প্রথম বাংলাদেশি হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন সায়েম সোবহান

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
প্রথম বাংলাদেশি হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন সায়েম সোবহান
বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ভারতের মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে এক্সিলেন্স এওয়ার্ডস ২০১৭' তুলে দিচ্ছেন ভারতের প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার।

বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ভারতের মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে এক্সিলেন্স এওয়ার্ডস ২০১৭' -এ ভূষিত হয়েছেন। গণমাধ্যম ও সমাজসেবা শাখায় প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেছেন। মুম্বাইয়ের সেইন্ট এন্ড্রুস কলেজ অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সায়েম সোবাহানের হাতে এই পুরস্কার তুলে দেন ভারতের প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার।

\"\"দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। দাদাসাহেব ফালকের পুরো নাম ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। তাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়ে থাকে। সায়েম সোবহান ছাড়া এই পদক পেয়েছেন, প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী, ঐশ্বরিয়া রাই বচ্চন, কণ্ঠশিল্পী ফাল্গুনী পাঠক এবং কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

\"\"

উল্লেখ্য, সায়েম সোবহান সমাজসেবা ও গণমাধ্যমে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াজগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

৫০ শতাংশ ব্যাংকিং এজেন্ট হবেন নারী, আসছে সার্কুলার : গভর্নর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫০ শতাংশ ব্যাংকিং এজেন্ট হবেন নারী, আসছে সার্কুলার : গভর্নর
সংগৃহীত ছবি

এজেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ খুবই ভালো করছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শিগগিরই এ খাতের ৫০ শতাংশ এজেন্ট নারীরা হবেন। এ বিষয়ে দ্রুতই সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইস্কাটনে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা জানান।

আহসান এইচ মনসুর বলেন, ‘আমার ধারণা, এটি গতানুগতিক ব্যাংকিংব্যবস্থাকে ছাড়িয়ে যাবে।

এটি নীরবে বিপ্লব করে চলেছে।’

ব্যাংকিং খাত নিয়ে গভর্নর বলেন, ‘আমরা দ্রুত এগিয়ে যেতে চাই এবং আর্থিক খাতকে নতুনভাবে গড়ে তুলতে চাই।’

কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করার কাজ জোরেশোরে চলছে উল্লেখ্য করে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে বিশ্বব্যাংকও আমাদের বিশ্বব্যাপী সেরা ব্যবস্থা বা নীতিমালা খুঁজে পেতে সহায়তা করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হচ্ছে।

আমরা কেন্দ্রীয় ব্যাংকের পুনর্গঠনে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘আমরা এ বছরের জুলাই-আগস্টের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আমরা এর ভিত মজবুত করতে চেষ্টা করব, তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারবে না। যখন পরবর্তী সরকার ক্ষমতায় আসবে, তখনও এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মন্তব্য

‘দুই পক্ষ আপস করায় মোহাম্মদপুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘দুই পক্ষ আপস করায় মোহাম্মদপুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না’
ছবি : পিআইডি

মোহাম্মদপুরের ঘটনায় উভয় পক্ষ পুলিশের সামনে আপসনামায় স্বাক্ষর করায় সেটাকে চূড়ান্ত বলে বিবেচনা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেহেতু এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি সেহেতু কোনো কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের অবস্থান এ দেশে নেই।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এজাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি। ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি।’

শনিবার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে হেনস্তার ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে তরুণীদের উদ্ধার করে মোহাম্মদপুর থানায় নেয়ার পর দুই পক্ষই আপস করেছে বলে পুলিশ দাবি করেছিল।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে কিন্তু যখনি ঘটছে সরকার ব্যবস্থা নিচ্ছে। মোহাম্মদপুরের ঘটনায় যেহেতু উভয় পক্ষ আপসনামায় স্বাক্ষর করেছে, সেহেতু আর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

মন্তব্য

ব্যয় সাশ্রয়ে একসঙ্গে দুই দিবস পালিত হবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্যয় সাশ্রয়ে একসঙ্গে দুই দিবস পালিত হবে
সংগৃহীত ছবি

সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে চলতি বছর ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একত্রে ২০ অক্টোবর উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন
উপদেষ্টা পরিষদের ৯২ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : সৈয়দা রিজওয়ানা

উপদেষ্টা পরিষদের ৯২ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : সৈয়দা রিজওয়ানা

 

এতে বলা হয়, সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একত্রে ২০ অক্টোবর তারিখে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অন্যান্য বছর একই দিন, অর্থাৎ ২০ অক্টোবর তারিখে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালন করা হবে।

আরো পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল

 

জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা দেওয়ার প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মন্তব্য

উপদেষ্টা পরিষদের ৯২ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : সৈয়দা রিজওয়ানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উপদেষ্টা পরিষদের ৯২ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : সৈয়দা রিজওয়ানা

উপদেষ্টা পরিষদের ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা বলেছেন, যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো।

উপদেষ্টা বলেন, পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান। এটার অতিরিক্ত হিসেবে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।

মূল উদ্দেশ্য হচ্ছে.. গ্রামগঞ্জে মানুষ আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়।

জ্বালানি আমদানি প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েক দিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কম্পানি আছে।

তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।’

এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেসসচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ