<p>গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।</p> <p>আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্বশত্রুতা ও গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, শড়কি, রামদা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়ে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুরও করা হয়। আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন।</p> <p>কাশিয়ানী থানার ওসি মো.শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পরবর্তী অঘটন এড়াতে পুলিশ টহল বাড়ানো হয়েছে।’</p>