ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের গঠনতন্ত্র-কমিটি-অডিট রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের গঠনতন্ত্র-কমিটি-অডিট রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের গঠনতন্ত্র, অডিট রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পরিচালনা কমিটির নামের তালিকা চাওয়া হয়েছে। জামিন আবেদনকারীপক্ষকে মঙ্গলবারের মধ্যে এসব আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আজ এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। ওই ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের করা জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেওয়া হয়েছে। আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো. কামরুল ইসলাম ও মুনমুন নাহার। দুর্নীতি দমন কমিশনের(দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও শাহীন আহমেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক ফুটবলার জয় গোপাল সরকার। পরে তিনি ওই ক্লাব পরিচালনা পর্ষদের সদস্য, পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ক্লাবটির সাধারণ সম্পাদক হন।

ক্যাসিনো বিরোধী অভিযানে গতবছর ১৩ জানুয়ারি কেরানীগঞ্জ থেকে এক সহযোগীসহ দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর গেন্ডারিয়া থানায় মানিলন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে এনু ও রুপন ভূঁইয়ার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে জয় গোপালের নাম উঠে আসে। এই জয় গোপাল সরকারের হাত ধরেই গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনু-রুপনের ক্যাসিনোকাণ্ডে জড়িত হওয়ার কথা জানায় সিআইডি। এরপর ওইবছরের ১৩ জুলাই লালবাগ থেকে জয় গোপাল সরকারকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। বিল্লাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লাইসেন্সটি বাতিল করা হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানান। 

আসিফ মাহমুদ বলেন, আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

তিনি বলেন, গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। 

আসিফ মাহমুদ আরো বলেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করতে তাকে লাইসেন্স করার পরামর্শ দেন।

আমার বাবা তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যেকোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোনো লাইসেন্স করতেই পারে। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।
 

উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। লাইসেন্স করা ও বাতিলের মধ্যবর্তী সময়ে সেটি ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি বলেও জানান উপদেষ্টা।

মন্তব্য

কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য’ তত্ত্ব নিয়ে বক্তৃতা দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য’ তত্ত্ব নিয়ে বক্তৃতা দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কাতার বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেবেন। বক্তৃতায় তিনি তার ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর আলোকপাত করবেন।

আজ বৃহস্পতিবার সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ : শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

পরে প্রধান উপদেষ্টা তার চার দিনের কাতার সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট (দোহা সময়) পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
আমাকে অব্যাহতি দেওয়ায় ক্যাম্পাসে ভুল বার্তা যাবে : কুয়েট প্রো-ভিসি

আমাকে অব্যাহতি দেওয়ায় ক্যাম্পাসে ভুল বার্তা যাবে : কুয়েট প্রো-ভিসি

 

এতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।

মন্তব্য

পোপের মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পোপের মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক পালন করা হচ্ছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে বিশ্বব্যাপী ক্যাথলিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার অনুষ্ঠিত হবে বলে ভ্যাটিকান সিটির এক ঘোষণায় বলা হয়েছে।

আরো পড়ুন
জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি : রানা প্লাজায় দু’পা হারানো রেবেকা

জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি : রানা প্লাজায় দু’পা হারানো রেবেকা

 

তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।

আগামী শুক্রবার তিনি রোমের উদ্দেশে দোহা ত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে দোহায় অবস্থান করছেন।

মন্তব্য

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নামলেন ঠিকাদারি ব্যবসায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নামলেন ঠিকাদারি ব্যবসায়

ঠিকাদারি ব্যবসায় নেমেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি লাইসেন্সের ছবি পোস্ট করেছেন সাংবাদিক সায়ের। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে।

লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) লাইসেন্সটি ইস‍্যু করেন। তিনি আরো লিখেছেন, এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি।

স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। উপদেষ্টা আরো জানান, এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ