<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিজ জেতা হয়ে গেছে। সেন্ট ভিনসেন্টে আজ সকাল ৬টায় শুরু হওয়া শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বছরটি আরেকটু মাথা উঁচু করে শেষ করার সুযোগ বাংলাদেশের। কিন্তু লো-স্কোরিং প্রথম দুটো টি-টোয়েন্টি জেতা লিটন কুমার দাসরা কি এই সংস্করণে মাথা উঁচু করা দল হওয়ার বার্তা ছড়াতে পেরেছেন?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আধুনিক ক্রিকেটের সঙ্গে তুলনায় গেলে উত্তরটি নেতিবাচক। সেটি আরো স্পষ্ট হয়ে যায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর অধিনায়ক লিটনের প্রতিক্রিয়ায়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম বলটি যখন খেলেছি, তখনই বুঝেছিলাম যে এই উইকেটে ব্যাট করা কঠিন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেদিন পজিশন বদলে ওপেনিংয়ে নেমেও ব্যাটিংয়ের দুঃসময় কাটেনি তাঁর। শুরু থেকেই উইকেটে টার্ন এবং গ্রিপ করছিল, যা চিরাচরিত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটই অনেকটা। মুস্তাফিজুর রহমান থাকলে এর ফায়দা আরো লুটতে পারতেন। তবে অন্যরাও এমন উইকেটের সুবিধা নিয়ে ক্যারিবীয় ব্যাটিংকে ধসিয়ে দিয়েছেন। প্রশংসিত হওয়ার মতো ব্যাপার। দল জিতেছেও। তবে ভালো উইকেটে বর্তমান ঘরানার সঙ্গে তাল মিলিয়ে বিশাল সংগ্রহ গড়া কিংবা বড় রান তাড়া করে জেতার অজেয় আকাঙ্ক্ষা এই দুই ম্যাচ জেতার পরও অপূর্ণই থেকে গেছে। এসব জয়কে তাই উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বলে চালিয়ে দেওয়ারও সুযোগ নেই। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ক্ষেত্রে অবশ্য হাবিবুল বাশারের প্রতিক্রিয়া মিশ্র। সিরিজ জেতার তাৎক্ষণিক আনন্দ প্রকাশের পাশাপাশি কঠোর বাস্তবতাও এড়িয়ে যাননি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। একদিকে বললেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম কথা হলো জয় জয়ই। জয়কে ছোট করে দেখতে চাই না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> একই সঙ্গে আবার এটিও বলতে ভুললেন না তিনি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে বাস্তবতার কথা যদি বলেন এবং প্রশ্ন যদি করেন আমরা এগিয়েছি না পিছিয়েছি, উত্তর হবে আমরা এগোতে পারিনি। এই অর্থে যে সবচেয়ে পছন্দের ওয়ানডে সংস্করণে যখনই ভালো উইকেটে খেলা হয়েছে, আমরা কিন্তু আর পারিনি। আমরা ৩২০ (৩২১) করেও পারিনি, আবার ২৮০ (২৯৪) করেও পারিনি। সুতরাং এখনো ভালো উইকেটে যে খেলাটা খেলা দরকার, সেটিতে আমরা অভ্যস্ত হয়ে উঠিনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> টি-টোয়েন্টির বাস্তবতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে পারফরম্যান্সকে টেনেছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাটারদের পাশাপাশি বোলারদের ব্যর্থতাকেও সামনে নিয়ে এসেছেন তিনি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়ানডেতে যেমন ভালো উইকেট ছিল। আমরা ২৯৪ ও ৩২১ করেছি। ওই জায়গায় ভালো দলগুলো আরো ৩০-৪০ রান বেশি করত। ফ্ল্যাট উইকেটে বোলাররা আবার ভালো করতে পারেনি। ৩২১ করার দিন দ্রুত ওদের ৪ উইকেট (৮৬ রানে) নেওয়ার পরও জিততে পারেনি। উইকেটে সাহায্য থাকলে বোলাররা অসাধারণ বোলিং করে। আমাদের বোলিং ইউনিট ভালো হয়েছে নিঃসন্দেহে। কিন্তু ফ্ল্যাট উইকেটে কেন জানি হয় না। সেটি নিয়ে কাজ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সিরিজ জেতার আনন্দের মাঝেও তাই হাবিবুলকে মন খারাপ করা এমন উপসংহার টানতে হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ১৮০ বা ২০০ রান তাড়া করে জেতার যে খেলা, তা আমরা এখনো শিখিনি। এটিই সত্যি কথা। ফ্ল্যাট উইকেটে যখনই আমরা ওয়ানডে খেলেছি, আমরা কিন্তু পারিনি। এই সংস্করণে ভালো খেলতে চাইলে আমাদের ওই খেলাটি শিখতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>