অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতেই হবে। তা না হলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করা হবে এবং তাদের দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইন অনুযায়ী পূর্ণ শাস্তি পান।
—আমিরাতভিত্তিক ‘দ্য ন্যাশনাল’-এ একান্ত সাক্ষাৎকার
আদিলুর রহমান খান
শিল্প ও গণপূর্ত উপদেষ্টা
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবার থেকে আলোচনা শুরু হবে।
আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
—হাইকোর্ট গেইট, ঢাকা
রুহুল কবীর রিজভী
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিএনপি
অন্য দেশে লুকিয়ে থেকে আওয়ামী লীগ নেতারা হুঙ্কার দেয়, উসকানি দেয়। এটা অত্যন্ত দুঃখজনক।
তারা যদি ভালো কাজ করতেন, মানুষের কল্যাণের কাজ করতেন, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না।
—নয়াপল্টন, কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা
ডা. শফিকুর রহমান
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী
জাতি নির্বাচনের মতো নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচন চায়। যেই নির্বাচনে পেশী শুক্তি, কালো টাকার খেলা চলবে না।
তাহলে বড় একটা লড়ায়ের জন্য প্রস্তুত থাকুন। এটা এতা সহজে আসবে না আমরা বুঝতে পারছি। এক ধাক্কা ২৪ এর জুলাইয়ে দেওয়া হয়েছে, আরেকটা ধাক্কা এই জাতিকে দিতে হবে, সত্যিকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।
—সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়, নরসিংদী
মির্জা আব্বাস
স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
‘সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না… এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন। এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছেন।
—নয়াপল্টন, কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা
জয়নুল আবদিন ফারুক
চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ১৬ বছর হাসিনার কাছে মাথানত করি নাই। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলেও আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথানত করব না।
—জাতীয় প্রেস ক্লাব, ঢাকা
মোহাম্মদ সেলিম উদ্দিন
আমির, ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী
মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। আগামী দিনে যারা সে বৃত্তে আটকে থাকবে জনগণ তাদের আর কোনোভাবেই গ্রহণ করবে না।
—শেরেবাংলা নগর ঈদগাহ ময়দান, ঢাকা
নুরুল হক নুর
সভাপতি, গণ অধিকার পরিষদ
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দু-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকারের ব্যাপারে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ছয় মাস পার হলেও স্থানীয় সরকার ইস্যুতে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। স্থানীয় সরকার ছাড়া একটা সরকার শক্তিশালী হবে কিভাবে?
—বিজয়নগর, ঢাকা
নাসীরুদ্দীন পাটওয়ারী।
আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি
ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে, সেটি একটি মধ্যপন্থার দল হবে। দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে।
—জাতীয় প্রেস ক্লাব, ঢাকা