রাজধানীতে বাম জোটের বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দ

প্রাপ্ত বয়স্কদের ডিসেম্বরের মধ্যে টিকা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রাপ্ত বয়স্কদের ডিসেম্বরের মধ্যে টিকা দিতে হবে

প্রাপ্ত বয়স্ক নাগরিকদের আগামী ডিসেম্বরের মধ্যে করোনা টিকা প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম জোটের বিক্ষোভ সমাবেশ থেকে সকল হাসপাতালে বেড সংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার-নার্স-টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা কর্মী বৃদ্ধি, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, ফিল্ড হাসপাতাল নির্মাণ, শ্রমজীবী মানুষদের খাদ্য ও নগদ অর্থসহায়তা, রেশন ও সুদমুক্ত ঋণ প্রদান, টিকা দিয়ে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং করোনা মোকাবিলায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশ বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম জহিরুল ইসলাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার ৮০ ভাগ লোককে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু বাস্তবায়নের কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা রোড ম্যাপ নেই। ৮০ ভাগ লোককে দুই ডোজ টিকা দিতে কমপক্ষে ২৬ কোটি ডোজ টিকা লাগবে। কিন্তু এখনো পর্যন্ত মাত্র ৬ কোটি টিকা পাওয়ার আশ্বাস পেয়েছে সরকার।

বাকিটা কোথা থেকে কিভাবে আসবে তার কোনো নিশ্চয়তা নাই। তাছাড়া এই আশ্বাসে করোনা মোকাবিলা করা সম্ভব নয়।

আরো বলেন, করোনা সনাক্ত ও মৃত্যুর উর্ধ্বগতি থাকলেও কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সব কিছু খুলে দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো রোড ম্যাপ নেই। গত দেড় বছরে করোনা ও লকডাউনে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও কর্মহীন ও আয় কমে যাওয়া মানুষেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়নি।

নেতৃবৃন্দ ব্যর্থ অবৈধ সরকারের পদত্যাগ ও দেশ জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন, মুক্তাঙ্গণ, জিরোপয়েন্ট হয়ে পল্টন মোড়ে শেষ হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ, যা বলছে ঢাকা ওয়াসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ, যা বলছে ঢাকা ওয়াসা
সংগৃহীত ছবি

আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ওয়াসা। 

সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগদানকারী কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা নয়। তবে আউটসোর্সিং জনবল নিয়োগের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে থাকে। 

আরো বলা হয়, এ ক্ষেত্রে সরকারের আউটসোর্সিং জনবল নিয়োগ নীতিমালা অনুসরণ করা হয়।

ঢাকা ওয়াসা আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়োগপত্র দেয় না।

আলোচ্য প্রতিবেদনে ঢাকা ওয়াসার এমডি, ডিএমডি, সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পিএস ও এপিএস, ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সুপারিশের কথা উল্লেখ করে যে তালিকা দেখানো হয়েছে তা সঠিক নয় বলে জানায় ঢাকা ওয়াসা।

তালিকার সঙ্গে প্রতিবেদনে উল্লেখিত নামের ও ঢাকা ওয়াসার কোনো সম্পৃক্ততা নেই। এই জনবল নিয়োগ/সরবরাহ কাজটি সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন করা হয়।

মন্তব্য

ট্রাম্পের ‘শুল্কাঘাত’ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রাম্পের ‘শুল্কাঘাত’ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা
সংগৃহীত ছবি

কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৭ মার্চ) রাজধানীতে ‘বাংলাদেশে তুলা চাষের সম্ভাবনা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের গুরুত্ব’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাম্প সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর শুল্কারোপ করছে। বাংলাদেশ অবশ্য আগে থেকেই শুল্ক দিয়ে রপ্তানি করছে।

যদিও বাংলাদেশের ওপর এখনো বাড়তি শুল্ক আরোপ করেনি, তবু একটা সংশয় থেকেই যায়। এ পরিস্থিতিতে আমরা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে তৈরি পোশাক রপ্তানি করব, যাতে বাড়তি শুল্ক আরোপ করতে তারা দ্বিধা-দ্বন্দ্বে ভোগে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার সিদ্ধান্ত অনেক আগের। তার পরও আমাদের ব্যবসায়ীরা কোনো প্রস্তুতি না নিয়ে এখনো তারা গ্র্যাজুয়েশন পেছানোর দাবি করছেন।

কিন্তু আমিও এটি পেছানোর পক্ষে নই।’

তিনি বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশে তিন বছর শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। আমার ধারণা, আমাদের ব্যবসায়ীরা ওই তিন বছরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি বিশ্বাস করি, তারা ওই সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়নে জিএসপি প্লাস পাওয়ার জন্য যা যা করা দরকার তা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জিএসপি প্লাস পাওয়ার জন্য ইইউ কিছু শর্ত দিয়েছে। আমরা সেগুলো পরিপালন করব।’

মন্তব্য

করোনার টিকা ক্রয়ে বেক্সিমকো ফার্মার ২২ হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
করোনার টিকা ক্রয়ে বেক্সিমকো ফার্মার ২২ হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক

করোনার ভ্যাকসিন কেনাকে কেন্দ্র করে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সিন্ডিকেটের ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোয়েন্দা অনুসন্ধানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার পর দুদকের উপপরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চার সদস্যের টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক বিলকিস আক্তার, উপসহকারী পরিচালক মো. জুয়েল রানা ও কাজী হাফিজুর রহমান।

যারা এরই মধ্যে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, করোনার ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আমলাতন্ত্রের অন্যান্যদের নেতৃত্বে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। সিন্ডিকেটের তালিকায় সালমান ও জাহিদ মালেক ছাড়াও তৎকালীন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (ডিএমআরসি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসের নাম রয়েছে।

মন্তব্য

শুধু পুরুষ নয়, যেকোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শুধু পুরুষ নয়, যেকোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে : আইন উপদেষ্টা

শুধু শিশু ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে নতুন আইনে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

এ ছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু ডেফিনেশন আনা হয়েছে। শুধু পুরুষ কর্তৃক না যেকোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। যেকোনো ফর্মে ধর্ষণকে শাস্তির আওতায় আনা হচ্ছে, বলে জানান তিনি।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকত। আমরা এই আইনে বিধান করেছি ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিক্যাল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করবে।’

এ ছাড়া আমরা ভিকটিমদের প্রটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি।

ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি এবং ধর্ষণকালে জখমের কঠোর শাস্তির ব্যবস্থা করেছি, বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আগামী বৃহস্পতিবার এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আশা করছি। এরপর খুব দ্রুত গেজেট নোটিফিকেশনও হয়ে যাবে। তবে ক্লিয়ার করি, এর সঙ্গে মাগুরা হত্যা ও ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নেই।

ওই বিচার এগিয়ে চলেছে নিজস্ব গতিতে এবং আমরা মনে করি খুবই দ্রুততার সাথে এই মামলার বিচার হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ