<p>জয়পুরহাটের পাঁচবিবিতে পাল্টা-পাল্টি হামলার প্রতিবাদে বিএনপির দুই গ্রুপের প্রতিবাদ সভা আহ্বান করায় পৌর শহরে সব ধরনের সভা সমাবেশ ও বেআইনি কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। </p> <p>স্থানীয়রা জানায়, গত সোমবার মধ্য রাতে যুবদলের কর্মী ডিপন হোসেনকে দুর্বৃত্তরা শহরের গোহাটা এলাকায় কুপিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে মঙ্গলবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রিসেট বাটন চেপে আমাদের দাবায়া রাখতে পারবা না : আওয়ামী লীগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729074254-64c1f3e6af6a117cbb2551d488254e3b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রিসেট বাটন চেপে আমাদের দাবায়া রাখতে পারবা না : আওয়ামী লীগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/16/1435771" target="_blank"> </a></div> </div> <p>দুই পক্ষই একে অপরের প্রতি দোষারোপ করে বুধবার (১৬ অক্টোবর) পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন শহরের গোহাটা চত্বরে বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবাদ সমাবেশের জন্য প্রশাসনের নিকট অনুমতি প্রার্থনা করেন। অপর পক্ষে পৌর বিএনপির সভাপতি আবুল হাসনাত মন্ডল একই সময়ে স্টেশন সড়কে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের জন্য প্রশাসনের নিকট অনুমতি চান।</p> <p>উভয় পক্ষের সমাবেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মো. বেলায়েত হোসেন পাঁচবিবি পৌর শহরে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ, বেআইনি অস্ত্র, লাঠিসোঁটা এবং এক জায়গায় বেশি লোক জড়ো না হওয়ার আহ্বান জানিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ অসহায় সুজন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729074062-3fb5ed13afe8714a7e5d13ee506003dd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ অসহায় সুজন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/16/1435769" target="_blank"> </a></div> </div> <p>কেউ ১৪৪ ধারা আইন লঙ্ঘন করলে ফৌজদারি কার্যবিধির ১৮৮ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকে প্রচার করা হয়। শহরে যে কোনো অপ্রীতিকর ঘটনা ও সভা সমাবেশ ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিএনপির বিবদমান দুই গ্রুপের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। </p> <p>পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলী জানান, শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেআইনি কার্যক্রম যারাই চালাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। </p>