ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

বিশ্ব শিশু ক্যান্সার দিবস আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিশ্ব শিশু ক্যান্সার দিবস আজ

আজ ১৫ ফেব্রুয়ারি, বিশ্ব শিশু ক্যান্সার দিবস। শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০২ সালে চাইল্ড ক্যান্সার ইন্টারন্যাশনাল (সিসিআই) দিবসটি পালন করে আসছে।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে বরখাস্ত প্রায় ১০ হাজার কর্মী

যুক্তরাষ্ট্রে বরখাস্ত প্রায় ১০ হাজার কর্মী

 

সারা বিশ্বে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। প্রতিবছর ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।

শিশুদের সাধারণত থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার বেশি হয়। এ ছাড়া লসিকাগ্রন্থি, কিডনি এবং চোখের ক্যান্সারেও শিশুরা আক্রান্ত হয়। 

বিশেষজ্ঞদের দাবি— বেশির ভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। শনাক্ত করা গেলে ও উন্নত চিকিৎসা পেলে ৭০ শতাংশ রোগী সেরে ওঠে।

কিন্তু মাত্র ২০ শতাংশ রোগী উন্নত চিকিৎসার সুযোগ পান।

আরো পড়ুন
ইথিওপিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইথিওপিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

 

বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জীনগত কারণ, ভাইরাস, খাদ্যে ভেজাল, ক্যামিকেলস, পরিবেশগত সমস্যায় শিশুদের ক্যান্সার হয়। তবে প্রাথমিকভাবে এই রোগ শনাক্ত করা গেলে বেশিরভাগ শিশুরই ভালো হওয়ার সম্ভবনা রয়েছে। এই অবস্থায় শিশুদের ক্যান্সার মোকাবিলায় সবার আগে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ভিডিও

অযত্ন-অবহেলায় প্রাচীন স্থাপত্য লাওয়ে জাদি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অযত্ন-অবহেলায় প্রাচীন স্থাপত্য লাওয়ে জাদি
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজার জেলার রামু উপজেলার নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়ক হয়ে সাড়ে তিন কিলোমিটার পূর্বে গেলেই স্থানীয় উখিয়ারঘোনা পাহাড়ের ওপরে চোখে পড়বে দৃষ্টিনন্দন প্রাচীন প্যাগোডা লাওয়ে জাদি। 

ইতিহাস থেকে জানা গেছে, আরাকানের প্রধান সেনাপতি লাওয়ে মোরংয়ের নামে নাম হয় লাওয়েপাড়া নামের গ্রাম। আর ধারণা করা হচ্ছে, আনুমানিক ১৭৯৫ খ্রিস্টাব্দে সেনাপতি লাওয়ে মোরং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ এই জাদি বা প্যাগোডাটি নির্মাণ করেন।

ইতিহাসবিদদের মতে, ১৭ খ্রিস্টাব্দের পর আরাকান রাজ্যের প্রধান সেনাপতি লাওয়ে মোরং বর্মি রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে নিজের সৈন্যবাহিনীসহ পালিয়ে রামুর হাইটুপী এলাকায় বসতি স্থাপন করেন।

এরপর ওই স্থানের নামকরণ হয় লাওয়ের পাড়া নামে। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

মন্তব্য

কৃষ্ণচূড়ার লালে সেজেছে পথঘাট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কৃষ্ণচূড়ার লালে সেজেছে পথঘাট
সংগৃহীত ছবি

কাঠফাটা রৌদ্রের তীব্র দাবদাহ উপেক্ষা করেই বসন্তের রক্তিম রেশ ধরে রেখেছে গ্রীষ্মের চোখধাঁধানো লাল টুকটুকে কৃষ্ণচূড়া। দূর থেকে মনে হবে কৃষ্ণচূড়ার ডালে ডালে লালের অরণ্য। কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম ডেলোনিখ রেজিয়া।

এটি ফাবাসিয়ি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ।

‘গুলমোহর’ নামেও এর পরিচিতি রয়েছে। কৃষ্ণচূড়া ফুলগুলো গাঢ় লাল রঙের হয়। ফুলের ভেতরের অংশ হালকা হলুদ ও রক্তিম হয়।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

ভিয়েনায় নতুন ঠিকানা পেল চীনের দুই বিশাল পান্ডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভিয়েনায় নতুন ঠিকানা পেল চীনের দুই বিশাল পান্ডা
সংগৃহীত ছবি

আজ বুধবার (২৩ এপ্রিল) চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু থেকে দুইটি বিশাল পান্ডা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার শোনব্রুন চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। আগামী ১০ বছর তারা সেখানেই থাকবে বলে জানিয়েছে চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা।

পান্ডা দুইটির নাম, হেং ফেং (পুরুষ) ও লান ইউন (মেয়ে)। এদের জন্ম ২০২০ সালে।

ভ্রমণের সময় যাতে কোনো রকম সমস্যা না হয়, তাই তাদের সঙ্গে গিয়েছেন একজন চীনা পশু চিকিৎসক ও একজন অস্ট্রিয়ান দেখাশোনাকারী। ভিয়েনায় নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য শুরুর দিকে পান্ডাগুলোর যত্নে থাকবেন তারা। পান্ডাগুলোর জন্য বিমানে পাঠানো হয়েছে তাজা বাঁশ, বাঁশের কুঁড়ি, বিশেষ ভাবে বানানো ভাপা পাউরুটি, পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধ।

পান্ডাগুলোর নামের মধ্যে রয়েছে সুন্দর প্রতীকী অর্থ।

হে ফেং নামটি বোঝায় ‘কমলালেবুর মতো সতেজ সুবাস’ আর লান ইউন নামের অর্থ ‘অর্কিড ফুলের সৌরভ ছড়িয়ে পড়া’।

এর আগে ২০০৩ সালেও চীন থেকে দুইটি পান্ডা ভিয়েনায় পাঠানো হয়েছিল। যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নতুন এই পান্ডা যুগলও সে বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : চায়না ডেইলি

মন্তব্য

স্বনির্ভরতার প্রত্যয়ে’ প্রকল্পে ৪ পরিবারের পাশে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
স্বনির্ভরতার প্রত্যয়ে’ প্রকল্পে ৪ পরিবারের পাশে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট
সংগৃহীত ছবি

সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভর করে জীবনমানে পরিবর্তন আনতে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট পরিবার ২০২৪ সালে ‘প্রোজেক্ট স্বনির্ভরতার প্রত্যয়ে’ কার্যক্রম শুরু করে।

সম্প্রতি ঢাকার মিরপুর ও মালিবাগ এলাকা থেকে বাছাই করে ৪টি নিম্ন আয়ের পরিবারকে আয় বৃদ্ধির সহায়ক হিসেবে দুই চাকার ভ্যান, সাথে তীব্র রোদ ও বৃষ্টির কথা মাথায় রেখে একটি বড় ছাতা, তালা, এবং ভ্যান হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি, তারা যাতে ব্যবসা শুরু করতে পারে তার জন্য প্রারম্ভিক নগদ মূলধন তুলে দেয়া হয় জেসিআই ঢাকা ইমপ্যাক্টের পক্ষ থেকে। আগামী এক বছর প্রতি মাসে একবার করে এই পরিবারগুলোর ব্যবসা ও জীবনের উন্নয়নের পর্যবেক্ষণ করা হবে।

প্রয়োজনে পরামর্শ এবং সাধ্যমত সহযোগিতা করার জন্যেও কাজ করবে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট।

লোকাল প্রেসিডেন্ট শাহরিয়ার ইমরান জানান, এবছরের ৪টি পরিবার সহ "প্রোজেক্ট স্বনির্ভরতার প্রত্যয়ে" এর মাধ্যমে সর্বমোট ৯টি পরিবারের পাশে দাঁড়াতে পেরে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট পরিবার গর্বিত।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন মাসরুর মাহমুদ শুভ এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সামিয়া তাহসিনসহ ন্যাশনাল ও লোকাল অফিসাররা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ