<p>এক দিন আগে বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের একাদশ ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। একাদশে চারজন বিশেষজ্ঞ পেসার রেখেছে ক্যারিবিয়ানরা। </p> <p>উইন্ডিজের চার পেসার হলেন আলজেরি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ ও জেডন সিলস। এর বাইরে মিডিয়াম পেস বল করতে পারেন জাস্টিন গ্রেইভস।</p> <p>চার পেসার দলে নিলেও কোনো স্পেশাল স্পিনার একাদশে নেয়নি ওয়েস্ট উন্ডিজ। পার্টটাইম স্পিনার হিসেবে আছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও কেভাম হজ। তবে অ্যান্টিগার উইকেটে স্পিনারদের খুব বেশি ব্যবহার করার দরকার না-ও হতে পারে। চার পেসার রাখায় বোঝা যাচ্ছে উইকেটের ধরন কেমন হবে। </p> <p>ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট, আলিক আথানজে, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেইভস, কেভাম হজ, মিকাইল লুইস, আলজেরি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ, জেডন সিলস।</p>