ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে একটি ট্রেন থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ চোরাকারবারিতে রেল স্টেশনের স্টেশন মাস্টার জড়িত থাকারও অভিযোগ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মৈত্রী ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ভেতর থেকে শাড়িগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালে তল্লাশি করে ভারতীয় শাড়ি ভর্তি ৩৭টি লাগেজ উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ঐকমত্য কমিশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
সংগৃহীত ছবি

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার বাস্তবায়নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জানিয়েছে।

 

বিভিন্ন বিভাগভিত্তিক সংস্কার কমিশনের পাশাপাশি সংস্কার বাস্তবায়নে সব রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে জাতীয় ঐক্য তৈরিতে অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন গঠন করে। এই ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক ইউনূস নিজেই। অন্য কমিশনের প্রধানেরা এই কমিশনের সদস্য।

আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে এই কমিশন।

মন্তব্য

ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
সংগৃহীত ছবি

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিরা হাজির হয়েছেন। অনেকেই সারা রাত ইবাদত বন্দেগিতে কাটাবেন।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান করেন। এরপর রাত ৮টায় লাইলাতুল বারাআতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। 

বায়তুল মোকাররমে রাতব্যাপী বিভিন্ন ওয়াজ মাহফিল, হামদ-নাতসহ ইবাদত বন্দেগি চলবে।

ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।

মন্তব্য

আ. লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা : ভারতীয় সাংবাদিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আ. লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা : ভারতীয় সাংবাদিক
সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডনভিত্তিক সাংবাদিক, গবেষক, অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুড়ি। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

তার স্ট্যাটাসটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অর্কর পোস্টটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

 

আরো পড়ুন
তাহেরী আসার খবরে এলাকায় রণক্ষেত্র, আহত ১০

তাহেরী আসার খবরে এলাকায় রণক্ষেত্র, আহত ১০

 

অর্ক ভাদুড়ির স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় গিয়েছেন। তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ‘ওয়েলকাম নরেন্দ্র মোদি’ লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। আওয়ামী ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিও শেয়ার করেছে। ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে শেয়ার করছি।

ভিডিওর ডানদিকে ব্যানারটি দেখা যাবে।’

74123654

‘বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। সেই কারণেই মোদিকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা।

হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। করতেই পারেন। এগুলি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।’

‘প্রশ্ন হলো, বিজেপির সিস্টার কনসার্ন হিসাবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত নয়।

ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরও বাড়বে। কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না, তুলবে অন্য রাজনৈতিক শক্তি।’ 

‘জুলাই-আগস্টের সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে রাষ্ট্রসংঘের (জাতিসংঘ) রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরও বেড়েছে। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এ বিষয়ে যে পোস্ট করেছেন, কমেন্ট সেকশনে সেটি শেয়ার করলাম। এই দুরবস্থায়, খোলাখুলি নরেন্দ্র মোদির পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ?’

প্রাসঙ্গিক
মন্তব্য

কে কী বললেন : ১৪ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কে কী বললেন : ১৪ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: কালের কণ্ঠ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতেই হবে। তা না হলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করা হবে এবং তাদের দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইন অনুযায়ী পূর্ণ শাস্তি পান।

—আমিরাতভিত্তিক ‘দ্য ন্যাশনাল’-এ একান্ত সাক্ষাৎকার

আদিলুর রহমান খান
শিল্প ও গণপূর্ত উপদেষ্টা

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবার থেকে আলোচনা শুরু হবে।

আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

—হাইকোর্ট গেইট, ঢাকা

রুহুল কবীর রিজভী
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিএনপি

অন্য দেশে লুকিয়ে থেকে আওয়ামী লীগ নেতারা হুঙ্কার দেয়, উসকানি দেয়। এটা অত্যন্ত দুঃখজনক।

তারা যদি ভালো কাজ করতেন, মানুষের কল্যাণের কাজ করতেন, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না।

—নয়াপল্টন, কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা

ডা. শফিকুর রহমান
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী

জাতি নির্বাচনের মতো নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচন চায়। যেই নির্বাচনে পেশী শুক্তি, কালো টাকার খেলা চলবে না।

তাহলে বড় একটা লড়ায়ের জন্য প্রস্তুত থাকুন। এটা এতা সহজে আসবে না আমরা বুঝতে পারছি। এক ধাক্কা ২৪ এর জুলাইয়ে দেওয়া হয়েছে, আরেকটা ধাক্কা এই জাতিকে দিতে হবে, সত্যিকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।

—সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়, নরসিংদী

মির্জা আব্বাস
স্থায়ী কমিটির সদস্য, বিএনপি

‘সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না… এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন। এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছেন।

—নয়াপল্টন, কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা

জয়নুল আবদিন ফারুক
চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ১৬ বছর হাসিনার কাছে মাথানত করি নাই। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলেও আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথানত করব না।

—জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

মোহাম্মদ সেলিম উদ্দিন
আমির, ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী 

মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। আগামী দিনে যারা সে বৃত্তে আটকে থাকবে জনগণ তাদের আর কোনোভাবেই গ্রহণ করবে না।

—শেরেবাংলা নগর ঈদগাহ ময়দান, ঢাকা

নুরুল হক নুর
সভাপতি, গণ অধিকার পরিষদ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দু-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকারের ব্যাপারে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ছয় মাস পার হলেও স্থানীয় সরকার ইস্যুতে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। স্থানীয় সরকার ছাড়া একটা সরকার শক্তিশালী হবে কিভাবে?

—বিজয়নগর, ঢাকা

নাসীরুদ্দীন পাটওয়ারী।
আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি

ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে, সেটি একটি মধ্যপন্থার দল হবে। দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে।

—জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ