যেভাবে স্থানীয় নির্বাচন চায় সংস্কার কমিশন

  • আগে দরকার সরকারের সিদ্ধান্ত
  • স্থানীয় নির্বাচনে দুই বছর সময় প্রয়োজন
  • বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে হলে সন্দেহ বাড়বে
কাজী হাফিজ
কাজী হাফিজ
শেয়ার
যেভাবে স্থানীয় নির্বাচন চায় সংস্কার কমিশন
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে, না পরে—এ বিতর্কে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। নির্বাচনব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের পক্ষে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এর পক্ষে জনমত জরিপও প্রকাশ করে বলেছে, ‘৬৪.৬৫ শতাংশের মত জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের পক্ষে।’ জামায়াতে ইসলামী  সম্প্রতি নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছে।

আরো পড়ুন
ঘন কুয়াশায় ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ২০

ঘন কুয়াশায় ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ২০

 

কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো চাচ্ছে আগে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিকে বিএনপি নেতাদের কেউ কেউ সন্দেহের চোখেও দেখছেন।

গত শুক্রবার কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে। তারা বলছে, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তার পরে সংসদ নির্বাচন হবে।

স্থানীয় নির্বাচন আগে, নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন?’

আরো পড়ুন
লক্ষের চেয়ে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি, বড় ব্যাংকঋণে ঝুঁকছে সরকার

লক্ষের চেয়ে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি, বড় ব্যাংকঋণে ঝুঁকছে সরকার

 

গত ৮ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে, যেন স্থানীয় সরকার সত্যিই স্থানীয় সরকার থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়।

নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করার পক্ষে মতামত দিলেও ১১ ফেব্রুয়ারি বলেছে, সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচনও করা যেতে পারে। গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ অবস্থায় অনেকেই জানতে আগ্রহী, স্থানীয় সরকার নির্বাচন এবারও কি আগের পদ্ধতিতেই হবে, নাকি সংস্কার কমিশন থেকে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল তার বাস্তবায়ন হবে?

আরো পড়ুন
ম্যাখোঁর নেতৃত্বে আজ জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা

ম্যাখোঁর নেতৃত্বে আজ জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা

 

এ ছাড়া নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকারগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে এ বছরই করতে গেলে বর্তমান পরিষদ ভেঙে দিতে হবে। কারণ পাঁচ বছর মেয়াদের ইউনিয়ন পরিষদের দশম সাধারণ নির্বাচন শুরু হয়েছিল ২০২১ সালের ১১ এপ্রিল, আর শেষ হয় ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি।

অন্তর্বর্তী সরকার অন্য স্থানীয় সরকারগুলো বিতর্কিত নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করলেও দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে তা করা হয়নি। আবার ইউনিয়ন পরিষদ বাদ রেখে অন্য স্থানীয় সরকারগুলোর নির্বাচন করতে গেলেও যথেষ্ট সময়ের প্রয়োজন।

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন অতীতে ভালো উদ্দেশ্যে করা হয়নি। সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন বা পছন্দের কোনো দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে এ ধরনের নির্বাচন হয়েছে। সে কারণে এবারও আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ, দাবিতে সন্দেহ সৃষ্টি হচ্ছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড. আব্দুল আলীম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হলে বর্তমান পরিষদ বিলুপ্ত করে নির্বাচন করতে হবে। কারণ বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয়নি। উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—এসব স্থানীয় সরকারের যেকোনো একটির নির্বাচন করা যেতে পারে। সবগুলোর নির্বাচন করতে হলে দুই বছর সময়ের প্রয়োজন।

এ ছাড়া নতুন পদ্ধতিতে নির্বাচন করতে হলে ভোটার ও প্রার্থীদের সচেতন করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। প্রশিক্ষণ প্রয়োজন। আইন সংশোধনও দরকার। সবচেয়ে আগে দরকার সিদ্ধান্ত গ্রহণ। রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন,  নির্বাচনব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতিতে করতে চাচ্ছে। এতে মেয়র, চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। সরাসরি ভোট হবে সদস্য ও কাউন্সিলর পদে।

কিন্তু বাস্তবতা হচ্ছে, সদস্য ও কাউন্সিলর পদে সমাজের সম্মানিত ব্যক্তিরা আসতে চান না। কিন্তু মেয়র, চেয়ারম্যান হতে চাইলে আগে সদস্য ও কাউন্সিলর পদে তাঁদের নির্বাচিত হতে হবে। এ কারণে মেয়র, চেয়ারম্যান পদের উপযুক্ত লোকরা সংসদীয় পদ্ধতির নির্বাচন চান না বলেই জেনেছি।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ বা দাবি সন্দেহ সৃষ্টি করছে। কারণ আইয়ুব খান থেকে শুরু করে অনেকেই ক্ষমতায় থেকে দল গঠনের জন্য বা নিজের পছন্দের দলের শক্তি বাড়ানোর জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করেছেন। আবার এ কথাও ঠিক যে দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন প্রভাবমুক্ত হতে পারে না।

আগেই ইউপি নির্বাচন! : 

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য কালের কণ্ঠকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনই আগে করার চিন্তা-ভাবনা হচ্ছে। কারণ এ নির্বাচনটিই স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এতে দেশব্যাপী ভোটারদের ব্যাপক অংশগ্রহণ থাকে। তবে এই আশঙ্কাও রয়েছে যে জাতীয় সরকারের আগে এ নির্বাচন দিলে আওয়ামী লীগের অনেকে নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারেন।

সর্বশেষ নির্বাচনে ৬২ শতাংশ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হন। আর এ পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির বিদ্রোহীরা জয় পান ২২ শতাংশ ইউপিতে। এ ছাড়া দলীয় মনোনয়নের বাইরে বিএনপির বিদ্রোহীরা জয় পান ৮ শতাংশ ইউপিতে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এ ইউপি চেয়ারম্যানদের মধ্যে প্রায় এক হাজার ৪০০ ইউপি চেয়ারম্যান লাপাত্তা বলে জানা যায়। 

সংস্কার কমিশন  যেভাবে স্থানীয় নির্বাচন চায় :

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘বর্তমানে জাতীয় সরকার পার্লামেন্টারি বা সংসদীয়। কিন্তু স্থানীয় সরকার প্রেসিডেনশিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো। স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তিসর্বস্ব, মেয়র বা চেয়ারম্যাননির্ভর। কাউন্সিলর বা সদস্যদের তেমন কোনো ভূমিকা নেই। এ ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতিতে হওয়া দরকার। মেয়র বা চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না; ভোট হবে কাউন্সিলর বা সদস্য পদে।

নির্বাচিত কাউন্সিলর বা সদস্যরা তাঁদের মধ্য থেকে একজনকে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত করবেন। তবে যেহেতু আমি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি, সেহেতু এখন এ বিষয়ে আমার নিজস্ব প্রস্তাবের বাইরে অংশীজনদের সঙ্গে আলোচনা এবং তাঁদের সুপারিশের ভিত্তিতেই সুপারিশ রাখা হবে।

তবে এরই মধ্যে যে প্রস্তুাব পেয়েছি, তাতে স্থানীয় সরকারের সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা হতে পারে। এ ক্ষেত্রে ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণ করে ঘূর্ণায়মাণ পদ্ধতিতে নারীদের জন্য ওয়ার্ড নির্ধারণ করা দরকার। ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সংখ্যাও জনসংখ্যার ভিত্তিতে নির্ধারণ হওয়া প্রয়োজন। বর্তমানে ইউনিয়ন পরিষদগুলোর ওয়ার্ডসংখ্যা ৯। ভোটারসংখ্যার ভিত্তিতে বড় ইউনিয়ন পরিষদগুলোর ওয়ার্ডসংখ্যা বাড়ানো যেতে পারে।

বর্তমান আইন অনুসারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফুল টাইম চাকরি করেন—এমন কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারেন না। আমি মনে করি, এই আইন বাতিল করা দরকার। ইউরোপের দেশগুলোর মতো নির্বাচনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরতদেরও অংশ নেওয়ার সুযোগ থাকা দরকার। স্থানীয় সরকারের সদস্য বা কাউন্সিলরদের কাজ ফুলটাইম নয়।

ফুলটাইম কাজ হচ্ছে মেয়র বা চেয়ারম্যানদের। মেয়র বা চেয়ারম্যানরা তাঁদের কাজে সহায়তার জন্য দু-তিনজন কাউন্সিলর বা সদস্য নিয়ে নির্বাহী কাউন্সিল গঠন করতে পারেন। এই নির্বাহী কাউন্সিলের সদস্যদের কাজ হবে সার্বক্ষণিক এবং তাঁরা মাসিক ভাতা পাবেন। অন্যরা পাবেন মিটিংয়ে যোগ দেওয়ার জন্য বিশেষ ভাতা।

আর নির্বাচন ছাড়াও স্থানীয় কাঠামোগত সমস্যাও রয়েছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এক রকম নয়। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন এক রকম না। উপজেলায় তিনটি পদে একই ধরনের নির্বাচন হয়। জেলা পরিষদে সে অর্থে নির্বাচনই হয় না। এই তিন প্রতিষ্ঠানের কাঠামো ও নির্বাচন একই রকম হওয়া দরকার।’

গত ২৫ জানুয়ারি তিনি সাংবাদিকদের জানান, পৌরসভা-সিটি করপোরেশনের মেয়র ও ইউনিয়ন-উপজেলা-জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্পশিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না। এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

ড. তোফায়েল আহমেদ গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, পূর্ণাঙ্গ সংস্কার প্রতিবেদন প্রস্তুত করতে আমাদের আরো সময় প্রয়োজন। আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আমাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেব। 

মন্তব্য

সম্পর্কিত খবর

থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

শুক্রবার প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সকালের নাস্তা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস বর্তমানে ব্যাঙ্ককে অবস্থান করছেন।

২ থেকে ৪ এপ্রিল ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন
একনজরে আজকের কালের কণ্ঠ (৪ এপ্রিল)

একনজরে আজকের কালের কণ্ঠ (৪ এপ্রিল)

 

এছাড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

মন্তব্য

একনজরে আজকের কালের কণ্ঠ (৪ এপ্রিল)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
একনজরে আজকের কালের কণ্ঠ (৪ এপ্রিল)
শুল্কের অস্ত্রে রপ্তানি বিপদে

শুল্কের অস্ত্রে রপ্তানি বিপদে

বাংলাদেশ থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। এত দিন গড়ে এই হার ছিল ১৫ শতাংশ। নতুন...

 
চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি...

 
যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমিয়ে আলোচনায় বসতে হবে

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমিয়ে আলোচনায় বসতে হবে

পাল্টা শুল্কনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

 
টিকফার মাধ্যমে অবস্থান তুলে ধরে শুল্ক কমানোর আলোচনা করতে হবে

টিকফার মাধ্যমে অবস্থান তুলে ধরে শুল্ক কমানোর আলোচনা করতে হবে

যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ শুল্ক আমাদের জন্য অতিরিক্ত।

চলমান যে শুল্ক রয়েছে, তার সঙ্গে এটা যোগ হবে। আগে...

 
পোশাকের অর্ডার যাঁরা পেয়েছেন, তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন

পোশাকের অর্ডার যাঁরা পেয়েছেন, তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন

বাংলাদেশি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। মোট রপ্তানির প্রায় ১৮ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে।...

 
করণীয় দ্রুত নির্ধারণ করছে এনবিআর

করণীয় দ্রুত নির্ধারণ করছে এনবিআর

বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এতে বাধাগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে...

 
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মিলবে ইতিবাচক সমাধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মিলবে ইতিবাচক সমাধান

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন...

 
চীন জাপান যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ক্ষোভ

চীন জাপান যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ক্ষোভ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর উচ্চহারে শুল্কারোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট...

 
মুরগির দাম কিছুটা কম টমেটো ও পেঁপে বাড়তি

মুরগির দাম কিছুটা কম টমেটো ও পেঁপে বাড়তি

ঈদের ছুটি এখনো চলছে। আপনজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকার বাইরে যাওয়া মানুষের ফেরার স্রোত এখনো শুরু হয়নি। এ জন্য...

 
জুলাই হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

জুলাই হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের...

 
টিউলিপের আইনজীবীরা  দুর্নীতিসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত

টিউলিপের আইনজীবীরা দুর্নীতিসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত

সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিষয়ে যেকোনো আনুষ্ঠানিক...

 
বঙ্গোপসাগরে রয়েছে ভারতের দীর্ঘতম উপকূলরেখা

বঙ্গোপসাগরে রয়েছে ভারতের দীর্ঘতম উপকূলরেখা

চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ইউনূসের মন্তব্যের পাল্টা...

 
বিচারের মুখে শেখ হাসিনাসহ  দেড় শতাধিক প্রভাবশালী

বিচারের মুখে শেখ হাসিনাসহ দেড় শতাধিক প্রভাবশালী

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বিগত সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি, আমলাসহ দেড় শতাধিক প্রভাবশালী ব্যক্তি...

 
মৃত সন্তান প্রসবে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

মৃত সন্তান প্রসবে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

মা ও নবজাতকের যত্নে বাংলাদেশ এখনো পিছিয়ে। এখানে প্রতি ৪১ শিশুর একটি মৃত অবস্থায় জন্ম নিচ্ছে।

মৃত সন্তান প্রসবের...

 
দুষ্প্রাপ্য ক্যাসিয়ার সৌন্দর্য

দুষ্প্রাপ্য ক্যাসিয়ার সৌন্দর্য

পৃথিবীজুড়ে ক্যাসিয়ার অনেক প্রজাতি ছড়িয়ে আছে। তবে বর্তমানে ক্যাসিয়ার কিছু কিছু প্রজাতির পরিবর্তিত নাম সেন্না।...

 
ভারতনির্ভরতা কমছে তুলা আমদানিতে

ভারতনির্ভরতা কমছে তুলা আমদানিতে

গত অর্থবছরে দেশে কাঁচা তুলা আমদানি হয়েছে প্রায় ৮১ লাখ বেল। টাকার অঙ্কে প্রায় ৩৯ হাজার কোটি টাকা। তবে পরিমাণে মোট...

 
বাজেট ঘোষণা হবে অধ্যাদেশের মাধ্যমে উপস্থাপন গণমাধ্যমে

বাজেট ঘোষণা হবে অধ্যাদেশের মাধ্যমে উপস্থাপন গণমাধ্যমে

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু হয়েছে।

প্রচলিত বিধান অনুযায়ী, রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রীরা...

 
দিনে গরম রাতে শীত

দিনে গরম রাতে শীত

চৈত্রের খরতাপে দিনের বেলায় প্রাণ ওষ্ঠাগত। কিন্তু রাত হলে ক্রমে তাপমাত্রা কমে ভোরে দেখা মিলছে কুয়াশার। দেশের...

 
স্বপ্নপূরণে রুশ সেনা হিসেবে যুদ্ধে গিয়ে বাংলাদেশি নিহত

স্বপ্নপূরণে রুশ সেনা হিসেবে যুদ্ধে গিয়ে বাংলাদেশি নিহত

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল ইয়াসিন শেখের। অনেক চেষ্টা করেও সফল হতে পারেননি তিনি। তবে রাশিয়ার...

 
এটিএম বুথ থেকে টাকা তুলতে ভোগান্তি

এটিএম বুথ থেকে টাকা তুলতে ভোগান্তি

দীর্ঘ ৯ দিনের ঈদের ছুটিতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সচল রয়েছে এটিএম বুথ, ইন্টারনেট...

 
মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে

মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসাল হয়ে গেছে। তাঁরা...

 
‘দ্বিতীয় স্বাধীনতার’ যে ব্যাখ্যা দিলেন সংস্কৃতি উপদেষ্টা

‘দ্বিতীয় স্বাধীনতার’ যে ব্যাখ্যা দিলেন সংস্কৃতি উপদেষ্টা

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরে অর্জিত স্বাধীনতাকে পুনরুদ্ধার করা হয়েছে বলে মন্তব্য...

 
টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার থেকে

টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার থেকে

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে আবার শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের...

 
ঋণের শর্ত পর্যালোচনায় শনিবার ঢাকায় আসছে আইএমএফ মিশন

ঋণের শর্ত পর্যালোচনায় শনিবার ঢাকায় আসছে আইএমএফ মিশন

দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের...

 
দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঝুঁকি মন্দার

দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঝুঁকি মন্দার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাতেই অনিশ্চয়তায় ডুব দিল বিশ্ব অর্থনীতি। পণ্য আমদানিতে...

 
শুল্কের ধাক্কায় ডলারের দরপতন

শুল্কের ধাক্কায় ডলারের দরপতন

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন ঘটেছে। বিপরীতে বৃদ্ধি পেয়েছে ইউরোর মূল্য। বিনিয়োগকারীরা...

 

দেশে দেশে শেয়ারবাজারে ধস

দেশে দেশে শেয়ারবাজারে ধস

বিশ্বের সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই...

 

ইসলামপূর্ব আরবের ধর্মবিশ্বাস

ইসলামপূর্ব আরবের ধর্মবিশ্বাস

কোরআন নাজিলের সময় আরব ভূখণ্ডে কয়েকটি মৌলিক ধর্ম প্রচলিত ছিল। সেগুলো হলোইহুদি ধর্ম, খ্রিস্টধর্ম, মাজুসি ধর্ম,...

 
মন্তব্য

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসা (৬) চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফেরে সে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা শিশু বাসিত খান মুসার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে নিয়ে আসার পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

চিকিৎসকরা জানান, গত বছরের ১৯ জুলাই বাসার নিচে মুসাকে আইসক্রিম কিনে দিতে নেমে নাতিসহ দাদি মায়া ইসলাম (৬০) গুলিবিদ্ধ হন। মায়া পরদিন মারা যান। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশে চলে যায়। এরপরও সে বেঁচে যায়।

গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর ২৬ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। গত ২২ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠায় সরকার। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছে।

 
 

মন্তব্য

ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক আজ
বাঁ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি : কোলাজ

থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে।

তিনি জানান, ব্যাঙ্ককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তাঁরা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

আরো পড়ুন
নৈশভোজে এক টেবিলে ইউনূস-মোদি

নৈশভোজে এক টেবিলে ইউনূস-মোদি

 

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাঙ্ককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ