জন্মদিন উপলক্ষ্যে সহকর্মী থেকে শুরু করে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। মাত্র ৮ বছর ৮ মাস বয়সে ‘ইয়াদোঁ কী বারাত’ ছবিতে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ২৩ বছর বয়সে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় শুরু করেন।

আমিরের সেই চলচ্চিত্র যাত্রা আজও চলমান। আমিরের ক্যারিয়ারের শুরু রোমান্টিক ছবি দিয়ে হলেও পরবর্তীতে তিনি ‘লগান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘দঙ্গল’, ‘পিকে’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো একাধিক ব্যতিক্রমী সিনেমা দিয়ে নিজেকে অন্য সুপারস্টারদের থেকে আলাদা করেছেন। ছবির চিত্রনাট্য নির্বাচন নিয়ে আমির খুবই খুঁতখুঁতে, যে কারণে তাঁর নামের সঙ্গে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা জুড়ে গেছে।

সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ আলাপ করেন আমির।

খোলামেলা কথা বলেন অনেক বিষয় নিয়ে। আমির বলেন, ‘আমি কখনোই ‘পারফেক্ট’ মনে করি না নিজেকে। জীবনে অনেক জায়গায় আমি ইমপারফেক্ট।’ তিনি আরো বলেন, ‘ছবি নির্বাচনের সময় আমি শুধু মনের মতো চিত্রনাট্য খুঁজে পাই।
দর্শকের প্রতিক্রিয়া নিয়ে আমি কখনো চিন্তা করি না।’

চলচ্চিত্র জীবনের কিছু ব্যর্থতা নিয়ে তিনি জানান, ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তির আগেই বুঝে গিয়েছিলেন যে ছবিটি চলবে না, তবে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। ক্যারিয়ারে সময় দিতে গিয়ে নিজের পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেননি আমির। এর জন্য এখন বেশ খারাপ লাগা অনুভব হয় বলেও জানান তিনি।

পরিবারের কথা উল্লেখ করে আমির বলেন, ‘সব সময় আমার লক্ষ্য ছিল দর্শকদের হৃদয় জয় করা।

কিন্তু নিজের পরিবারকে আমি নিজের অজান্তেই দূরে ঠেলে দিয়েছিলাম। ওই সময়ে আইরার (মেয়ে) আমাকে প্রয়োজন ছিল। জুনাইদ (ছেলে) আমাকে ছাড়া বড় হয়ে উঠেছে। সিনেমার জগতে আমি এক পরিবার গড়ে তুলেছিলাম। সেই পরিবারের সবার চাহিদা, সুখ-দুঃখের কথা জানতাম। কিন্তু নিজের পরিবারের মানুষদের মনের খবর আমি তখন রাখিনি।’

আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে পিভিআর সিনেমা আয়োজন করেছে একটি চলচ্চিত্র উৎসব। যেখানে আমির অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি যেমন ‘আন্দাজ আপনা আপনা', ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রং দে বাসন্তী’, ‘লগান’, ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়েটস’ প্রভৃতি প্রদর্শিত হবে ২৭ মার্চ পর্যন্ত।

মন্তব্য

ঈদে ‘জিম্মি’ নিয়ে আসছেন জয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদে ‘জিম্মি’ নিয়ে আসছেন জয়া
সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতর ঘিরে ইতিমধ্যেই চাঙ্গা হয়ে উঠছে শোবিজ অঙ্গন। একে একে মুক্তির ঘোষণা আসছে সিনেমার, যা নিয়ে দর্শকেরাও বেশ আনন্দিত। এবার ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘জিম্মি’। মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম কোনো ওয়েব সিরিজ।

২৮ মার্চ সিরিজটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হৈচৈ।

আশফাক নিপুন পরিচালিত সিরিজটিতে কেন অভিনয় করেছেন—এমন প্রশ্নে জয়া আহসান বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সব সময় খেয়াল করি, সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হৈচৈ-এর সঙ্গে, মুক্তি পাবে ঈদে—সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।

‘জিম্মি’ সিরিজের শুটিংয়ে জয়া আহসান

‘মহানগর’ নির্মাণ করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুন। মুক্তির অপেক্ষায় থাকা ‘জিম্মি’ বিষয়ে আশফাক নিপুণ বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুন বলেন, ‘জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’

মন্তব্য

হাসপাতালে ভাগ্যশ্রী, কপালে ১৩ সেলাই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
হাসপাতালে ভাগ্যশ্রী, কপালে ১৩ সেলাই অভিনেত্রীর
সংগৃহীত ছবি

পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ অভিনেত্রী ভাগ্যশ্রী। মারাত্মক চোট পেয়েছেন, যার জেরে অভিনেত্রীর কপালে মোট ১৩টি সেলাই পড়েছে। খবরটি অনুরাগীদের সঙ্গে নিজেই শেয়ার করেছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।

সেখানেই দেখা গেল, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন ভাগ্যশ্রী। ভ্রুয়ের কাছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন।
 

পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন কেউ। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।

খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তার আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, ‘ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।’

আজও যে ছবি বলিউডের প্রথম প্রেমের প্রতীক, সেই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয় করে রীতিমতো বাজিমাত করেন ভাগ্যশ্রী। এই ছবি করার পর দর্শকদের কাছ থেকে তিনি ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ তকমা পেয়েছিলেন। পরবর্তীতেও অবশ্য অফারের কমতি ছিল না ভাগ্যশ্রীর কাছে।

বলিউডে তার ভবিষ্যৎ ছিল বেশ উজ্জ্বল। কিন্তু প্রযোজক-পরিচালকদের সব অফার ফিরিয়ে দেন সালমান খানের নায়িকা। 
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ