<p>নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর তেজগাঁও কলেজে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথমবারের মতো গ্র্যাজুয়েশন ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটরিয়ামে বেলা ১১টায় দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়। </p> <p>অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।</p> <p>পর্যটনশিল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশের পর্যটন জিডিপিতে ১০ শতাংশ পর্যন্ত অবদান রাখে। সেখানে আমরা কোনো ফিগারে আসতে পারিনি। চিন্তার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, আগামী ১০ বছরের মধ্যে এই শিল্পের প্রসার ঘটবে। আমাদের ছেলেমেয়েরাই এই শিল্পকে আকৃষ্ট করবে।’</p> <p>এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। গ্র্যাজুয়েশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। </p> <p>অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান মো. আলি কদর, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কাউন্সিল চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল প্রমুখ। </p> <p>ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান আজিজুর রহমান সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানান।  সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশীদ।</p> <p>জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম ব্যাচের ৩৫ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সকলেই পর্যটনশিল্প সম্পর্কিত উচ্চমানের কর্মসংস্থানের সাথে যুক্ত আছেন। বিভাগটি শুরু থেকেই কর্মমুখী, বাস্তবমুখী ও যুগোপযোগী শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যে প্রথম ধাপে তিনটি (ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ও হাউসকিপিং) ও পরে আরো দুটি (বেভারেজ কর্নার ও ফ্রন্ট অফিস) আধুনিক সুবিধাসম্পন্ন ল্যাব স্থাপন করে। শিক্ষা ও সহশিক্ষামূলক শিখন পদ্ধতিকে উৎসাহ দিয়ে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ফিল্ড ভিজিট, শিক্ষা সফর, মেলায় অংশগ্রহণ করেন।</p>