<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে <a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/01/08/1353208" target="_blank"><span style="color:#c0392b;">আওয়ামী লীগের</span></a> জয়কে আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এ কথা জানান।</p> <p>মুখপাত্র বলেন, ওই নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র দুঃখিত। নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না বলেও যুক্তরাষ্ট্র মনে করে। রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো তদন্ত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছে।</p> <h2><span style="font-size:22px;"><strong><span style="color:#c0392b;">আরও পড়ুনঃ </span><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/09/1353422" target="_blank">স্মার্ট বাংলাদেশ গড়তে যেভাবে কাজ করতে চান প্রধানমন্ত্রী</a></strong></span></h2> <p> </p> <p>ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র কয়েক হাজার রাজনৈতিক বিরোধী সদস্যকে গ্রেপ্তার ও ভোটের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন।</p> <p>মিলার বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানায়।</p> <h2><span style="font-size:22px;"><strong><span style="color:#c0392b;">আরও পড়ুনঃ</span> <a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/09/1353434" target="_blank">আজ ১৯ দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন</a></strong></span></h2> <p> </p> <p>আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার রিপোর্ট বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি।</p> <p>যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানাই।’</p> <p>ম্যাথু মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আমাদের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে, বাংলাদেশে মানবাধিকার ও নাগরিক সমাজকে সমর্থন করতে এবং দুই দেশের জনগণের ও অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে অঙ্গীকারবদ্ধ।’</p>