<p>আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টার পর হাইকোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। হাজারের বেশি শিক্ষার্থী ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরই মধ্যে হাইকোর্ট বিভাগের ছয় বিচারপতি সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে।</p> <p>আজ বুধবার (১৬ অক্টাবর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত একজন একজন করে ছয় বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তারা হলেন- বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখরুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।</p> <p>তবে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে একাধিক বিচারপতি কোনো মন্তব্য করতে রাজি হননি। অবশ্য তাদের একজন ১৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি নেওয়ার কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারাও নিশ্চিত করে কিছু বলেননি এ বিষয়ে।</p> <p>এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেটে এসে পৌঁছেন শিক্ষার্থীরা। </p> <p>এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরো দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।</p>