সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভর করে জীবনমানে পরিবর্তন আনতে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট পরিবার ২০২৪ সালে ‘প্রোজেক্ট স্বনির্ভরতার প্রত্যয়ে’ কার্যক্রম শুরু করে।
সম্প্রতি ঢাকার মিরপুর ও মালিবাগ এলাকা থেকে বাছাই করে ৪টি নিম্ন আয়ের পরিবারকে আয় বৃদ্ধির সহায়ক হিসেবে দুই চাকার ভ্যান, সাথে তীব্র রোদ ও বৃষ্টির কথা মাথায় রেখে একটি বড় ছাতা, তালা, এবং ভ্যান হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি, তারা যাতে ব্যবসা শুরু করতে পারে তার জন্য প্রারম্ভিক নগদ মূলধন তুলে দেয়া হয় জেসিআই ঢাকা ইমপ্যাক্টের পক্ষ থেকে। আগামী এক বছর প্রতি মাসে একবার করে এই পরিবারগুলোর ব্যবসা ও জীবনের উন্নয়নের পর্যবেক্ষণ করা হবে।
প্রয়োজনে পরামর্শ এবং সাধ্যমত সহযোগিতা করার জন্যেও কাজ করবে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট।
লোকাল প্রেসিডেন্ট শাহরিয়ার ইমরান জানান, এবছরের ৪টি পরিবার সহ "প্রোজেক্ট স্বনির্ভরতার প্রত্যয়ে" এর মাধ্যমে সর্বমোট ৯টি পরিবারের পাশে দাঁড়াতে পেরে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট পরিবার গর্বিত।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন মাসরুর মাহমুদ শুভ এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সামিয়া তাহসিনসহ ন্যাশনাল ও লোকাল অফিসাররা উপস্থিত ছিলেন।