ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে একটি ট্রেন থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ চোরাকারবারিতে রেল স্টেশনের স্টেশন মাস্টার জড়িত থাকারও অভিযোগ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মৈত্রী ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ভেতর থেকে শাড়িগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালে তল্লাশি করে ভারতীয় শাড়ি ভর্তি ৩৭টি লাগেজ উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

অপারেশন ডেভিল হান্ট: ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অপারেশন ডেভিল হান্ট: ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

গত এক সপ্তাহে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানে বেশ কিছু অস্ত্রও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। 

শনিবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য গেছে। 

আরো পড়ুন
মাইগ্রেনের সমস্যা কি নারীদেরই বেশি হয়? কী বলছে গবেষণা

মাইগ্রেনের সমস্যা কি নারীদেরই বেশি হয়? কী বলছে গবেষণা

 

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান ‘ডেভিল হান্টে’ ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে ঘটনায় অভিযানে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরো পড়ুন
১৭ বছর ভয়াবহ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে বিএনপি : রিজভী

১৭ বছর ভয়াবহ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে বিএনপি : রিজভী

 

উল্লেখ্য, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরু সরকার। 

মন্তব্য

শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এ উপলক্ষে আজ শনিবার চট্টগ্রামস্থ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর কেন্দ্রীয় মসজিদে বাদ ফজর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন
বলিউডে দীর্ঘ রাজত্ব, খানদের মধ্যে সেরা ধনী কে?

বলিউডে দীর্ঘ রাজত্ব, খানদের মধ্যে সেরা ধনী কে?

 

১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর বাঙ্গালী সদস্য সার্জেন্ট জহুরুল হক আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক নিহত হন।

সার্জেন্ট জহুরুল হক ছিলেন একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক সৈনিক। 

১৯৬৭ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। পরবর্তীতে এয়ারফোর্স অ্যাক্ট অনুযায়ী সার্জেন্ট জহুরুল হককে ঢাকা সেনানিবাসে বন্দী রাখা হয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের উত্তাল আন্দোলনের মুখে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হন।

কিন্তু এ সময়ই ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ তারিখে সার্জেন্ট জহুরুল হক ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তানি সৈনিকের গুলিতে নৃশংসতম হত্যার শিকার হন।

আরো পড়ুন
ভারতকে হারাতে চান জামাল, বললেন— হামজার অন্তর্ভুক্তি দলে শক্তি বেড়েছে

ভারতকে হারাতে চান জামাল, বললেন— হামজার অন্তর্ভুক্তি দলে শক্তি বেড়েছে

 

দেশের মুক্তির লক্ষ্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হল এর নামকরণ করা হয় ‘সার্জেন্ট জহুরুল হক হল’ এবং ১৯৮২ সালে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নামকরণ করা হয় ‘বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক’। ২০১৮ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা পদকে ভূষিত হন। 

মিলাদ মাহফিলে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনা ও অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

জুলাই আন্দোলনের ছবি-ভিডিও আহ্বান, নিরাপত্তা ইস্যুতে যা বলল পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জুলাই আন্দোলনের ছবি-ভিডিও আহ্বান, নিরাপত্তা ইস্যুতে যা বলল পুলিশ
সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণআন্দোলনকালে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ৯ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এর পরেই বিষয়টি নিয়ে স্যোশাল মাধ্যমে নিরাপত্তার বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। যারা ছবি-ভিডিও পাঠাবেন তারা সাইবার সুরক্ষা পাবেন কিনা এমন সন্দেহ তৈরি হয়েছে।

তাই বিষয়টি আজ শনিবার বাংলাদেশ পুলিশ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে খোলাসা করেছে। ওই স্ট্যাটাসে বলা হয়েছে, আন্দোলনের ছবি (https://andolonerchobi.police.gov.bd) নামক প্লাটফর্মে বিভিন্ন ব্যক্তির নিজস্ব মোবাইল কিংবা ক্যামেরায় সরাসরি ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র জমা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

এই ফুটেজগুলো জুলাই আগস্টের গণ আন্দোলনের প্রামাণ্য দলিল। বিভিন্ন ব্যক্তিগত মোবাইল কিংবা ক্যামেরায় সরাসরি ধারণকৃত ফুটেজ বা স্থিরচিত্র এই আন্দোলনের গুরুত্বপূর্ণ সাক্ষ্য।

আন্দোলনের ছবি প্লাটফর্মটি এই গুরুত্বপূর্ণ দালিলিক সাক্ষ্য সংগ্রহের জন্যই শুধু নির্মাণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণের সুরক্ষার জন্য যাবতীয় নিরাপত্তা, যা যে কোনো সাইবার সিস্টেম সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তা এই প্লাটফর্মে নিশ্চিত করা হয়েছে।

আরও বলা হয়েছে, সাইবার নিরাপত্তার অংশ হিসেবে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) এর ব্যবহার করা হচ্ছে এই প্লাটফর্মে। এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো যেন শুধু বাংলাদেশ থেকে এই প্লাটফর্মে ডাটা আপলোড করা যায়।

দেশের বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেন কেউ অপ্রয়োজনীয় ফাইল আপলোড করে এই প্লাটফর্মের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য এই ব্যবস্থা। 

এর পাশাপাশি এই প্লাটফর্ম ব্যবহারকারীরা নিজের আপলোডকৃত ডাটা যেন কেবল নিজে দেখতে পারেন তা নিশ্চিত করার জন্য ওটিপি ব্যবহার করা হবে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে শুধু তথ্যের সুরক্ষা নয়, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবেও বিভিন্ন সেক্টরে ওটিপির ব্যবহার রয়েছে যা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। তাই ওটিপির ব্যবহার নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার
ছবি: কালের কণ্ঠ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান। আজ শনিবার সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেটের ভেতরে বিদেশী খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং এ তিনি এ তথ্য জানান। 

জিএমপি কমিশনার বলেন, সব ঠিক থাকলে আগামীকাল ১২টায় আখেরি মোনাজাত। মোনাজাতের সময় যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে।

 

তিনি বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমের যে আইডি থেকে ইজতেমায় হামলা হতে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। তার সাথে কথা বলা হচ্ছে। পরবর্তী সময় আটক বা গ্রেপ্তার করার দরকার হলে করা হবে। ইজতেমার পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব ধরণের ব্যবস্থা আছে।


তিনি আরো বলেন, সাদপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট  ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছে। বোম ডিস্পোজাল ইউনিটসহ সকল ধরণের আয়োজন সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়াতে পরাবে না, ড্রোন সার্ভিল্যান্স কাজ চলছে।

পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও মোতায়েন আছে বলে জানান পুলিশ কমিশনার।

এ সময় ইজতেমার আয়োজক সাদপন্থীদের পক্ষে কাকরাইলের শূরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মাওলানা ওসামা ইসলাম, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন। এছাড়াও জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এনএম নাসিরুদ্দিনসহ পুলিশ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ