ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

কাল থেকে শাকিবের ‘তাণ্ডব’ শুরু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কাল থেকে শাকিবের ‘তাণ্ডব’ শুরু
শাকিব খান

তুফানের পর দর্শকেরা অনেকেই চাইছিলেন আবারো জুটি হয়ে পর্দায় আসুক শাকিব খান ও রায়হান রাফি। অবশেষে তারা ফিরছেন নতুন ‘তাণ্ডব’ নিয়ে। ছবিটির জন্য বেশ আগেই শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমাটি কবে শুটিং ফ্লোরে যাবে, তা নিয়ে দর্শকেরা মুখিয়ে ছিলেন।

শাকিব ভক্তদের জন্য নতুন খবর হলো, ক্যামেরা ওপেন হচ্ছে ‘তাণ্ডব’ এর।

রাজধানীতেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এর পরিচালক নিজে।

তিনি জানান, আগামীকাল ২৪ মার্চ সোমবার শাকিব খানকে দিয়েই ‘তাণ্ডব’ এর ক্যামেরা ওপেন হবে। প্রথম দিন থেকেই তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন।

 

May be an image of 1 person and beard

রায়হান রাফি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার শুটিং শুরুর পালা। আগামীকাল থেকে শুটিং শুরু হয়ে চলবে ঈদের আগ পর্যন্ত। এর পর ঈদ শেষে, পরের সপ্তাহ থেকে আবারো কাজ শুটিংয়ে ফিরব।’

‘তাণ্ডব’-কে কোনো নির্দিষ্ট একটা জনরাতে ফেলা যাবে না বলে জানান নির্মাতা।

তার ভাষ্যে, এই ছবিতে সবকিছু থাকবে। অ্যাকশন, ড্রামা, পলিটিক্যাল ড্রামা, রোমান্স সব। 

তুফানের পর তাণ্ডবে দর্শকেরা শাকিব খানকে কী রূপে দেখতে পাবে, এমন প্রশ্নে রাফি বললেন, ‘আমি এক চরিত্রকে কখনোই রিপিট করি না। শাকিব খানকে একদমই অন্যরকমভাবে পাবে দর্শক, যার এক ঝলক উনার জন্মদিনে দেখতে পাবে। শুধু এটুক বলব, পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান।

ইচ্ছে ছিল টিজার ছাড়ার, অন্য সিনেমার ক্ষতি হবে ভেবে সেটা আর ছাড়ব না। আপাতত ফার্স্ট লুক পোস্টার ছাড়ব।’

No photo description available.

ছবির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন, সেটা চমকই রাখতে চাইছেন। তবে ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন নির্মাতা। 

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

তাসনিম জারাকে আইনি নোটিশ, ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
তাসনিম জারাকে আইনি নোটিশ, ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া
সংগৃহীত ছবি

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। 

তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানো নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী।

 

পোস্টে তিনি লিখেন, ‘যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?’

এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আমাদের সবচেয়ে মেধাবীদের অনেকেই ইতোমধ্যেই এই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না।

সবশেষ ফারিয়া লিখেন, ‘তাদের (তাসনিম জারাদের মতো যারা কাজ করছেন) পরবর্তী কৌতুক বানাবেন না।’

প্রসঙ্গত, অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। 

নোটিশে বলা হয়েছে, ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওই সব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে।

এতে অভিযোগ করা হয়, বাংলাদেশের নামিদামি সেলিব্রেটি এবং শোবিজ মডেল ও তারকা তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে টাকার বিনিময়ে বিভিন্ন অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রমোট করছেন। অনেক ডাক্তার নিজেদের ভিউ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং সামগ্রীর বিক্রয়ের জন্য অশ্লীল ভিডিও এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে।

মন্তব্য
শ্রাবন্তী

খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে আমার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে আমার
শ্রাবন্তী

টলিপাড়ার নতুন জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নতুন ছবি ‘আমার বস’ মুক্তি পাচ্ছে। এ বছরটা অভিনেত্রীর ভালোই ব্যস্ততায় যাচ্ছে বছরটা শ্রাবন্তীরই এমন কথাই বলছেন অনেকে। এ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, সবাই যখন বলছে তা হলে হয়তো সত্যি।

অনেকগুলো ছবির শুটিং আগেই করা হয়ে গিয়েছিল। সব পর পর মুক্তি পাচ্ছে। আমার এই ব্যস্ততাটাই ভালো লাগে।

পরিচালক তথা নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ এটা।

আর এটাই স্বপ্ন ছিল অভিনেত্রীর। এমনটাই জানালেন। এই ছবিতে যুক্ত হলেন কেন এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বললেন, অবশ্যই উইন্ডোজ়ের সঙ্গে প্রথম কাজ আর গল্পটা। আমি পরে জেনেছিলাম ছবিতে রাখি গুলজার আছেন।
আমার এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার বাসনা ছিল বহু দিনের। আমার বন্ধুরা তো বলেইছিল, সেই সঙ্গে অনেক সিনিয়র টেকনিশিয়ানরাও বলেছিলেন যে, এই সংস্থার সঙ্গে কাজ করা মানে একটা পরিবারের সঙ্গে কাজ করা। বলা যায় অনেক দিনের ইচ্ছেপূরণ।

ইচ্ছেপূরণ বিশ্বাস করেন শ্রাবন্তী। এমনটাই জানিয়ে বললেন,  হ্যাঁ, অবশ্যই।

মনের বাসনার যে শক্তি তা আর কোনও কিছুতে নেই। এখানেই তো সেই শাহরুখের সংলাপ মনে পড়ে যায়। আমার ইচ্ছাশক্তির জন্যই তো শিবুদাকে আমি সহ-অভিনেতা, পরিচালক আবার প্রযোজক, তিন রকম ভাবেই পেলাম। 

এই ছবিতে শিবপ্রসাদের সঙ্গে প্রেম নিয়েও কথা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য,  হ্যাঁ, সে তো ফোন খুললেই দেখতে পাচ্ছি। বেশ ভাল লাগছে। শিবুদার সঙ্গে ছবিতে প্রেমের আলোচনাও বেশ লাগছে।

ছবির ট্রেলারে উঠে এসেছে খোলা পিঠে শ্রাবন্তী ও শিবপ্রসাদের যে সম্মোহনের দৃশ্য। চুমু, হাতে লেখা চিঠি, টেক্সট মেসেজ নাকি খোলা পিঠে কবিতা লেখা—কোনটা সবচেয়ে রোমাঞ্চকর বলে আপনার মনে হয়? এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বললেন, চুমু, চিঠি অনেক হয়ে গিয়েছে। এখন তো এই খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে আমার। এমন প্রেমে নতুনত্ব আছে।

সূত্র-আনন্দবাজার

মন্তব্য

শিগগিরই সুখবর দেবেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
শিগগিরই সুখবর দেবেন মেহজাবীন
সংগৃহীত ছবি

বিয়ের পর স্বামী, পরিচালক আদনান আল রাজীবের বাড়িতে প্রথম জন্মদিন উদ্‌যাপন করেছেন মেহজাবীন চৌধুরী। অন্যরকম আয়োজনের বিশেষ সে মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। উদ্‌যাপন শেষ হলে ভক্তদের সুখবর দেবেন বলেও জানান জনপ্রিয় এ অভিনেত্রী।

বৃহস্পতিবার ফেসবুকে তার জন্মদিনের মুহূর্তের ৬টি ছবি প্রকাশ করেন মেহজাবীন।

ক্যাপশনে লেখেন, বিশেষ জন্মদিন।

মেহজাবীন সংবাদ মাধ্যমে বলেন, খুব শিগগিরই বড় কাজের ঘোষণা দিতে পারি। সময় হলেই জানাব।

প্রসঙ্গত, ১৩ বছর প্রেমের পর চলতি বছরের ভালোবাসা দিবসে আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন।

প্রাসঙ্গিক
মন্তব্য

কান উৎসবে আদনান আল রাজীবের সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কান উৎসবে আদনান আল রাজীবের সিনেমা
সংগৃহীত ছবি

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি লড়বে স্বল্পদৈর্ঘ্য বিভাগে।

আজ শুক্রবার দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। 

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।

সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

May be an image of text that says 'X集 XELLAK FESTIVAL FESTIVALDECANNES DE LDECANN ES OFFICIAL IAL 2025OFFICIALSELECTION LSELEO SELECTI ALSELECTION SHORT FI SHORTFILMSCOMPETITION COMP ETITION'

আদনান আল রাজীব জানান, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে নির্মাতা বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।

‘আলী’ সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। ‘ক্যাটালগ’ মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল।

যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়। লড়বে পাম দ’রের জন্য।

মন্তব্য

সর্বশেষ সংবাদ