<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।</p> <p>প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। চাউর হওয়া ওই খবরটি মিথ্যা জানিয়ে গতকাল বৃহস্পতিবার এ নিয়ে ওই পেজে পোস্ট দেওয়া হয়েছে।</p> <p>ওই পোস্টে বলা হয়েছে, সিরাজগঞ্জে গর্ভবতী পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দাবিটি মিথ্যা। ইতোমধ্যেই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকায় কোনো নারী পুলিশ নিহতের তথ্য নেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730459559-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/01/1441550" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া একটি জাতীয় দৈনিকের ফ্যাক্ট চেক বিভাগও গত আগস্ট মাসে দাবিটি যাচাই-বাছাই করে মিথ্যা বলে প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।</p> <p>বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে এক নারী পুলিশের ছবি দিয়ে দাবি করা হয় তার নাম পৃথিবী। ওই কার্ডে পৃথিবীর বক্তব্য হিসেবে দেওয়া হয়, ‘ভাই আমার পেটে বাচ্চা আছে, আমাকে মাইরেন না মাফ করে দেন। আমি প্রেগন্যান্ট।’</p> <p>গত শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হওয়ার তালিকা প্রকাশ করে।</p>