তুফানের পর দর্শকেরা অনেকেই চাইছিলেন আবারো জুটি হয়ে পর্দায় আসুক শাকিব খান ও রায়হান রাফি। অবশেষে তারা ফিরছেন নতুন ‘তাণ্ডব’ নিয়ে। ছবিটির জন্য বেশ আগেই শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমাটি কবে শুটিং ফ্লোরে যাবে, তা নিয়ে দর্শকেরা মুখিয়ে ছিলেন।
শাকিব ভক্তদের জন্য নতুন খবর হলো, ক্যামেরা ওপেন হচ্ছে ‘তাণ্ডব’ এর।
রাজধানীতেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এর পরিচালক নিজে।
তিনি জানান, আগামীকাল ২৪ মার্চ সোমবার শাকিব খানকে দিয়েই ‘তাণ্ডব’ এর ক্যামেরা ওপেন হবে। প্রথম দিন থেকেই তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন।

রায়হান রাফি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার শুটিং শুরুর পালা। আগামীকাল থেকে শুটিং শুরু হয়ে চলবে ঈদের আগ পর্যন্ত। এর পর ঈদ শেষে, পরের সপ্তাহ থেকে আবারো কাজ শুটিংয়ে ফিরব।’
‘তাণ্ডব’-কে কোনো নির্দিষ্ট একটা জনরাতে ফেলা যাবে না বলে জানান নির্মাতা।
তার ভাষ্যে, এই ছবিতে সবকিছু থাকবে। অ্যাকশন, ড্রামা, পলিটিক্যাল ড্রামা, রোমান্স সব।
তুফানের পর তাণ্ডবে দর্শকেরা শাকিব খানকে কী রূপে দেখতে পাবে, এমন প্রশ্নে রাফি বললেন, ‘আমি এক চরিত্রকে কখনোই রিপিট করি না। শাকিব খানকে একদমই অন্যরকমভাবে পাবে দর্শক, যার এক ঝলক উনার জন্মদিনে দেখতে পাবে। শুধু এটুক বলব, পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান।
ইচ্ছে ছিল টিজার ছাড়ার, অন্য সিনেমার ক্ষতি হবে ভেবে সেটা আর ছাড়ব না। আপাতত ফার্স্ট লুক পোস্টার ছাড়ব।’

ছবির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন, সেটা চমকই রাখতে চাইছেন। তবে ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন নির্মাতা।
‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে।