ট্রেন চালু নিয়ে সমঝোতা বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ট্রেন চালু নিয়ে সমঝোতা বৈঠক চলছে
ছবি: কালের কণ্ঠ

সারা দেশে ট্রেন চলাচল চালু করতে সংশ্লিষ্ট সকল পক্ষের নেতাদের নিয়ে সমঝোতার বৈঠক চলছে। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

বৈঠকে শ্রমিকদের পক্ষে কথা বলছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস ও রেল শ্রমিক দলের পক্ষে ইমরুল কায়েস পলাশ। সরকারের পক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল ইসলাম উপস্থিত রয়েছেন বৈঠকে।

প্রসঙ্গত, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শেয়ার
তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। এ ছাড়া দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আভাস দিয়েছে সংস্থাটি। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন
চাঁদপুরে মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চাঁদপুরে মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

 

এদিকে আগামী তিন দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পরদিন রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে। 

আরো পড়ুন
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মী চাকরি হারালেন যে কারণে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মী চাকরি হারালেন যে কারণে
ফাইল ছবি

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে চাকরি করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের জেরে তারা চাকরি হরিয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

 

আজ শুক্রবার সকালে আইসিডিডিআরবির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেসব প্রকল্প ইউএসএআইডির ফান্ডে চলত, সেগুলোর প্রায় সবই বন্ধ হয়ে গেছে। যে কারণে সেই সব প্রকল্পে কর্মরতদের চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে। আইসিডিডিআরবিতে প্রায় পাঁচ হাজারের ওপরে কর্মী, এর মধ্যে প্রায় ২০ শতাংশ (এক হাজারের বেশি) কর্মীকে টার্মিনেশন লেটার (চাকরিচ্যুতির চিঠি) দেওয়া হয়েছে। 

আরো পড়ুন

রাতের আধারে দেয়ালে শেখ হাসিনার প্রতি আস্থাসূচক পোষ্টার!

রাতের আঁধারে দেয়ালে শেখ হাসিনার প্রতি আস্থাসূচক পোস্টার!

 

ওই কর্মকর্তা আরো বলেন, সবচেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ হারিয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মাবিষয়ক কর্মসূচি থেকে।

যক্ষ্মা কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা সরকারের জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন।

আরো পড়ুন

শিক্ষার্থীদের ব্যাপক মানসিক ক্ষতি হয়েছে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

শিক্ষার্থীদের ব্যাপক মানসিক ক্ষতি হয়েছে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 

প্রসঙ্গত, আইসিডিডিআরবির অনেক গবেষণায় অর্থায়ন করে ইউএসএআইডি। বার্ষিক বরাদ্দের ২০ শতাংশের বেশি অর্থ আসে ইউএসএআইডি থেকে। আইসিডিডিআরবিতে কাজ করেন পাঁচ হাজারের বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী।

মন্তব্য

স্ত্রীর সঙ্গে প্রবাসীর শেষ কথা— যুদ্ধে যাচ্ছি ফিরে নাও আসতে পারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্ত্রীর সঙ্গে প্রবাসীর শেষ কথা— যুদ্ধে যাচ্ছি ফিরে নাও আসতে পারি
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কাজের দেওয়ার কথা বলে রাশিয়া নিয়ে যুদ্ধে পাঠানো প্রবাসীদের স্বজনরা আজ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। এ সময় প্রিয়জনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আকুতি জানান। একইসঙ্গে অভিযুক্ত এজেন্সিকে শাস্তির আওতায় আনার দাবিও জানান তাঁরা।    

মানববন্ধনে এক ভুক্তভোগীর মা বলেন, আমি দালালকে বলি আমার ছেলেকে ফেরত চাই।

দালাল বলে আপনার ছেলে ফেরত দিবো কিন্তু আড়াই লাখ টাকা লাগবে। আমি বাড়ি গিয়ে সবার গয়না বন্ধক রেখে টাকা পরদিন সকালে ঢাকা গিয়ে আড়াই লাখ টাকা দেই দালালকে। তাও আমার ছেলেকে ফেরত পাইনি।  

আরেক ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, যুদ্ধের কথা জানতে পেরে দালালকে জিজ্ঞাসা করি যুদ্ধে কেন পাঠাইতাছেন? দালাল বলে, যুদ্ধের কথা আমিও জানতাম না।

অইখানে গিয়ে এমন হয়ে গেছে। কিন্তু সে সব জানে। 

ওই স্বজন আরো বলেন, এজেন্সির মালিক তার ভাইকেও পাঠাইছে। এইজন্য আমরা বিশ্বাস করছি।

কিন্তু সে তার ভাইকে নিরাপদে রেখে বাকিদের বিপদের মুখে ঠেলে দিছে। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জমা দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও আবেদন জমা দিয়েছি। এখন শেষ আবেদন ড. ইউনূস স্যারের কাছে। উনি যেন আমার স্বামীসহ সকলকে জীবিত ফিরিয়ে আনেন।

স্বামীর সঙ্গে গত পরশুদিন শেষ কথা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সেদিন তাকে যুদ্ধে নিয়ে গেছে। যুদ্ধে যাওয়ার আগে সে বলেছে, যুদ্ধে যাচ্ছি আর ফিরে নাও আসতে পারি। তোমরা যদি পারো আমারে বাংলাদেশে নেওয়ার চেষ্টা করো। এর পরে আর যোগাযোগ হয় নাই।   

এর আগেও তিনদিনের মিশনে যুদ্ধে গিয়েছিলেন উল্লেখ করে এই স্বজন বলেন, আল্লাহর রহমতে তিনি বেঁচে ফিরে আসছেন। তারপর দুই দিন বিরতি দিয়ে আবার নিয়ে যাওয়া হইছে। 

এর আগে তাদের এক মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান এই স্বজন। সে সময় এজেন্সির কাছে জানতে চাই তাদের সামরিক ট্রেনিং কেন করাচ্ছেন? তারা বলে, রাশিয়া অনেক বড় দেশ। বিভিন্ন দেশের সঙ্গে তাদের যুদ্ধ লেগে থাকে। তাই আত্মরক্ষার জন্য ট্রেনিং করানো হচ্ছে। তবে এই পর্যন্ত ভুক্তভোগীদের কেউই কোনো পারিশ্রমিক পাননি বলে জানান এই স্বজন। 

আরেক প্রবাসীর বোন বলেন, ৪ মাস আগে আমার ভাই গেছে। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে না। মেসেজ দিয়ে কথা বলে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের ভাইরা সুস্থ-সবল ভাবে আমাদের মাঝে ফিরে আসুক আর দালালদের উপযুক্ত শাস্তি হোক। 

আরো পড়ুন
রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!

রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!

 

প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন ‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি তুমুল আলোড়ন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, মালী ও বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে রাশিয়া নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। এমন অন্তত ১০ ভুক্তভোগীর সন্ধান পায় দৈনিক কালের কণ্ঠ। এদের মধ্যে যুদ্ধে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ আহত এক যুবকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

মন্তব্য
গণমাধ্যম সমন্বয়কের দাবি

৭২ দেশ থেকে মুসল্লি এসেছেন বিশ্ব ইজতেমায়

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
৭২ দেশ থেকে মুসল্লি এসেছেন বিশ্ব ইজতেমায়
ছবি : কালের কণ্ঠ

৫৮তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ইতিমধ্যে ময়দানে এসেছেন। শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদেশি ২ হাজার ১৫০জন ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অবস্থান নিয়েছেন। এরপর বিদেশি মুসল্লিরা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান নেন।

তবে বিদেশি মুসল্লিদের সংখ্যা আরো বাড়বে। এসব বিদেশি মেহমানদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের বিশেষভাবে ভাবে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক, সকাল ১০ টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়।

বিশ্ব ইজতেমার ময়দানে শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আহমেদ।

আরো পড়ুন
বিমানে হঠাৎ অসুস্থ বাবর, ভর্তি করা হলো দুবাই হাসপাতলে

বিমানে হঠাৎ অসুস্থ বাবর, ভর্তি করা হলো দুবাই হাসপাতলে

 

নামাজে তাবলিগের জামাতের মুসল্লি ছাড়াও অংশ নেবেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি।

গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, সকাল থেকে তাবলিগের বিভিন্ন বিষয়ের ওপর ধাপে ধাপে বয়ান চলছে।

এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথি ভাইয়েরা আসছেন। আজ জুমার নামাজে অংশ নিতে এরই মধ্যে আশপাশের এলাকার লোকজন আসা শুরু করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ